পশ্চিমবঙ্গ

west bengal

Pathaan Box Office Collection: তিনদিনে 300 কোটির ব্যবসা করল পাঠান, প্রত্যাবর্তনে একের পর এক রেকর্ড শাহরুখের

By

Published : Jan 28, 2023, 10:29 AM IST

Updated : Jan 28, 2023, 3:22 PM IST

দ্বিতীয় দিনে ডাবল সেঞুরির পর এবার তৃতীয় দিনে ট্রিপল সেঞ্চুরিও পার করে ফেলল এসআরকের নতুন অ্যাকশন এন্টারটেইনার 'পাঠান' ৷ মুক্তির পর থেকেই শাহরুখ-দীপিকা জুটির এই ছবিকে ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন দর্শকরা (Pathaan box office worldwide gross) ৷

Pathaan Box Office Collection
তৃতীয় দিনে ট্রিপল সেঞ্চুরিও পার করে ফেলল এসআরকের নতুন অ্যাকশন এন্টারটেইনার পাঠান

মুম্বই, 28 জানুয়ারি: বলিউডের বেশকিছু রেকর্ড ইতিমধ্য়েই ধূলিসাৎ করেছে 'পাঠান' ৷ শাহরুখের এই ছবি এবার তৃতীয় দিনে গড়ল আরেকটি বিশাল রেকর্ড ৷ চার বছর পর মাঠে ফিরেই ট্রিপল সেঞ্চুরি হাঁকালেন বলিউডের বেতাজ বাদশাহ ৷ ট্রেড অ্যানালিস্ট রমেশ বালা জানিয়েছেন সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবির বক্স অফিস কালেকশন 300 কোটি ছাড়িয়েছে (Pathaan box office worldwide gross) ৷ মানে রেকর্ড তৈরি দিয়ে যে যাত্রার শুরু হয়েছিল তা এখনও অব্যাহত রইল ।

'আপনি কুর্সি কি পেটি বাঁধ লো, মৌসম বিগড়নে বালা হে' ছবির প্রথম ঝলকেই এই হুঙ্কার শোনা গিয়েছিল এসআরকের গলায় ৷ আর সেই তুফান যে সুনামি হয়ে বইবে তারও সতর্কবার্তা মিলেছিল প্রথম দিনেই ৷ প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পরেই আগের সমস্ত ধারনা ভেঙে চুড়মাড় করে নতুন মাইল ফলক স্থাপন করেছিল 'পাঠান' ৷ ছুটির দিনে মুক্তি পায়নি শাহরুখের নতুন ছবি ৷ তবু প্রথম দিনেই পাঠান ঢুকে পড়েছিল 100 কোটির ক্লাবে ৷ চার বছরের বনবাস কাটিয়ে মাঠে ফিরেই তৃতীয় দিনে তিনশো কোটি ক্লাবেও ঢুকে পড়ল এসআরকের এই স্পাই থ্রিলার ৷ সারা বিশ্বব্যাপী আয়ের হিসাব করে ঠিক এমনটাই জানালেন ট্রেড অ্যানালিস্ট রমেশ বালা ৷

কত বাজেট ছিল সিদ্ধার্থ আনন্দের এই ছবির ? খবর অনুযায়ী 250 কোটি টাকা খরচ হয়েছিল এই স্পাই থ্রিলারটি তৈরি করতে ৷ শাহরুখ-জন-দীপিকা জুটির এই ছবি শুধু যে সিনেপ্রেমীদের মন জিতে নিয়েছে তা নয়, বিদগ্ধ সমালোচকরাও খুশি ছবির কাজ দেখে ৷ ভিএফএক্স, অ্যাকশন সিকোয়েন্স আর অভিনয় দেখে তাঁরাও বলছেন, যদি সিনেমার অর্থ বিনোদন হয় ৷ তাহলে তার অন্যতম সেরা ঠিকানা 'পাঠান' ৷

আরও পড়ুন:দু'দিনেই ডাবল সেঞ্চুরি এসআরকের, 200 কোটির ক্লাবে 'পাঠান'

'পাঠান'-এর বিপুল সাফল্যে শাহরুখ কিন্তু মোটেই ভেসে যাননি ৷ বরং টুইটারে সম্প্রতি জীবনে স্থির লক্ষ্যে এগিয়ে চলার বার্তা দিয়েছেন তিনি ৷ তিনি লেখেন, 'আমি পিছনে ফিরে যাওয়ার জন্য় কোনও কিছু ফেলে আসিনি.. আমার মনে হয় জীবন কিছুটা এই রকমই ৷ প্রত্যাবর্তনের গল্প লেখা কারও পক্ষেই সম্ভব নয় । তা কারও হাতেও নেই । বরং সামনে তাকানো ভীষণভাবে দরকার ৷ তাই ফিরে আসবেন ৷ যেটা শুরু করেছেন তা শেষ করুণ ৷ 57 বছর বয়সিব একজন মানুষের এটাই পরামর্শ । এটাই তাঁর জীবনবোধ ।'

Last Updated :Jan 28, 2023, 3:22 PM IST

ABOUT THE AUTHOR

...view details