পশ্চিমবঙ্গ

west bengal

Satish Kaushik Birth Anniversary: সতীশ কৌশিকের জন্মদিনে কান্নায় ভেঙে পড়লেন অনুপম-অনিল, ভাইরাল ভিডিয়ো

By

Published : Apr 16, 2023, 5:35 PM IST

তাঁদের ঘনিষ্ঠ বন্ধু সতীশ কৌশিকের জন্মবার্ষিকী পালনের অনুষ্ঠানে কান্নায় ভেঙে পড়লেন অভিনেতা অনিল কাপুর এবং অনুপম খের ৷

Satish Kaushik Birth Anniversary
অনিল কাপুর এবং অনুপম খের

হায়দরাবাদ, 16 এপ্রিল: সতীশ কৌশিকের 67তম জন্মদিনে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করলেন তাঁর ঘনিষ্ঠ বন্ধু অভিনেতা অনুপম খের ৷ বি-টাউনের বহু সেলিব্রিটি সেখানে উপস্থিত ছিলেন । সতীশ কৌশিক নাইট - ডাব করা মিউজিক্যাল পারফরম্যান্সটি সদ্য প্রয়াত অভিনেতার বন্ধুদের এবং পরিবারের মন ভরিয়ে দেয় ৷

মৃত্যুর পর বাবাকে লেখা একটি চিঠি জোরে জোরে পড়তে থাকে কৌশিকের মেয়ে বংশিকা, যা চোখে জল এনে দিয়েছে অনেকেরই ৷ কান্নায় ভেঙে পড়তে দেখা গিয়েছে অনুপম খেরকে । এ দিকে, ইভেন্টের একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে অনুপম খের তাঁকে মঞ্চে ডাকার সময় কান্নায় ভেঙে পড়েন অভিনেতা অনিল কাপুর ৷

সতীশ কৌশিকের সঙ্গে তাঁর সাম্প্রতিক কথোপকথন দর্শকদের সামনে তুলে ধরেন অনুপম খের । এরপর তিনি অভিনেতা ও বন্ধু অনিল কাপুরকে মঞ্চে আসতে বলেন । অভিনেতা প্রথমে কিছুটা দ্বিধা নিয়ে সিঁড়ি দিয়ে নেমে গেলেও শেষ পর্যন্ত হাল ছেড়ে দেন ৷ তিনি চোখের জল নিয়ন্ত্রণ করতে না পেরে তাঁর আসনে ফিরে যান । আবেগতাড়িত অনিল কাপুর অনুপমের সঙ্গে যেতে অস্বীকার করেন এবং অনুরোধ করেন যে তাঁর বন্ধু তাঁকে ছাড়াই যেন অনুষ্ঠান চালিয়ে যান ।

অনিল কাপুরকে মঞ্চে ডেকে অনুপম বলেন, "অনিল, এসো । নায়ক এবং বন্ধু দুজনেই কাঁদি ৷" অনিল এই সময় কান্নায় ভেঙে পড়ে আবেগপ্রবণ করে তোলেন অনুপম খেরকেও ৷ চোখের জল মুছতে মুছতে অনুপম বলেন, "অনিল তুমি পাগল ৷ আমি এখনও পর্যন্ত ঠিকঠাকই বলছিলাম ৷" নিজের আবেগকে চেপে রেখে অনুষ্ঠানের উপস্থাপনা করছিলেন অনুপম খের ৷ কিন্তু অনিল কাপুরকে কাঁদতে দেখে তাঁর আর চোখের জল বাগ মানেনি ৷ অনিল কাপুর ওই অবস্থায় তখন মঞ্চে আসতে অস্বীকার করায় একাই অনুষ্ঠানের উপস্থাপনা চালিয়ে যান অনুপম খের ।

এই অনুষ্ঠানের পরের দিকে, অনিল প্রকাশ করেন যে, তাঁর সঙ্গে সতীশ কৌশিক সাম্প্রতিক ছবি থর (2022)-এর যখন শুটিং করছিলেন, তখন তিনি সুস্থ বোধ করছিলেন না । অনিল কাপুর বলেন, "যখন আমরা থরের জন্য চিত্রগ্রহণ করছিলাম, তখন আমি বলেছিলাম যে কৌশিক ভালো বোধ করছেন না এবং আমি তাঁকে বিশ্রাম নিতে বলেছিলাম ৷ বলেছিলাম, যখন তিনি ভালো বোধ করবেন তখনই যেন সেটে আসেন । তাঁর জন্য আমার এমন তীব্র অনুভূতি ছিল ।" বন্ধুর প্রয়াণের সময় দেশে ছিলেন না অনিল কাপুর ৷

আরও পড়ুন:সতীশজি যে চরিত্রই করতেন তা ইতিহাস হয়ে যেত, জুড়িদারের প্রয়াণে মর্মাহত গোবিন্দা

ABOUT THE AUTHOR

...view details