পশ্চিমবঙ্গ

west bengal

GST Council Meeting: পণ্য করের হারে কাটছাঁট, দাম কমছে একাধিক সামগ্রীর

By

Published : Feb 18, 2023, 8:25 PM IST

জিএসটি কাউন্সিলের বৈঠকের (GST Council Meeting) পরই একাধিক পণ্য়ের দাম কমার বার্তা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের (Nirmala Sitharaman) ৷ কী কী সিদ্ধান্ত নেওয়া হল শনিবারের বৈঠকে ?

Tax Cut announced on several products after GST Council Meeting
জিএসটি কাউন্সিলের বৈঠক

নয়াদিল্লি, 18 ফেব্রুয়ারি: জিএসটি কাউন্সিলের বৈঠকে (GST Council Meeting) গৃহীত সিদ্ধান্তের জেরে বেশ কিছু পণ্য়ের দাম কমতে চলেছে ৷ যার মধ্যে অন্যতম হল, তরল গুড় ও পেনসিল ছোলার কল ৷ শনিবারের বৈঠকে স্থির করা হয়, একাধিক পণ্যে করের হার কমানো হবে ৷ তার জেরেই সেই পণ্যগুলির দাম কমতে চলেছে ৷ এর পাশাপাশি, বার্ষিক রিটার্নে দেরি হলে জরিমানা বা 'লেট ফি'-র পরিমাণ আরও বাস্তবসম্মত করা হয়েছে বলে দাবি সংশ্লিষ্ট প্রশাসনের ৷

এটি ছিল জিএসটি কাউন্সিলের 49তম বৈঠক ৷ সেই বৈঠকের পর এদিনই সাংবাদিকদের মুখোমুখি হন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman) ৷ তিনি জানিয়েছেন, পানমশলা এবং গুটখা প্রস্তুতকারী সংস্থাগুলি ব্যাপক হারে করফাঁকি দিচ্ছে ৷ বিষয়টি গুরুত্ব সহকারে আলোচনা করেছে মন্ত্রিগোষ্ঠী ৷ এরই সঙ্গে পণ্য ও পরিষেবা কর আবেদন সংক্রান্ত ট্রাইবিউন্য়াল নিয়েও তাঁদের মধ্য়ে কথা হয়েছে ৷ প্রসঙ্গত, ভারতের জিএসটি কাউন্সিলের মাথায় রয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী স্বয়ং ৷ তাঁর নেতৃত্বাধীন এই পরিষদের অন্য সদস্যরা হলেন বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের অর্থমন্ত্রী ৷

আরও পড়ুন:5 মাস পর জিএসটি কাউন্সিলের বৈঠক কেন্দ্রের

এর পাশাপাশি, এদিন রাজ্যগুলির জন্য আরও একটি সুখবর শুনিয়েছন কেন্দ্রীয় অর্থমন্ত্রী ৷ বৈঠকের পর নির্মলা ঘোষণা করেন, 2022 সালের জুন মাস পর্যন্ত জিএসটির ক্ষতিপূরণবাবদ যেখানে যত বকেয়া টাকা রয়েছে, তা মিটিয়ে দেওয়া হবে ৷ যার পরিমাণ 16 হাজার 982 কোটি টাকা ৷ আপাতত নিজের ভাঁড়ারে থাকা অর্থ খরচ করেই এই বকেয়া মেটানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার ৷ পরবর্তীতে আবার যখন কর আদায় হবে, তখন সেই টাকার ক্ষতিপূরণ করে নেওয়া হবে ৷

কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছেন, সংশ্লিষ্ট বকেয়া মেটানো হয়ে গেলে অস্থায়ীভাবে গ্রহণযোগ্য ক্ষতিপূরণের সবটুকুই রাজ্যগুলিকে মিটিয়ে দেওয়া হবে ৷ 2017 সালের জিএসটি আইন অনুসারে এই পদক্ষেপ করা হবে ৷ একইসঙ্গে, যে রাজ্যগুলি কর আদায়ের মাধ্যমে মোটা মুনাফা কামাতে পেরেছে, তাঁদের গ্রহণযোগ্য চূড়ান্ত ক্ষতিপূরণও মিটিয়ে দেওয়া হবে ৷ এর জন্য আরও 16 হাজার 524 কোটি টাকা খরচ হবে কেন্দ্রের ৷

ABOUT THE AUTHOR

...view details