পশ্চিমবঙ্গ

west bengal

শেয়ারবাজারে জারি বাজেটের তেজ, সেনসেক্স ছুঁল 50 হাজারের সূচক

By

Published : Feb 2, 2021, 11:25 AM IST

বাজেটের পর থেকেই টগবগ করে ছুটছে শেয়ারবাজার। মঙ্গলবার সকালে বাজার খোলার সঙ্গে সঙ্গেই ঊর্ধ্বমুখী হয়েছে সূচক। সেনসেক্সের সূচক চড়ে 50,000-এ পৌঁছয়। গ্রাফ উপরের দিকে নিফটিরও।

Sensex rises over 1,300 points on union budget 2021 boost; Nifty above 14,650
শেয়ারবাজারে জারি বাজেটের তেজ, সেনসেক্স চড়ল 1300 পয়েন্ট

দিল্লি, 2 ফেব্রুয়ারি: কোরোনা পরিস্থিতিতে প্রথম বাজেট পেশের পর থেকেই তেজি হয়ে উঠেছিল দালাল স্ট্রিট । 2,315 পয়েন্ট চড়ে যায় সেনসেক্সের সূচক। এ পর্যন্ত সেনসেক্সের চড়াইয়ে সেটা দ্বিতীয় সর্বাধিক। একই ধারা বজায় রইল মঙ্গলবারও। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতরমনের বাজেটকে স্বাগত জানিয়ে আজও চাঙ্গা শেয়ারবাজার।

সকালে বাজার খুলতেই চড়তে থাকে সূচক। বিএসই সেনসেক্সের সূচক 2.74 শতাংশ অর্থাত্‍‌ 1330 পয়েন্ট চড়ে পৌঁছে যায় 49,930-তে। বেলা বাড়লে 1,400-রও বেশি পয়েন্ট বেড়ে 50,000 ছোঁয় সেনসেক্স। ঊর্ধ্বমুখী হয় এনএসই নিফটির সূচকও। 2.73 শতাংশ অর্থাত্‍‌ 390 পয়েন্ট চড়ে নিফটির সূচক পৌঁছেছে 14,671-এ।

আরও পড়ুন:বাজেটকে স্বাগত জানিয়ে চাঙ্গা শেয়ারবাজার, সেনসেক্স চড়ল 2000 পয়েন্ট

সেনসেক্সে এ দিন সবচেয়ে বেশি লাভের মুখ দেখেছে এল অ্যান্ড টি, এইচডিএফসি ও এইচডিএফসি ব্যাঙ্ক, এসবিআই, বাজাজ ফিনান্স এবং টেক মাহিন্দ্রা । তাদের শেয়ার দর প্রায় 5.32 শতাংশ পর্যন্ত বেড়েছে। অপরদিকে, নিফটি প্ল্যাটফর্মে নিফটি আইটি, ব্যাঙ্ক ও রিয়্যালটির ব্যবসা বেড়েছে 3.51 শতাংশ।

ABOUT THE AUTHOR

...view details