পশ্চিমবঙ্গ

west bengal

PM Modi Twitter account hacked : প্রধানমন্ত্রীর অ্যাকাউন্ট হ্যাক, তড়িঘড়ি ব্যবস্থা নিল টুইটার কর্তৃপক্ষ

By

Published : Dec 12, 2021, 7:13 AM IST

Updated : Dec 12, 2021, 2:31 PM IST

শনিবার রাত 2টো নাগাদ কয়েক মিনিটের জন্য হ্যাক হয়ে যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যক্তিগত টুইটার হ্যান্ডেল (Twitter account of PM Modi hacked) ৷

Twitter account hacked
প্রধানমন্ত্রীর টুইটার অ্যাকাউন্টে সাইবার হানা

নয়াদিল্লি, 12 ডিসেম্বর : প্রধানমন্ত্রীর টুইটার অ্যাকাউন্টে সাইবার হানা (Twitter account of PM Modi hacked) ৷ রাত 2টো নাগাদ কয়েক মিনিটের জন্য হ্যাক হয়ে যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যক্তিগত টুইটার হ্যান্ডেল (Twitter account of PM Modi hacked) ৷ অ্যাকাউন্ট থেকে ‘ভারতে বৈধ হয়েছে বিটকয়েন’ জাতীয় একটি পোস্ট হওয়ার পরেই ব্যবস্থা নিল টুইটার কর্তৃপক্ষ ৷ তাদের তরফ থেকে জানানো হয়েছে, ‘‘আমরা নয়াদিল্লির সঙ্গে যোগাযোগ রাখছি ৷ বিষয়টি জানার পরেই আমরা ব্যবস্থা নিয়েছি ৷ আমাদের পক্ষ থেকে ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে ৷’’

PMO ইন্ডিয়ার তরফ থেকেও টুইট করে জানানো হয়, "প্রধানমন্ত্রীর টুইটার হ্যান্ডেলটি খুব সংক্ষিপ্ত সময়ের জন্য হ্যাক হয়েছিল । বিষয়টি টুইটার কর্তৃপক্ষকে জানানো হয়েছিল এবং সঙ্গে সঙ্গেই তাদের তরফ থেকে অ্যাকাউন্টটি সুরক্ষিত করা হয় । ওই সময়ের মধ্যে শেয়ার করা যে কোনও টুইটকে অবশ্যই উপেক্ষা করুন ৷"

প্রধানমন্ত্রীর অ্যাকাউন্ট থেকে পোস্ট হওয়া সেই টুইট ৷

অ্যাকাউন্টটি পুনরুদ্ধার করার আগে, প্রধানমন্ত্রী মোদির টাইমলাইনে একটি URL এর সঙ্গে একটি টুইট শেয়ার করা হয় ৷ তাতে লেখা ছিল, "ভারত আনুষ্ঠানিকভাবে বিটকয়েনকে আইনি দরপত্র হিসাবে গ্রহণ করেছে । সরকার আনুষ্ঠানিকভাবে 500 বিটিসি (500 BTC) কিনেছে এবং সেগুলি দেশের সমস্ত বাসিন্দাদের মধ্যে বিতরণ করছে ।"

জানা গিয়েছে, ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রকের ইন্ডিয়ান কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম (Indian Computer Emergency Response Team) কারা প্রধানমন্ত্রীর অ্যাকাউন্ট হ্যাক করেছে তা খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে ৷

আরও পড়ুন : বাইডেনের ডেমোক্র্যাসি সামিটে গণতন্ত্রের মূল্যবোধ রক্ষায় জোর মোদির

এর আগেও 2020 সালের সেপ্টেম্বরেও প্রধানমন্ত্রীর টুইটার হ্যান্ডলটি একবার হ্যাক হয়েছিল ৷ সেই সময়েও ক্রিপ্টোকারেন্সি সংক্রান্ত বেশ কিছু টুইট করা হয়েছিল তাঁর অ্যাকাউন্ট থেকে ৷

Last Updated :Dec 12, 2021, 2:31 PM IST

ABOUT THE AUTHOR

...view details