পশ্চিমবঙ্গ

west bengal

R Madhavan nominated as FTII President: এফটিআইআই প্রধান হলেন অভিনেতা আর মাধবন, শুভেচ্ছা অনুরাগ ঠাকুরের

By ETV Bharat Bangla Team

Published : Sep 1, 2023, 11:05 PM IST

Updated : Sep 1, 2023, 11:12 PM IST

পুনের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া সংক্ষেপে এফটিআইআই-এর প্রধান হলেন অভিনেতা আর মাধবন ৷ শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় তথ্য এবং সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর ৷

Etv Bharat
এফটিআইআই-এর প্রধান হলেন অভিনেতা আর মাধবন

হায়দরাবাদ, 1 সেপ্টেম্বর: পরিচালক হিসাবে কিছুদিন আগেই পেয়েছেন জাতীয় পুরস্কার ৷ এবার নয়া দায়িত্ব নিতে চলেছেন অভিনেতা আর.মাধবন ৷ পুনের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া সংক্ষেপে এফটিআইআই-এর প্রধান হলেন মাধবন ৷ পাশাপাশি সরকারি পর্ষদের চেয়ারম্যান পদে মনোনীত হয়েছেন অভিনেতা ৷ শুক্রবার এমন খবর সামনে আসতেই শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীরা ৷ শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় তথ্য এবং সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর ৷

সামাজিক মাধ্যমে এক্স (টুইট)করে তিনি বলেন, "আন্তরিক অভিনন্দন অভিনেতা মাধবনকে ৷ এফটিআইআই-এর প্রধান ও পরিচালনা পরিষদের চেয়ারম্যান হিসাবে মনোনীত হওয়ার জন্য শুভেচ্ছা ৷ আমি নিশ্চিত যে আপনার অভিজ্ঞতা এবং দৃঢ় নৈতিকতা এই ইনস্টিটিউটকে সমৃদ্ধ করবে, ইতিবাচক পরিবর্তন আনবে এবং এটিকে উচ্চ স্তরে নিয়ে যাবে। আপনাকে আমার শুভেচ্ছা।"

অভিনেতা আর মাধবন

এরপরেই প্রতিক্রিয়া জানান মাধবনও ৷ তিনি বলেন, "ধন্যবাদ আমাকে এই সম্মান দেওয়ার জন্য ৷ আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করব ৷ আমাকে নিয়ে আপনার যে প্রত্যাশা রয়েছে তা পূরণের চেষ্টা করব ৷"

অভিনেতার পর পরিচালনার কাজে সফলতা অর্জন করেছেন মাধবন ৷ তাঁর প্রথম ছবি 'রকেট্রি: দ্য নাম্বি এফেক্ট'-এর ঝুলিতে এসেছে সেরা ছবি হিসাবে জাতীয় পুরস্কার ৷ 2022 সালে মুক্তি পাওয়া এই ছবি নাম্বি নারায়ণ-এর জীবনীকে কেন্দ্র করে তৈরি হয়েছে ৷ তিনি ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের একজন বিজ্ঞানী ছিলেন ৷ ছবির চিত্রনাট্য, প্রযোজনা ও পরিচালনার দায়িত্ব সামলেছেন অভিনেতা মাধবন ৷ ছ’টি ভাষায় ওয়ার্ল্ড ওয়াইড মুক্তি পায় 'রকেট্রি: দ্য নাম্বি এফেক্ট' ৷ ছবিটি 5 অগস্ট দেখানো হয়েছিল পার্লামেন্টে ৷ সেখানে উপস্থিত সকলের প্রশংসা কুড়িয়েছে 'রকেট্রি' ৷ ছবির শুটিং ভারতের পাশাপাশি ফ্রান্স, কানাডা, জর্জিয়া ও সার্বিয়াতে হয়েছে ৷ শাহরুখ খান ও দক্ষিণী অভিনেতা সূর্যকে দেখা গিয়েছে ক্যামিও চরিত্রে ৷

আরও পড়ুন: ‘বনবাস’ কাটিয়ে বাংলা ছবিতে ফিরলেন শর্মিলা, ‘পুরাতন’ দিয়েই নতুন শুরু সত্যজিতের নায়িকার

মাধবন অভিনেতা হিসাবে 'রং দে বসন্তী', 'বিক্রম বেদা', 'থ্রি ইডিয়টস'-এর মতো সেরা ছবি উপহার দিয়েছেন তিনি ৷ এবার নতুন এই দায়িত্ব তিনি ভালোভাবেই সামলাতে পারবেন, কামনা অনুরাগীদের ৷

Last Updated : Sep 1, 2023, 11:12 PM IST

ABOUT THE AUTHOR

...view details