পশ্চিমবঙ্গ

west bengal

Sanjay Dutt Unique Fan: কখনও অনাথ আশ্রমে কখনও সাফাই কর্মীদের সঙ্গে মুন্নাভাইয়ের জন্মদিন সেলিব্রেট করেন ইনি

By

Published : Jul 29, 2022, 12:51 PM IST

সঞ্জয়ের প্রতিটি জন্মদিন তিনি উদযাপন করেন শহরের অনাথ আশ্রমে কিংবা বিশেষ ভাবে সক্ষম ছাত্রছাত্রীদের স্কুলে ৷ অভিনেতার 63তম জন্মদিনে পরিচয় করে নিন বিলাসপুরের ছট্টু অবস্তির সঙ্গে (Sanjay Dutt unique fan in Bilaspur)৷

Sanjay Dutt Unique Fan
কখনও অনাথ আশ্রমে কখনও সাফাই কর্মীদের সঙ্গে মুন্নাভাইয়ের জন্মদিন সেলিব্রেট করেন এই পাগল ফ্যান

বিলাসপুর, 29 জুলাই:সারা দেশেই ছড়িয়ে রয়ছে সঞ্জয় দত্তের বহু অনুরাগী ৷ তবে কেউ কেউ রয়েছেন যাঁদের কাছে এক একজন নায়কের স্থান প্রায় দেবতার মতো ৷ ভক্তের মতোই তাঁরাও পুজো করেন তাঁদের এই আরাধ্য নায়কদের ৷ শাহরুখ খানের ফ্যান সিনেমার কথা মনে পড়ে গেল তো? তাহলে এবার সঞ্জয় দত্তের 63তম জন্মদিনে পরিচয় করে নিন সঞ্বাজুবার এক ভক্তের সঙ্গে ৷ প্রথমবার মাত্র 13-14 বছর বয়সে সঞ্জয় দত্তের একটি ছবি দেখেছিলেন বিলাসপুরের ছট্টু অবস্তি ৷ ফতেহ নামক এই ছবিটিতে সঞ্জুবাবা অভিনয় করেছিলেন দেশপ্রেমিকের চরিত্রে ৷ আর তাঁর অভিনয় সেই ছোট্টবেলাতেই গেঁথে যায় ছট্টুর মনে (Sanjay Dutt unique fan in Bilaspur)৷

তখন থেকেই জীবনের নায়ক হিসেবে সঞ্জয়কে পুজো করতে শুরু করেন এই ফ্যান ৷ শুধু তাই নয় সঞ্জয়ের প্রতিটি জন্মদিনে সারা শহর জুড়ে পোস্টার লাগান তিনি ৷ এমনকী একদিন সেন্ট্রাল জেলে এক কেজি লাড্ডুও বিতরণ করেছিলেন এই মানুষটি ৷ কারণ সেদিন জেল থেকে মুক্তি পেয়েছিলেন সঞ্জয় ৷ কিন্তু তাঁর স্বপ্নের নায়কের সঙ্গে দেখা হয়নি এখনও ৷ তাতে অবশ্য কোনও আক্ষেপ নেই ছট্টুর ৷

সঞ্জয়ের প্রতিটি জন্মদিন তিনি উদযাপন করেন শহরের অনাথ আশ্রম কিংবা বিশেষ ভাবে সক্ষম ছাত্রছাত্রীদের স্কুলে

আরও পড়ুন:আসছে 'ডান্স ডান্স জুনিয়র সিজন 3'

তিনি বলেন,"সঞ্জয় দত্তের প্রতিটা জন্মদিন আমি শহরের অনাথ আশ্রমে গিয়ে বা বিশেষ ভাবে সক্ষম ছাত্রছাত্রীদের স্কুলে গিয়ে এবং গরীব আর্তের সেবায় যে যে সংস্থা কাজ করছে তাঁদের সঙ্গে উদযাপন করি ৷" করোনার সময়ও তিনি সঞ্জুবাবার জন্মদিন পালন করতে ভোলেননি ৷ তিনি জানান, ওই সময়ে মুন্নাভাইয়ের মতোই তিনি পাশে দাঁড়াতে চেষ্টা করেছিলেন নগরনিগমের সাফাইকর্মী এবং কম বেতনের কর্মচারীদের ৷ তাঁর এই সঞ্জয়-প্রেম সম্পর্কে পরিবারে মনোভাব কী ?তিনি জানান, তাঁরাও এই বিষয়ে সমর্থনই দেন তাঁকে ৷

ABOUT THE AUTHOR

...view details