পশ্চিমবঙ্গ

west bengal

করোনায় অনাথ শিশুদের জন্য বিশেষ প্রকল্প চালু ত্রিপুরা সরকারের

By

Published : May 30, 2021, 12:49 PM IST

করোনার কারণে অনাথ হওয়া শিশুদের জন্য 'মুখ্যমন্ত্রী বাল্য সেবা' নামে একটি প্রকল্প চালু করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ৷ তিনি ঘোষণা করেন, এই স্কিমের মাধ্যমে করোনার কারণে অনাথ হওয়া শিশুদের 18 বছর বয়স পর্যন্ত প্রতি মাসে 3 হাজার 500 টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে ৷

করোনায় অনাথ শিশুদের জন্য বিশেষ প্রকল্প চালু করল ত্রিপুরা সরকার
করোনায় অনাথ শিশুদের জন্য বিশেষ প্রকল্প চালু করল ত্রিপুরা সরকার

আগরতলা, 30 মে :করোনার ফলে অনাথ হওয়া শিশুদের আর্থিক সহায়তার জন্য ত্রিপুরা সরকার একটি বিশেষ প্রকল্প চালু করেছে ৷

শনিবার নাগরিক সচিবালয়ে এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব 'মুখ্যমন্ত্রী বাল্য সেবা' নামে এই প্রকল্পটি চালু করেন । তিনি ঘোষণা করেন, এই স্কিমের মাধ্যমে করোনার কারণে অনাথ হওয়া শিশুদের 18 বছর বয়স পর্যন্ত প্রতি মাসে 3 হাজার 500 টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে ৷

এদিন বৈঠকে তিনি বলেন, "করোনার জন্য অনেক শিশু অনাথ হয়ে গেছে ৷ রাজ্য সরকার একটি বিশেষ প্রকল্পের মাধ্যমে এই শোকসন্তপ্ত শিশুদের আর্থিক ও অন্যান্য প্রয়োজনীয় সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ৷"

করোনার জন্য যে সমস্ত শিশুরা নিজেদের বাবা-মা দুজনকেই হারিয়েছে তাদের জন্য সরকারি বিদ্যালয়গুলিতে বিনামূল্যে শিক্ষা নিশ্চিত করবে ত্রিপুরা সরকার ৷ মুখ্যমন্ত্রী বিপ্লব দেব বলেন, শিশুরা যদি হোমে থাকতে চায় তাহলে তাও থাকতে পারে ৷

আরও পড়ুন :দিল্লির বোকামিতে ইতিহাসে আলাপন

সরকার তাদের ব্যয় বহন করবে এবং উচ্চশিক্ষার জন্য বৃত্তি প্রদান করবে ৷ একাদশ এবং দ্বাদশ শ্রেণিতে যারা পড়াশোনা করে তাদের ল্যাপটপ দেওয়া হবে ৷ সরকার এতে মেয়েদের এককালীন বিবাহের অনুদানও অন্তর্ভুক্ত করেছে এবং অনাথ মেয়েদের 50 হাজার টাকা নগদ প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে ৷

যদি কোনও পরিবারের প্রধান করোনায় মারা যান, তাহলেও সরকার 'মুখ্যমন্ত্রী বাল্য সেবা' প্রকল্পের মাধ্যমে এই জাতীয় পরিবারকে সহায়তা প্রদান করবে বলে জানান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ৷

মুখ্যমন্ত্রী বলেছিলেন যে রাজ্য করোনার দ্বিতীয় তরঙ্গের বিরুদ্ধে লড়াই করার জন্য পুরোপুরি প্রস্তুত ছিল, সেই মত জেলাস্তরে স্বাস্থ্যসেবা বিকেন্দ্রীকরণের জন্য ইতিমধ্যেই প্রয়োজনীয় পরিকাঠামো তৈরি করা হয় ।

আরও পড়ুন :পরপর তিনদিন দেশে নিম্নমুখী দৈনিক সংক্রমণ, কমল মৃতের সংখ্যাও

প্রতি মিনিটে 1 হাজার 50 লিটার অক্সিজেন উৎপাদন ক্ষমতা সম্পন্ন উত্তর-পূর্বের বৃহত্তম অক্সিজেন প্ল্যান্ট আইজিএম হাসপাতালে নির্মিত হচ্ছে এবং অন্য একটি অক্সিজেন প্ল্যান্ট (900 এলপিএম) রাজ্যের প্রধান স্বাস্থ্যসেবা সংস্থা এজিএমসি এবং জিবিপি হাসপাতালে নির্মিত হচ্ছে ৷

টিকাকরণ অভিযানের কথা উল্লেখ করে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বলেন, 18 বছর বয়সের উপর জনসংখ্যার 39.9 শতাংশের টিকাকরণ ইতিমধ্যেই হয়ে গেছে ৷ টিকাকরণের ক্ষেত্রে ত্রিপুরা দেশের শীর্ষে অবস্থান করছে ৷

ABOUT THE AUTHOR

...view details