পশ্চিমবঙ্গ

west bengal

TMC Candidate List: তৃণমূলের নজরে ত্রিপুরা, সম্ভাব্য প্রার্থীতালিকায় নাম 129 জনের

By

Published : Jan 27, 2023, 3:18 PM IST

ত্রিপুরা বিধানসভা নির্বাচনের (Tripura Assembly Election 2023) জন্য 129 জনের সম্ভাব্য প্রার্থীতালিকা তৈরি করে ফেলল তৃণমূল কংগ্রেস (TMC Candidate List) ৷ সেই তালিকা পাঠানো হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের (Abhishek Banerjee) কাছে ৷ জানালেন দলের রাজ্য নেতারা ৷

TMC prepared Candidate List of 129 for Tripura Assembly Election 2023
ফাইল ছবি

আগরতলা, 27 জানুয়ারি: ত্রিপুরার আসন্ন বিধানসভা নির্বাচনের (Tripura Assembly Election 2023) জন্য 129 জনের সম্ভাব্য প্রার্থীতালিকা তৈরি করেছে তৃণমূল কংগ্রেসের রাজ্য নেতৃত্ব (TMC Candidate List) ৷ ইতিমধ্যেই সেই তালিকা দলের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের (Abhishek Banerjee) কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে ৷ এই 129 জনের মধ্যে থেকেই 60 জন প্রার্থীকে বেছে নেওয়া হবে ৷ সেই বিষয়ে সর্বোচ্চ নেতৃত্বই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ৷

আগামী 16 ফেব্রুয়ারি ভোট হবে ত্রিপুরায় ৷ ভোটের প্রচারে ইতিমধ্য়েই কোমর বেঁধে মাঠে নেমেছে ঘাসফুল শিবির ৷ চব্বিশের লোকসভা নির্বাচনের আগে ত্রিপুরায় খাতা খুলতে মরিয়া তারা ৷ এই প্রেক্ষাপটে একটি জরুরি বৈঠক করেন দলের রাজ্য সভাপতি পীযূষকান্তি বিশ্বাস ৷ সেই বৈঠকে উপস্থিত ছিলেন ত্রিপুরায় দলের দায়িত্বপ্রাপ্ত নেতা রাজীব বন্দ্যোপাধ্য়ায় এবং রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব ৷ এই বৈঠকে রাজ্যের সবক'টি জেলার তৃণমূল নেতারা উপস্থিত ছিলেন ৷ ছিলেন ব্লকস্তরের দায়িত্বপ্রাপ্ত নেতারাও ৷

আরও পড়ুন:ত্রিপুরায় একা লড়ার সিদ্ধান্ত তৃণমূলের, সব আসনে দেওয়া হবে প্রার্থী

বৈঠকের পর রাজীব বলেন, "নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে আমরা একটি সাংগঠনিক বৈঠক করেছি ৷ সকলের সঙ্গে কথা বলার পর আমরা শীর্ষ নেতৃত্বের কাছে 129টি নামের তালিকা পাঠিয়েছি ৷ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই সম্ভাব্য প্রার্থীতালিকা পাঠানো হয়েছে ৷ শীঘ্রই এই তালিকা থেকে চূড়ান্ত প্রার্থীতালিকা তৈরি করা হবে ৷ শীর্ষ নেতৃত্বই সেই কাজ করবে ৷"

পীযূষকান্তি বিশ্বাস এই প্রসঙ্গে জানিয়েছেন, প্রাথমিক প্রার্থীতালিকা তৈরির সময় আবেদনকারীদের নানাদিক বিচার করা হয়েছে ৷ তাঁদের জয়ের সম্ভাবনা কতটা, দলের প্রতি তাঁরা কতটা অনুগত, মানুষের কাছে তাঁদের গ্রহণযোগ্যতা কতটা প্রভৃতি বিষয়গুলি এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ছিল ৷

তৃণমূল সূত্রে জানা গিয়েছে, আগামী 2 অথবা 3 ফেব্রুয়ারি ফের ত্রিপুরা সফরে আসতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ৷ মনে করা হচ্ছে, সেই সময়ের মধ্য়েই চূড়ান্ত প্রার্থীতালিকা তৈরি হয়ে যাবে ৷ পীযূষকান্তি বলেন, "অভিষেক এখানে ফের আসবেন ৷ সোনামুরা এবং ধর্মনগরে বৈঠক করবেন তিনি ৷ বহু তারকা প্রচারক তাঁর সঙ্গে নির্বাচনী প্রচারে যোগ দেবেন ৷ প্রত্য়েকটি ব্লকে দলের একজন প্রবীণ নেতাকে পর্যবেক্ষক হিসাবে নিযুক্ত করা হবে ৷ আগামী 6 ফেব্রুয়ারি বিকেলে আমাদের সভানেত্রী রাজ্যে আসছেন ৷ আমরা তাঁকে বিমানবন্দরে স্বাগত জানাতে যাব ৷ রবীন্দ্র ভবন থেকে পদযাত্রা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ এছাড়া, আগরতলার রবীন্দ্র ভবনে একটি সভাও করা হবে ৷"

ABOUT THE AUTHOR

...view details