পশ্চিমবঙ্গ

west bengal

Delhi Service Bill: লোকসভায় দিল্লির প্রশাসনিক নিয়ন্ত্রণ সংক্রান্ত আইনে সংশোধনী পেশ করলেন শাহ

By

Published : Aug 1, 2023, 3:33 PM IST

Updated : Aug 1, 2023, 4:09 PM IST

মঙ্গলবার লোকসভায় দিল্লির প্রশাসন সংক্রান্ত আইনের সংশোধনী বিল পেশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ আর আগে এই বিষয়ে অধ্যাদেশ জারি করেছিল কেন্দ্র ৷ এবার সেই নির্দেশই বিল আকারে সংসদে পাশ করিয়ে দিল্লির প্রশাসনিক নিয়ন্ত্রণ সংক্রান্ত আইনে সংশোধন আনতে চাইছে মোদি সরকার ৷

ETV Bharat
অমিত শাহ

নয়াদিল্লি, 1 অগস্ট:বিরোধীদের প্রবল হই-হট্টোগোলের মধ্যেলোকসভায় পেশ হল দিল্লির প্রশাসনিক নিয়ন্ত্রণ সংক্রান্ত আইনের সংশোধনী বিল ৷ মঙ্গলবার দুপুরে লোকসভায় গভর্নমেন্ট অফ ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি (জিএনসিটি) অফ দিল্লি নামক আইনের এই সংশোধনী বিলটি পেশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷

এদিন বিল পেশ করার সময় শাহ বলেন, "সংবিধান সংসদকে দিল্লি সংক্রান্ত যে কোনও বিল পাস করানোর ক্ষমতা দিয়েছে ৷ সুপ্রিম কোর্টও জানিয়েছে, দিল্লি প্রশাসন সংক্রান্ত কোনও আইনের উপর সংশোধনী বিল সংসদ চাইলে পাশ করাতেই পারে ৷ তাই এই বিষয়টি নিয়ে যে বিরোধিতা করা হচ্ছে তা সবটাই হচ্ছে রাজনীতির স্বার্থে ৷"

এদিন বিরোধীদের প্রবল বাধা ও স্লোগানের মধ্যে লোকসভায় এই গুরুত্বপূর্ণ বিল পেশ করেন অমিত শাহ ৷ তিনি যখন স্পিকার ওম বিড়লার অনুমতি এই বিল পেশ করছেন তখন প্ল্যাকার্ড হাতে ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে থাকেন বিরোধী 'ইন্ডিয়া' জোটের সাংসদরা ৷ উল্লেখ্য, লোকসভায় বিজেপি যেহেতু একক সংখ্যা গরিষ্ঠ তাই সাংসদদের সংখ্যাধিক্যের জেরে এই বিল সহজেই এখানে পাস হয়ে যাওয়ার কথা ৷ তার উপর নবীন পট্টনায়কের বিজু জনতা দল এদিনই জানিয়েছে, তারা এই বিলকে সমর্থন করবে ৷ লোকসভায় মণিপুর ইস্যুতে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাবের বিরুদ্ধেও ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিজেডি ৷

আরও পড়ুন: লোকসভায় অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনার সম্ভাবনা, জানুন কবে ?

উল্লেখ্য, দিল্লির প্রশাসনে আমলাদের নিয়োগ ও বদলি সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কেন্দ্রীয় সরকার না দিল্লি সরকার কার হাতে থাকবে তা নিয়ে বিবাদ চলছে দীর্ঘদিন ধরে ৷ বিষয়টি নিয়ে মামলাও হয় শীর্ষ আদালতে ৷ আমলাদের উপর নিয়ন্ত্রণ নিয়ে গত 11 মে দিল্লির অরবিন্দ কেজরিওয়াল সরকারের পক্ষেই রায় দেয় শীর্ষ আদালত ৷

বর্তমান আইনের আওতায় কেন্দ্র বা দিল্লির উপ-রাজ্যপাল দিল্লি সরকারের প্রশাসনে এভাবে হস্তক্ষেপ করতে পারে না ৷ এরপর মে মাসে একটি অধ্যাদেশ আনে কেন্দ্র ৷ তার উদ্দেশ্য ছিল, দিল্লির আমলাদের নিয়োগ ও বদলির বিষয়টি নিয়ন্ত্রণ করা ৷ এবার এই সিদ্ধান্তকেই আইনি রূপ দিতে সংসদে গভর্নমেন্ট অফ ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি (জিএনসিটি) অফ দিল্লি নামক আইনের সংশোধনী বিল আনল কেন্দ্র ৷

Last Updated :Aug 1, 2023, 4:09 PM IST

ABOUT THE AUTHOR

...view details