পশ্চিমবঙ্গ

west bengal

Mimi Chakraborty in Haldibari : হলদিবাড়ির হুজুরের মাজারে অভিনেত্রী সাংসদ মিমি চক্রবর্তী

By

Published : May 31, 2022, 10:04 AM IST

সোমবার দুপুরে মা এবং তার ভাগ্নিকে নিয়ে হলদিবাড়ির হুজুরের মাজারে যান অভিনেত্রী সাংসদ মিমি চক্রবর্তী (Actress Mimi Chakraborty in Haldibari Majar )। রবিবার জলপাইগুড়িতে নিজের বাসভবনে এসেছিলেন এই অভিনেত্রী সাংসদ ।

Mimi Chakraborty News
হলদিবাড়ির হুজুরের মাজারে অভিনেত্রী সাংসদ মিমি চক্রবর্তী

কোচবিহার, 31 মে :সোমবার ভাগ্নিকে নিয়ে নিজের চেনা ছোট্ট শহর হলদিবাড়িতে এলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী ৷ রবিবার জলপাইগুড়িতে নিজের বাসভবনে এসেছিলেন এই অভিনেত্রী সাংসদ । জলপাইগুড়ি থেকে সোমবার দুপুরে মা এবং তার ভাগ্নিকে নিয়ে হলদিবাড়ির হুজুরের মাজারে যান তিনি (Actress Mimi Chakraborty in Haldibari Majar ) ।

সেখানে বেশ কিছুক্ষণ সময় কাটান এই অভিনেত্রী ৷ প্রার্থনা করেন এবং মাজার চত্বর এলাকা ঘুরেও দেখেন ৷ এদিন মিমিকে দেখতে এবং তাঁর সঙ্গে সেলফি তোলার জন্য স্বাভাবিকভাবেই ভিড় জমে যায় অনুরাগী । নিজের ছবি মোবাইল বন্দি করার সঙ্গে সঙ্গে অনুরাগীদের সেলফি তোলার আবদারও পূরণ করেন মিমি ।

সোমবার দুপুরে মা এবং তার ভাগ্নিকে নিয়ে হলদিবাড়ির হুজুরের মাজারে যান অভিনেত্রী সাংসদ মিমি চক্রবর্তী

আরও পড়ুন : ঋতু আসে...ঋতু যায়, এ ঋতুর শূন্যস্থান পূরণ হয় না বাঙালি হৃদয়ে

বেশ কিছু সময় কাটানোর পর হলদিবাড়ির খুদিরামপল্লিতে তাঁর মামার বাড়িতে যান অভিনেত্রী ৷ অভিনেত্রীকে শেষ পর্দায় দেখা গিয়েছে 'মিনি' ছবিতে ৷ মিমি এবং তাঁর ছোট্ট বান্ধবী অয়ন্নার জুটি রীতিমত মনে ধরেছে দর্শকদের ৷ সাংসদের দায়িত্ব সামলানোর পাশাপাশি পর্দাতেও অনুরাগীদের মন জয় করতে কোনও খামতি রাখেননি তিনি ৷

ABOUT THE AUTHOR

...view details