পশ্চিমবঙ্গ

west bengal

Anushka in Kolkata: কলকাতায় পা রেখেই ইডেনে রাতভর চাকদহ এক্সপ্রেসের শুটিং-এ অনুষ্কা

By

Published : Oct 18, 2022, 12:35 PM IST

কলকাতায় পা রেখেই ইডেনে রাতভর চাকদহ এক্সপ্রেসের (Chakdaha Express) শুটিং-এ ব্যস্ত অনুষ্কা শর্মা (Anushka Sharma)৷ আজও শহরের বেশ কয়েকটি জায়গায় এই ছবির শুটিং রয়েছে তাঁর (Anushka in Kolkata)৷ সেখানে উপস্থিত থাকবেন ঝুলন গোস্বামী (Jhulan Goswami)৷

Anushka Sharma shoots all night for Chakdaha Express in Eden Gardens
কলকাতায় পা রেখেই ইডেনে রাতভর চাকদহ এক্সপ্রেসের শুটিং-এ অনুষ্কা

কলকাতা, 18 অক্টোবর: কলকাতায় পা রেখেই শুটিং-এ ব্যস্ত বলিউডের অভিনেত্রী অনুষ্কা শর্মা (Anushka Sharma)। 'চাকদহ এক্সপ্রেস'-এর (Chakdaha Express) জন্য ইডেনে রাতভর চলল শুটিং । গতকাল রাত থেকেই ইডেনে শুটিং শুরু হয়েছে ঝুলন গোস্বামীর বায়োপিকের (Jhulan Goswami)। আজও দিনভর চলবে ছবির কাজ ।

চার বছর পর ফের পর্দায় ফিরছেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী অনুস্কা শর্মা (Anushka in Kolkata)। পরিচালক প্রসিত রায়ের তত্ত্বাবধানে নেটফ্লিক্স অরিজিনালের জন্য তৈরি হচ্ছে ভারতীয় মহিলা ক্রিকেটের কিংবদন্তি তারকা ঝুলন গোস্বামীর বায়োপিক 'চাকদহ এক্সপ্রেস'। সেই ছবিতে ঝুলনের চরিত্রে অভিনয় করছেন অনুস্কা শর্মা । অভিনয়ের ব্যাপারে বেশ খুঁতখুঁতে তিনি ৷ তাই ঝুলনের চরিত্র ফুটিয়ে তুলতে নিজেকে ক্রিকেটারের আদলে সাজিয়ে তুলেছেন অভিনেত্রী ।

বাংলার মেয়ের বায়োপিক যখন শুটিং-এর অনেকটা অংশই যে বাংলায় হবে তাতে কোনও সন্দেহ নেই ৷ সেই মতোই ছবির শুটিং শুরু হয়েছে ইডেন গার্ডেন্সে ৷ সে জন্য রবিবার রাতে কলকাতায় পা রাখেন অনুস্কা । তারপর সোমবার সারারাত ইডেনে চলেছে শুটিং ।

আরও পড়ুন:Exclusive : ইডেনে শুটিং অনুষ্কার , দেখে নিন ভিডিয়ো

জানা যাচ্ছে, আজ অর্থাৎ মঙ্গলবার সকালেও কলকাতার বেশকিছু জায়গায় শুটিং চলবে । সোমবার যদিও কাজের চাপে ইডেনে উপস্থিত থাকতে পারেননি এই ছবির রিয়্যাল লাইফ ক্যারেক্টর ঝুলন নিজে । তবে মঙ্গলবার তিনি স্বয়ং দাঁড়িয়ে দেখবেন তাঁর বায়োপিকের শুটিং ।

এই ছবির জন্য দীর্ঘদিন ধরে নিজেকে প্রস্তুত করছেন বিরাট-পত্নী ৷ ঝুলনের খেলার স্টাইল, কথা বলা, অঙ্গভঙ্গী রপ্ত করতে রীতিমতো হোমওয়ার্ক করেছেন তিনি ৷ প্রশিক্ষণ নিয়েছেন ঝুলনের থেকেও ৷ এ বার দিনরাত এক করে শুটিং-এ মন দিয়েছেন অনুষ্কা ৷ পরিচালক প্রসিত রায় তাঁর ফিল্ম নিয়ে বলেছেন, এই ছবি ঝুলনের সংগ্রামের গল্প তুলবে ৷ আগামী বছর মুক্তি পেতে চলেছে ঝুলন গোস্বামীর বায়োপিক চাকদহ এক্সপ্রেস ৷

ABOUT THE AUTHOR

...view details