পশ্চিমবঙ্গ

west bengal

ভূমিকম্প বিধ্বস্ত জাপান থেকে দেশে ফিরলেন জুনিয়র এনটিআর

By ETV Bharat Bangla Team

Published : Jan 2, 2024, 10:19 AM IST

RRR star Jr NTR: ভূমিকম্প বিধ্বস্ত জাপান থেকে দেশে ফিরলেন 'আরআরআর' ছবির অভিনেতা জুনিয়র এনটিআর ৷ জাপানের পরিস্থিতি জটিল হয়ে ওঠার আগেই পরিবারকে নিয়ে দেশে ফিরে এলেন অভিনেতা ৷ ভূমিকম্পে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন অস্কারজয়ী ছবির অভিনেতা ৷

Etv Bharat
Etv Bharat

হায়দরাবাদ, 2 জানুয়ারি: ভূমিকম্প বিধ্বস্ত জাপান থেকে দেশে ফিরলেন জুনিয়র এনটিআর ৷ 'আরআরআর' ছবির তারকা সূর্যোদয়ের দেশে গিয়েছিলেন নতুন বছরের ছুটি কাটাতে ৷ জাপানে থাকাকালীন ভূমিকম্পের খবর পাননি ৷ কিন্তু ছুটি কাটিয়ে সোমবার রাতে পরিবারকে নিয়ে দেশে ফিরেই ভূ-কম্পনের খবর জানতে পারেন ৷ স্বাভাবিকভাবেই এমন খবরে শোকাহত অভিনেতা ৷ সোমবার স্থানীয় সময় বিকেল 4 নাগাদ মুহূর্মুহূ ভূমিকম্পে কেঁপে ওঠে জাপান ৷ ইতিমধ্যেই ভূকম্পনের জেরে ইশিকাওয়া দ্বীপে বেশ কয়েকজনের মৃত্যুর খবর সামনে এসেছে ৷

সোমবার রাতেই অভিনেতাকে পরিবারের সঙ্গে দেখা যায় বিমানবন্দরে ৷ ছেলের হাত ধরে বিমানবন্দর ছেড়ে বের হওয়ার সময় পাপারাৎজিদের ক্যামেরাবন্দি হন তিনি ৷ এরপর এদিন গভীর রাতেই তাঁর জাপান সফরের কথা জানান অভিনেতা ৷

সোশাল মিডিয়ায় অভিনেতা লেখেন, "আজ জাপান থেকে বাড়িতে ফিরেই ভূ-কম্পনের মারাত্মক খবর পেলাম ৷ এই খবরে আমি রীতিমতো মর্মাহত ৷ গত সপ্তাহের পুরোটাই ও দেশে কাটিয়েছি ৷ এই প্রাকৃতিক বিপর্যয়ে বিধ্বস্ত প্রতিটি পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা জানাই ৷"

তিনি এও লিখেছেন, "জাপানিদের সহনশীলতা দেখে আমি অভিভূত ৷ আশা করছি, দ্রুত আবার পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠবে ৷" প্রসঙ্গত, এসএস রাজামৌলি পরিচালিত 'আরআরআর' ছবিটি মুক্তি পেয়েছিল জাপানেও ৷ সেখানেও এই ছবিকে আপন করে নিয়েছিলেন বহু মানুষ ৷ রাম চরণ এবং জুনিয়র এনটিআরের এই ছবি প্রায় 24.13 কোটি টাকা আয় করে জাপানে ৷

এদিন দুপুর নাগাদ হংশু-সহ জাপানের মূল ভূখণ্ডে ভূ-কম্পন শুরু হয় ৷ ইশিকাওয়া দ্বীপের আশেপাশেও ভূমিকম্প দেখা দেয় ৷ রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল 7.6 ৷ জারি করা হয় সুনামির সতর্কতাও ৷ ইতিমধ্যেই ওয়াজিমা শহরেও বেশ কয়েকজনের মৃত্যুর খবর মিলেছে ৷ গুরুতর আহতও হয়েছেন বেশ কয়েকজন ৷ যদিও ধীরে ধীরে এখন সুনামির ভয় কমছে ৷ কড়া সতর্কতাও কিছুটা লঘু করেছে প্রশাসন ৷

আরও পড়ুন:

  1. পর্দায় প্রথমবার আবির শুভশ্রী, প্রেমের গল্প নিয়ে আসছে রাজের 'বাবলি'
  2. 'সোহাগে আদরে...' নতুন বছরকে স্বাগত অনুপমের, মাউথ অর্গ্যানে সৃজিত
  3. আগামী ক্রিসমাসেও জুটি বাঁধছেন দেব অভিজিৎ, বছর শুরুর দিনেই ঘোষণা অভিনেতার

ABOUT THE AUTHOR

...view details