পশ্চিমবঙ্গ

west bengal

Fermani Naaz New Song: শিব ভজন গেয়ে কট্টরপন্থীদের ট্রোলের শিকার ইন্ডিয়ান আইডল খ্য়াত মুসলিম গায়িকা

By

Published : Aug 2, 2022, 5:32 PM IST

শিবের ভজন গেয়ে কট্টরপন্থীদের ট্রোলের শিকার হতে হল ইন্ডিয়ান আইডল খ্য়াত মুসলিম গায়িকা ফরমানি নাজকে ৷ ইতিমধ্যেই তাঁর এই ভিডিয়োটি দেখে ফেলেছেন প্রায় 90 লক্ষ মানুষ (Muslim singer Fermani Sang Bhajan) ৷

Fermani Naaz New Song
শিব ভজন গেয়ে কট্টর পন্থীদের ট্রোলের শিকার ইন্ডিয়ান আইডল খ্য়াত মুসলিম গায়িকা

মুজফফরনগর, 2 অগস্ট:প্রাক্তন ইন্ডিয়ান আইডল খ্যাত ইউটিউব গায়ক ফরমানি নাজকে এবার পড়তে হল বিতর্কের মুখে ৷ ইউটিউবে এই গায়িকা সম্প্রতি একটি শিবের ভজন গেয়েছিলেন ৷ যা নিয়েই শুরু হয় বিতর্ক ৷ কারণ উত্তরপ্রদেশের মুজফফরনগর জেলার খাতলি থানার মহম্মদপুর গ্রামের বাসিন্দা ফরমানির ধর্মে মুসলিম (Muslim singer Fermani Sang Bhajan) !

আর সেই কারণে তাঁর এই ভিডিয়ো চূড়ান্ত ভাইরাল হওয়ার পর একদিকে যেমন মানুষের ভালোবাসা কুড়িয়েছে তেমনই আবার রোষের মুখেও পরতে হয়েছে তাঁকে ৷ ইতিমধ্যেই তাঁর এই ভিডিয়োটি দেখে ফেলেছেন প্রায় 90 লক্ষ মানুষ ৷ এর আগে 'চোকা চোলা' গেয়েও বেশ জনপ্রিয়তা পান এই গায়িকা ৷ ট্রোলের শিকার হওয়ার পর এই বিষয়ে ইটিভি ভারতের কাছে মুখ খুলেছেন ফরমানি ৷ তাঁর স্পষ্ট দাবি "শিল্পীর কোনও ধর্ম নেই ৷" তিনি যেমন ভজন গেয়েছেন তেমন কাওয়ালিও গেয়ে দর্শকের মন মাতানোর চেষ্টা করেন ৷ বিখ্যাত গায়ক মহম্মদ রফিও তো ভজন গেয়েছেন সেই কথাও তুলে আনেন তিনি ৷

শিব ভজন গেয়ে কট্টর পন্থীদের ট্রোলের শিকার ইন্ডিয়ান আইডল খ্য়াত মুসলিম গায়িকা

আরও পড়ুন:ভাইঝির মৃত্যুতে ভেঙে পড়লেন দিয়া, আবেগি পোস্টে চোখে জল নেটপাড়ার

সাহিত্যিক বা শিল্পীদের কাছে ধর্মের থেকে বরাবরই বড় হয়ে উঠেছে মানুষ ৷ গান কোনওদিন দেশ-কাল বা ধর্মের গণ্ডি মানেনি ৷ তাই কাজী নজরুল ইসলাম রচনা করেছেন শ্য়ামা সঙ্গীত ৷ আবার বহু হিন্দু গায়ক হয়ে উঠেছেন গজল সম্রাট ৷ তবে সকলে যে এভাবে ভাবেন তা তো নয় ! আর তাই কড়া আক্রমণের শিকার হতে হচ্ছে গায়িকাকে ৷

ABOUT THE AUTHOR

...view details