পশ্চিমবঙ্গ

west bengal

Hami 2 Teaser: সোশাল মিডিয়ায় শোরগোল ফেলে হাজির 'হামি 2' ছবির টিজার

By

Published : Oct 1, 2022, 11:40 AM IST

অবশেষে হাজির হল 'হামি 2'-এর টিজার(Hami 2 Teaser) ৷ শুক্রবার প্রকাশ্যে এলো গল্পের প্রথম ঝলক ৷ এই ছবিটি বড় পর্দায় আসছে আগামী 16 ডিসেম্বর (Nandita Roy Shiboprosad Mukherjee New Film)৷

Hami 2 teaser is out now
সোশাল মিডিয়ায় শোরগোল ফেলে হাজির 'হামি 2' ছবির টিজার

কলকাতা, 1 অক্টোবর:অবশেষে হাজির হল 'হামি 2'-এর টিজার(Hami 2 Teaser) ৷ লাল্টু-মিতালির নতুন গল্প যে আসছে তা কিছুদিন আগেই জানিয়েছিলেন নির্মাতারা ৷ বিশ্বকর্মা পুজোয় ঘুড়ি উড়িয়ে 'হামি 2' ছবির আনুষ্ঠানিক ঘোষণাও করেছিলেন শিবপ্রসাদ-নন্দিতা জুটি (Hami 2 Teaser Out)৷ আর এবার শুক্রবার সামনে এল গল্পের টিজার বা প্রথম ঝলক ৷ ইতিমধ্য়েই সোশাল মিডিয়ায় যথেষ্ট জনপ্রিয় হয়ে উঠেছে এই ভিডিয়োটি ৷ লাল্টু অর্থাৎ শিবপ্রসাদের পদবী ফের একবার বদলাতে চলেছে ছবিতে ৷ দত্ত-এর পর বিশ্বাস-কে পিছনে ফেলে এবার তিনি মণ্ডল ৷ বদলাতে চলেছে পেশাও ৷ 'রামধনু' ছবিতে ছিল ওষুধের দোকান আর এই ছবিতে লাল্টু ব্যবসা করবেন কমোড বিক্রির (Hami 2 teaser is out now)৷

গল্প নিয়ে খুব বিশদে কিছু না জানা গেলেও এটুকু জানানো হয়েছে যে সাতবার শিক্ষক নিয়োগের পরীক্ষা দিয়েও চাকরি না পেয়ে অবশেষে এই পেশা বেছে নিয়েছে লাল্টু ৷ তার ব্যবসার পরিস্থিতি অবশ্য় খারাপ নয় ৷ তবে এই নিয়ে স্ত্রী মিতালী তাকে কথা শোনাতে ছাড়ে না ৷ সমাজের বাস্তব সমস্য়াগুলি সুন্দরভাবে প্রতিবারই তুলে আনেন শিবপ্রসাদ-নন্দিতা ৷ এবারও কমেডির মোড়কে বেকারত্ব এবং চাকরির সমস্য়াকে ছুঁয়ে গেলেন তাঁরা ৷ গল্প এবার কোনদিকে গড়াবে তার কোনও আভাস এখনও দেওয়া হয়নি গল্পে ৷ বরং মূলত জোর দেওয়া হয়েছে লাল্টু মিতালীর বিবর্তনের ওপরেই (Nandita Roy Shiboprosad Mukherjee New Film)৷

শুক্রবার টিজারটি শেয়ার করে নির্মাতারা লেখেন, "এবার লাল্টু বাবুর নতুন পদবী... নতুন পেশা...সঙ্গে করে আনছে আরও বেশি হাসি আর মজা! ছেড়ে যাবে সব দুঃখ, কষ্ট, ফ্লু..কারণ এই ডিসেম্বরে আসছে হামি 2!" শিবপ্রসাদ মুখোপাধ্যায়, গার্গী রায়চৌধুরী ছাড়াও ছবিতে দেখা যাবে খরাজ মুখোপাধ্য়ায়কে ৷

আরও পড়ুন:'প্রথম শুনে তো বিশ্বাসই হয়নি', দাদা সাহেব ফালকে হাতে নিয়ে আবেগে ভাসলেন আশা

বড়দিনেরআগেই মুক্তি পেতে চলেছে এই ছবি ৷ উইন্ডোজ প্রোডাকশনের ব্যানারে এই ছবিটি বড় পর্দায় আসছে আগামী 16 ডিসেম্বর ৷ এক ঝাঁক খুদেদের নিয়ে এবার ছবি বানানোর কাজে শিবপ্রসাদ মুখোপাধ্য়ায়, নন্দিতা রায় জুটি ৷ খুদেদের মধ্য়ে রয়েছে ঋতদীপ সেনগুপ্ত, আরাত্রিকা চৌধুরী এবং শ্রেয়ান সাহা। এখন তাঁরা সকলে দর্শকদের মন জয় করে নিতে পারেন কি না সেটাই দেখার ৷

ABOUT THE AUTHOR

...view details