পশ্চিমবঙ্গ

west bengal

Shoe Thrown at SP Leader: এসপি নেতাকে জুতো ছুড়ে মারল যুবক, হনুমানগড়ির পুরোহিতের দাবি 'এবার অখিলেশের নম্বর'

By

Published : Aug 21, 2023, 8:51 PM IST

সমাজবাদী পার্টি নেতা স্বামী প্রসাদ মৌর্যের দিকে জুতো ছুড়ে মারল এক যুবক ৷ যার পর হনুমানগড়ির পুরোহিত রাজু দাস জানান, এর পরের নম্বর অখিলেশ যাদব ৷ রাজু দাসের দাবি, যারা হিন্দু ধর্ম ও সনাতন ধর্মকে গালিগালাজ করে নিজেদেরকে বড় মনে করে তাদের সঙ্গে এ ধরনের ঘটনা ঘটতেই থাকবে।

Etv Bharat
এসপি নেতা জুতো ছুড়ে মারল যুবক

লখনউ, 21 অগস্ট:লখনউয়ের ইন্দিরা গান্ধি প্রতিষ্ঠানে সোমবার অনুষ্ঠিত অনগ্রসর শ্রেণীর সম্মেলনে উত্তেজনা চরমে ওঠে। সম্মেলনে উপস্থিত সমাজবাদী পার্টি (এসপি) নেতা স্বামী প্রসাদ মৌর্যের দিকে জুতো ছুড়ে মারল এক যুবক ৷ জুতো ছোড়ার পরই ক্ষুব্ধ এসপি সমর্থকরা দৌঁড়ে যুবককে ধরে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। ক্ষুব্ধ সমর্থকদের হাত থেকে কোনও রকমে পুলিশ ওই যুবককে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।

জানা গিয়েছে, ওই যুবকের নাম আকাশ সাইনি ৷ একই সঙ্গে, এই ঘটনার পর ভিডিয়ো প্রকাশ করে বিষয়টি উড়িয়ে দিয়েছেন অযোধ্যার পুরোহিত রাজু দাস। পালটা রাজু দাস জানান, যারা হিন্দু ধর্ম ও সনাতন ধর্মকে গালিগালাজ করে নিজেদেরকে বড় মনে করে তাদের সঙ্গে এ ধরনের ঘটনা ঘটতেই থাকবে। অখিলেশ যাদবের দিকে এখনও জুতো ছোড়া হয়নি হয়নি বলেও মন্তব্য করেন তিনি।

এদিন এসপি'র কর্মসূচিতে মূলত সমাজের পিছিয়ে পড়া মানুষের সঙ্গে বিশিষ্টদের নিয়ে একটি সেমিনারের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা ছিলেন বিজনৌরের নূরপুরের বিধায়ক রাম অবতার সাইনি। এসপি'র সর্বভারতীয় সভাপতি তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবও এই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন বলেও জানা গিয়েছে। তবে, অখিলেশ আসার আগেই এক যুবক স্বামী প্রসাদের দিকে জুতো ছুঁড়ে তাঁকে আক্রমণ করে বসে ৷ যার জেরে ঘটনাস্থলে চরম শোরগোল শুরু হয়ে যায় ৷ পুলিশ ওই যুবককে আটক করেছে ৷ প্রসঙ্গত, স্বামী প্রসাদ মৌর্য সম্প্রতি হিন্দু ধর্ম নিয়ে মন্তব্য করছেন বলে অভিযোগ। তিনি রামচরিত মানসের শ্লোক নিয়েও প্রশ্ন তুলে একাধিক অসংযত মন্তব্য করেছেন বলেও অভিযোগ উঠেছিল। যার জেরে রাজ্যের শাসক দল বিজেপি-সহ বহু ধর্মীয় নেতাও তাঁকে নিশানা করেছিলেন ৷

আরও পড়ুন: 230 আসনের জন্য প্রত্যাশী 4500, মধ্যপ্রদেশে প্রার্থী বাছতে কঠিন চ্যালেঞ্জের মুখে কংগ্রেস

ঘটনার পর অযোধ্যার হনুমানগড়ির প্রধান পুরোহিত রাজু দাস একটি বিবৃতি জারি করেছেন ৷ তাঁর কথায়, "যে যুবক স্বামী প্রসাদ মৌর্যকে জুতো দিয়ে স্বাগত জানিয়েছিলেন। আমি তাকে ধন্যবাদ জানাই ৷" তিনি আরও বলেন, "এই ঘটনা শুধু সতর্কবার্তা। পরের নম্বর হতে চলেছেন অখিলেশ যাদব। যারাই সনাতন ধর্মের বিরুদ্ধে কুরুচিকর কথা বলবেন তাদের সঙ্গে এমন আচরণই করা হবে।"

ABOUT THE AUTHOR

...view details