পশ্চিমবঙ্গ

west bengal

প্রকাশ্যে সিল্কিয়ারা টানেলে আটকে থাকা 41 জন শ্রমিকের ছবি-ভিডিয়ো

By ETV Bharat Bangla Team

Published : Nov 21, 2023, 8:51 AM IST

Updated : Nov 21, 2023, 4:39 PM IST

Uttarkashi Tunnel Collapse: মঙ্গলবার সকালে সামনে এল আটকে থাকা 41 জন শ্রমিকের ছবি, ভিডিয়ো ৷

ETV Bharat
উত্তরকাশীর টানেলে আটকে থাকা 41 জন শ্রমিক

উত্তরকাশীর সিল্কিয়ারা টানেলে আটকে থাকা 41 জন শ্রমিকের ভিডিয়ো

উত্তরকাশী, 21 নভেম্বর: টানেলের মধ্যে আটকে থাকা শ্রমিকরা ভালো আছেন ৷ মঙ্গলবার সকালে ওই 41 জন শ্রমিকের প্রথম ভিডিয়োটি প্রকাশ করল উদ্ধারকারী দল ৷ সোমবার 6 ইঞ্চি ব্যাসের একটি পাইপ টানেলের ধ্বংসস্তূপের মধ্যে দিয়ে আটকে থাকা শ্রমিকদের কাছে পৌঁছয় ৷ ওই পাইপের মধ্যে দিয়ে একটি এন্ডোস্কোপিক ক্যামেরা পাঠানো হয়েছিল ৷ আর সেই ক্যামেরার মাধ্যমেই উত্তরকাশীর সিল্কিয়ারা টানেলের মধ্যে আটকে পড়া শ্রমিকদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়েছে ৷

ভিডিয়োতে দেখা যাচ্ছে, শ্রমিকরা হলুদ ও সাদা রঙের হেলমেট পরে আছেন ৷ তাঁরা উদ্ধারকারী দলের সঙ্গে কথা বলছেন ৷ ওই পাইপের মধ্য়ে দিয়ে পৌঁছনো খাবারও নিচ্ছেন ৷ সোমবার টানেলের ভিতরে ধ্বংসস্তূপের মধ্যে দিয়ে 6 ইঞ্চির পাইপ প্রবেশ করানো হয় ৷ এনএইচআইডিসিএল-এর ডিরেক্টর অংশু মনীষ খালকো এদিনই জানিয়েছিলেন, ওই পাইপের মধ্যে দিয়ে একটি ক্যামেরা পাঠিয়ে দেখা হবে শ্রমিকরা কেমন আছেন ৷ দিল্লি থেকে ক্যামেরাটি উত্তরকাশীতে এসে পৌঁছয় সোমবার সন্ধ্যায় ৷ এরপরেই পাইপের মধ্যে দিয়ে এন্ডোস্কোপিক ক্যামেরাটি পাঠিয়ে শ্রমিকদের সঙ্গে যোগাযোগ করেন উদ্ধারকারীরা ৷

গতকার রাতে এই পাইপটির মাধ্যমে শ্রমিকদের কাছে গরম খিচুড়ি, ডাল পাঠানো হয় ৷ 12 নভেম্বর, রবিবার ভোরে উত্তরকাশীর নির্মীয়মান সিল্কিয়ারা টানেলে ধস নামে ৷ ভিতরেই আটকে পড়েন 41 জন শ্রমিক ৷ আজ 10 দিন হল, তাঁরা সেখানেই আটকে রয়েছেন ৷ তবে এবার তাঁদের সঙ্গে সরাসরি কথা বলা সম্ভব হয়েছে ৷

ভারতীয় বায়ু সেনা জানিয়েছে, সি-17 এবং দু'টি সি-130 জে বিমান সর্বক্ষণ এই উদ্ধারকার্যে সাহায্য করবে ৷ সোমবার বায়ুসেনার বিমানে 36 টন ওজনের জটিল যন্ত্রপাতি উত্তরকাশীতে এসে পৌঁছেছে ৷ এবার আরও একটি ড্রিল মেশিন এসে পৌঁছেছে উত্তরকাশীর সিল্কিয়ারা টানেলে ৷ এবার ওই নির্মীয়মান টানেলের উল্লম্বভাবে খোঁড়া হবে বলে জানা গিয়েছে ৷

ইতিমধ্যে আন্তর্জাতিক টানেল বিশেষজ্ঞ আর্নল্ড ডিক্স ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেছেন ৷ সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামীর সঙ্গে কথা বলেছেন ৷ তিনি আটকে থাকা শ্রমিকদের মানসিক জোরের উপর খেয়াল রাখার নির্দেশ দিয়েছেন ৷

আরও পড়ুন:

  1. সিল্কিয়ারা টানেলে 10 দিন! সোমবার রাতে গরম খিচুড়ি-ডাল পেলেন আটকে থাকা শ্রমিকরা
  2. উত্তরকাশীর দুর্ঘটনাস্থলে আন্তর্জাতিক টানেল বিশেষজ্ঞ আর্নল্ড ডিক্স, শ্রমিকদের দ্রুত উদ্ধারে আশাবাদী তিনি
  3. উত্তরকাশীর টানেলে শ্রমিকদের 100 ঘণ্টা পার, সিল্কইয়ারায় আরেকটি ড্রিল মেশিন পৌঁছল বায়ু সেনা
Last Updated : Nov 21, 2023, 4:39 PM IST

ABOUT THE AUTHOR

...view details