পশ্চিমবঙ্গ

west bengal

Ghulam Nabi Azad নতুন দল গড়বেন গুলাম নবি, একান্ত সাক্ষাৎকারে দাবি ফারুক আবদুল্লার

By

Published : Aug 27, 2022, 12:47 PM IST

Updated : Aug 27, 2022, 4:54 PM IST

আগামী সেপ্টেম্বর মাসেই নতুন দল গঠন করতে পারেন সদ্য কংগ্রেস ছেড়ে আসা গুলাম নবি আজাদ (Ghulam Nabi Azad) ৷ তাঁর ঘনিষ্ঠ মহল সূত্রে অন্তত এমনটাই দাবি করা হচ্ছে ৷

Sources Claim Ghulam Nabi Azad likely to float new party
Ghulam Nabi Azad নতুন দল গড়বেন গুলাম, একান্ত সাক্ষাৎকারে দাবি ঘনিষ্ঠ বন্ধুর

জম্মু, 27 অগস্ট: কংগ্রেসের (Congress) সঙ্গ ত্য়াগ করার পর এবার কি নিজের দল খুলতে চলেছেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী গুলাম নবি আজাদ (Ghulam Nabi Azad) ? সূত্রের দাবি অন্তত তেমনটাই ৷ বস্তুত, এই দাবি আরও উসকে দিয়েছেন প্রাক্তন কংগ্রেস নেতার ঘনিষ্ঠ বন্ধু ফারুক আবদুল্লার ৷ ইটিভি ভারতকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে ওই ব্যক্তি বলেন, "আজাদ কখনই বিজেপি-তে যোগদান করবেন না ৷ অন্য কোনও রাজনৈতিক দলেও তিনি যাবেন না ৷ বরং তিনি নিজের দল তৈরি করবেন ৷" সবকিছু ঠিকঠাক থাকলে সেপ্টেম্বর মাসেই নতুন দল গড়ার কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন গুলাম ৷

তাঁর এই দাবি যে 'কথার কথা' নয়, তা বোঝাতে আরও কিছু তথ্য দিয়েছেন ফারুক ৷ তাঁর দাবি, "কংগ্রেস এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে এ নিয়ে কথা চলছে ৷" উল্লেখ্য, গুলাম নবি আজাদ কংগ্রেস ছাড়ার পরই দলের প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দেন আরও দুই নেতা ৷ এঁরা হলেন আমিন ভাট (Amin Bhat) এবং আরএস চিব (RS Chib) ৷ যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মত ওয়াকিবহাল মহলের ৷ প্রসঙ্গত, শুক্রবারই সাধারণ সদস্যপদ-সহ কংগ্রেসের সমস্ত দায়িত্ব থেকে অব্যাহতি নিয়ে ইস্তফা দেন গুলাম নবি আজাদ ৷

আরও পড়ুন:রাহুলের শিশুসুলভ আচরণেই কংগ্রেসের দুর্দশা, সোনিয়াকে দেওয়া পদত্যাগপত্রে উল্লেখ আজাদের

কংগ্রেসের ইতিহাসে এখনও পর্যন্ত যে নেতা বা নেত্রীরা সবথেকে জনপ্রিয় ও প্রভাবশালী হিসাবে পরিচিত, তাঁদের মধ্যে গুলাম নবি আজাদ অন্যতম ৷ বিশেষ করে জম্মু-কাশ্মীরে তাঁর নিজস্ব জনভিত্তি রয়েছে বলে মত রাজনৈতিক মহলের ৷ তাই গুলাম দল ছাড়তেই তাঁর অনুগামীরাও একে একে কংগ্রেসের সঙ্গ ত্যাগ করতে শুরু করেন ৷ গুলামের ইস্তফার পর কংগ্রেসের জম্মু-কাশ্মীর শাখা থেকে পদত্যাগ করেন জিএম সরুরি, চৌধুরী মহম্মদ খান, মহম্মদ আমিন ভাট, গুলজার আহমেদ এবং হাজি আবদুর রশিদ দর ৷ দল ছেড়ে সরে দাঁড়ান প্রাক্তন মন্ত্রী আরএস চিবও ৷

কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধিকে (Sonia Gandhi) পাঠানো পদত্যাগপত্রে চিব লিখেছেন, জম্মু-কাশ্মীরের ভবিষ্যতের স্বার্থে কংগ্রেসের যে অবদান থাকা দরকার, তার জন্য যে গতিতে কাজ করা দরকার, দল সেই গতি হারিয়ে ফেলেছে ৷ এদিকে, গুলাম নবি আজাদ কংগ্রেস ছাড়তেই দলের শীর্ষ নেতৃত্ব একটি জরুরি বৈঠকে বসে ৷ জম্মুর শহিদ চৌকে দলের রাজ্য সদর কার্যালয়ে এই বৈঠকের আয়োজন করা হয় ৷ বৈঠকের সভাপতিত্ব করেন জম্মু-কাশ্মীর প্রদেশ কংগ্রেস কমিটির সহ-সভাপতি রমন বাল্লা ৷ এই বৈঠকের পর রমন বাল্লা সাংবাদিকদের বলেন, গুলাম নবি আজাদের ইস্তফা নিঃসন্দেহে অত্যন্ত দুঃখজনক ঘটনা ৷ কেন্দ্রীয় সরকার জম্মু-কাশ্মীরের মানুষের সঙ্গে বিভাজনের রাজনীতি করছে ৷ এমন একটা সময় দলে গুলামের মতো নেতার প্রয়োজন ছিল ৷

Last Updated : Aug 27, 2022, 4:54 PM IST

ABOUT THE AUTHOR

...view details