পশ্চিমবঙ্গ

west bengal

Naatu Naatu: 'নাতু নাতু'র তালে মেতে উঠল টেসলাও, দেখুন ভিডিয়ো

By

Published : Mar 20, 2023, 10:45 PM IST

'নাতু নাতু' গানের তালে তালে জ্বলল নিভল সারি বেঁধে দাঁড়িয়ে থাকা একগুচ্ছ টেসলা গাড়ির আলো (Tesla cars sync light with Naatu naatu beats ) ৷ সোশাল মিডিয়ায় ভাইরাল ভিডিয়ো ৷

Naatu Naatu
নাতু নাতু গানের তালে জ্বলল নিভল টেসলার আলো

হায়দরবাদ, 20 মার্চ:গোল্ডেন গ্লোবসের পর অস্কার পুরস্কারও এসেছে ঝুলিতে ৷ আর তারপর থেকে স্বাভাবিকভাবেই আরও তীব্র হয়েছে 'নাতু নাতু' নিয়ে অনুরাগীদের আবেগ ৷ যত দিন যাচ্ছে এই গান নিয়ে আবেগ যে আরও বাড়ছে তার প্রমাণ মিলল সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে ৷ 'নাতু নাতু'র সুরে তাল মেলাতে দেখা গেল টেসলাকেও ৷ সম্প্রতি একটি ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে সারি সারি টেসলা গাড়ির আলো একইসঙ্গে জ্বলছে এবং নিভছে 'নাতু নাতু' গানের তালে তালে ৷

এই ভিডিয়োটি সামনে এসেছে নিউ জার্সি থেকে ৷ 'আরআরআর' ছবির টিম তাঁদের অফিসিয়াল হ্যান্ডেল থেকে এই ভিডিয়োটি শেয়ার করে লিখেছে, ' নিউজার্সিতে অস্কার জয়ী গান 'নাতু নাতু'র তালে তালে টেসলার আলো জ্বলছে এবং নিভছে ৷ 'আরআরআর' ছবিকে এতো ভালোবাসা দেওয়ার জন্য় টেসলা মোটরসকে ধন্যবাদ (Tesla cars sync light with Naatu naatu beats)৷'

'নাতু নাতু' গানটি এখন গোটা ভারতবর্ষের গর্বের কারণ হয়ে উঠেছে ৷ এই প্রথম কোনও ভারতীয় গান সেরা মৌলিক গান হিসাবে গোল্ডেন গ্লোবস এবং অস্কার দু'টি পুরস্কারই জিতে নিয়েছে ৷ সুরকার এমএম কীরাবাণী ও গীতিকার চন্দ্র বোসের পরিশ্রমের ফল ফলেছে অস্কারের মঞ্চে ৷ 95তম অ্যাকাডমি পুরস্কারের মঞ্চে সম্মানিত হয়েছে এই গান ৷ অবশ্য়ই বলতে হবে রাহুল শিপলিগঞ্জ এবং কালা ভৈরবের কথা যাঁরা কণ্ঠ দিয়েছেন এই বিশেষ গানটিতে ৷

আরও পড়ুন:আল্লুর জন্মদিনেই কি আসছে 'পুষ্পা 2' র টিজার ? আভাস তেমনই

এই গানের সুর এমনই শুনতে শুনতে যে কারোর পা দুলে উঠবে সুরের তালে তালে ৷ তবে শুধু ভারতীয় অনুরাগীরাই নয় এবার টেসলাও যে এই গানে নেচে উঠল তার প্রমাণ মিলল সোমবার ৷ রাজামৌলি পরিচালিত 'আরআরআর' ছবিটি গতবছর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পর থেকেই শোরগোল তুলেছিল ৷ এই ছবি বিশ্বব্যাপী আয়ের নিরিখে প্রায় 1200 কোটি টাকা ঘরে তোলে ৷ আর একইভাবে সমালোচকদেরও প্রশংসা কুড়িয়েছে রাজামৌলির এই ব্লক বাস্টার ৷ বিদেশের মাটিতে ক্রিটিক চয়েস পুরস্কারও জিতে নিয়েছে এই ছবি ৷

ABOUT THE AUTHOR

...view details