পশ্চিমবঙ্গ

west bengal

Yogi Performs Kanya Pujan: নবমীতে 'কন্যা পূজন' করে নারী সুরক্ষার বার্তা যোগীর

By

Published : Oct 4, 2022, 9:49 AM IST

UP CM Yogi Adityanath performs 'Kanya Pujan' on 'Navmi' of Navratri
নবমীতে 'কন্যা পূজন' করে মহিলাদের সুরক্ষার বার্তা যোগীর ()

নবমীতে 'কন্যা পূজন' (Yogi Performs Kanya Pujan) করে মহিলাদের সুরক্ষার বার্তা দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (UP CM)৷ 9 জন নাবালিকার পা ধুইয়ে দেন তিনি (Kanya Pujan on Navmi)৷

গোরক্ষপুর, 4 অক্টোবর:মহিলাদের সুরক্ষায় উত্তরপ্রদেশ সরকার বদ্ধপরিকর - এই বার্তা দিয়েই মহানবমীতে কন্যা পূজন (Yogi Performs Kanya Pujan) করলেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (UP CM)৷ গোরক্ষনাথ মন্দিরে নয় জন নাবালিকার পা ধুইয়ে দেবজ্ঞানে তাদের পুজো করেন তিনি (Kanya Pujan on Navmi)৷

একটি সরকারি বিবৃতিতে (Yogi Adityanath performs Kanya Pujan) আগেই যোগী আদিত্যনাথ জানিয়েছিলেন যে, মহিলাদের সুরক্ষায় কেন্দ্র ও তাঁর সরকার বিভিন্ন পদক্ষেপ করেছেন ৷ এ দিন কন্য পূজনের পর বিবৃতিতে বলা হয়, "গোরক্ষপীঠে পুজো প্রথার একটা অংশ হল কন্যা পূজন ৷ গোরক্ষপীঠাধীশ্বর হিসেবে মুখ্যমন্ত্রী সব প্রথা নিষ্ঠার সঙ্গে পালন করেছেন ৷"

বিবৃতিতে জানানো হয়েছে (Navratri 2022), উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সামনে একটি বড় কাঁসার থালা রাখা হয়েছিল ৷ তার উপর দাঁড় করিয়ে একে একে 9 জন নাবালিকার পা ধুইয়ে পুজো করেন যোগী ৷

আরও পড়ুন:মনখারাপের নবমীতে চোখ বুলিয়ে নিন আগামী বছর পুজো ক্যালেন্ডারে

দুর্গা পুজোর সময় বিভিন্ন আচারে অংশ নিতে দেখা যায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে ৷ নবমীতে কন্যা পূজনের পর বিকেলে তিলকোৎসব অনুষ্ঠানেও যোগ দেবেন তিনি ৷ বিকেল 4 নাগাদ শোভাযাত্রায় অংশ নেবেন তিনি ৷

ABOUT THE AUTHOR

...view details