পশ্চিমবঙ্গ

west bengal

Monami Ghosh: উমা বেশে মনামী, পুজোয় নতুন মিউজিক ভিডিয়ো উপহার দিতে চলেছেন অভিনেত্রী

By ETV Bharat Bangla Team

Published : Oct 3, 2023, 4:12 PM IST

এবার পুজোয় নতুন মিউজিক ভিডিয়ো উপহার দিতে চলেছেন অভিনেত্রী মনামী ঘোষ ৷ মুক্তির অপেক্ষায় 'আইলো উমা বাড়িতে' ৷ নতুন এই মিউজিক ভিডিয়ো নিয়ে উচ্ছ্বসিত অভিনেত্রী ৷

Etv Bharat
উমা বেশে মনামী

কলকাতা, 3 অক্টোবর: এবার পুজোয় বাঙালিয়ানাতে মোড়া মিউজিক ভিডিয়ো নিয়ে হাজির অভিনেত্রী মনামী ঘোষ। চলতি বছরের পুজোতে তাঁর পুজো স্পেশাল মিউজিক ভিডিয়ো 'আইলো উমা বাড়িতে'। তবে ভিডিয়োটি এখনও প্রকাশ্যে আসেনি ৷ খুব শীঘ্রই মনামীর ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে এই গান ৷

ভিডিয়োর জন্য গান গেয়েছেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী অন্তরা নন্দী। গানের সুর নির্মাণে রয়েছেন ম্যাক মল্লার সঙ্গীত পরিচালক জুটি, গানের কথা লিখেছেন আকাশ ভট্টাচার্য। মনামী জানিয়েছেন, এই মিউজিক ভিডিয়োতে একেবারে আদ্যোপান্ত বাঙালি ইমোশানে মোড়া এক গল্প উপহার পেতে চলেছেন দর্শক। যেহেতু পুজোর মিউজিক ভিডিয়ো তাই নাচ তো আছেই। তবে এই মিউজিক ভিডিয়োর গল্পটাই আসল।

তিনি জানান, চারিপাশে অনেক মানুষ থাকেন যাঁদের উপস্থিতিতে চারিদিক যেন রঙিন হয়ে ওঠে। উৎসবের আনন্দ ছড়িয়ে পড়ে সকলের মধ্যে। এই মিউজিক ভিডিয়োর গল্পটা এমনই একটি মেয়ের। তবে সে ঠিক কী করে বা তাঁকে ঘিরে কোন দিকে এগোয় গল্প, সেটা মিউজিক ভিডিয়ো রিলিজ করলেই জানতে পারবেন দর্শক। এটুকু বলা যেতে পারে যে এমন মেয়েরা যদি সত্যিই প্রতিটা পাড়ায় পাড়ায় থাকতেন তবে উৎসবের আনন্দ থেকে বাদ পড়তেন না কেউই। সকলের উৎসব রঙিন হয়ে উঠত।

জানা গিয়েছে ইতিমধ্যেই, ভিডিয়োর শ্যুট শেষ হয়ে গিয়েছে ৷ গানের রেকর্ডিংও শেষ। মনামীর দাবি, এ বছরের অন্যতম সেরা পুজোর মিউজিক ভিডিয়ো হতে চলেছে তাঁদের এই কাজ ৷ আসলে বাঙালির দুর্গাপুজো মানেই তাকে ঘিরে থাকে আবেগ, আনন্দ, হুল্লোড় ৷ আর সেই আবহকে বজায় রেখেই এই বছর পুজোর মিউজিক ভিডিয়োতে ধরা দিতে চলেছেন মনামী ঘোষ।

আরও পড়ুন: 'দ্য আই' ছবির প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা, ক্লাউড নাইনে শ্রুতি হাসান

মিউজিক ভিডিয়োটির পরিচালনার দায়িত্বে রয়েছেন সৈকত বারুরি। তাঁর পরিচালনায়, মনামী ঘোষের অভিনয় এবং কণ্ঠে গত বছর 'ভিটামিন এম' শীর্ষক মিউজিক ভিডিয়োটি দর্শকের মধ্যে বিপুল জনপ্রিয়তা পায়। আর এবার পুজোয় সেই জুটিই নিয়ে আসছে নতুন মিউজিক ভিডিয়ো ' আইলো উমা বাড়িতে'।

ABOUT THE AUTHOR

...view details