পশ্চিমবঙ্গ

west bengal

Delhi Schools Close : পরবর্তী নির্দেশিকা না আসা পর্যন্ত দিল্লিতে বন্ধ স্কুল

By

Published : Nov 21, 2021, 9:08 PM IST

schools are stay shut till further orders in delhi to reduce pollution

দিল্লিতে আপাতত স্কুলে গিয়ে পঠনপাঠন বন্ধই থাকছে ৷ দূষণ কমাতেই এই সিদ্ধান্ত ৷ পরবর্তী নির্দেশিকা না আসা পর্যন্ত তা বলবৎ রাখা হবে বলে জানিয়েছে দিল্লির ডিরেক্টরেট অফ এডুকেশন ৷

নয়াদিল্লি, 21 নভেম্বর : পরবর্তী নির্দেশিকা না আসা পর্যন্ত দিল্লিতে স্কুলে গিয়ে পঠনপাঠন বন্ধই থাকবে ৷ রবিবার দিল্লির ডিরেক্টরেট অফ এডুকেশনের তরফ থেকে একথা জানানো হয়েছে ৷ দেশের রাজধানীতে বেড়ে চলা দূষণ নিয়ন্ত্রণে আনতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ তবে লকডাউন পরিস্থিতির মতোই এখনও অনলাইনে পড়াশোনা চালিয়ে যেতে পারবে ছাত্রছাত্রীরা ৷

আরও পড়ুন :Delhi Pollution : দিল্লির দূষণে লকডাউন সাময়িক টোটকা, মত পরিবেশবিদদের

এই প্রসঙ্গে এদিন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে ডিরেক্টরেট অফ এডুকেশন ৷ তাতে বলা হয়েছে, রাজধানী ও সংলগ্ন এলাকায় বায়ু দূষণের মাত্রা কমাতেই স্কুলগুলিতে সশরীরে পঠনপাঠনের প্রক্রিয়া বন্ধ রাখা হয়েছে ৷ নতুন কোনও নির্দেশিকা না আসা পর্যন্ত এই সিদ্ধান্তই বহাল থাকবে ৷ সরকারি, সরকার পোষিত-সহ সমস্ত স্কুলের ক্ষেত্রেই নির্দেশ বলবৎ থাকবে ৷ তবে অনলাইন ক্লাস চলবে ৷ বোর্ডের পরীক্ষাও অব্যাহত থাকবে ৷ নির্দিষ্ট গাইডলাইন মেনে সেগুলি সম্পাদন করতে হবে ৷

আরও পড়ুন :Delhi Pollution : দূষণ নিয়ন্ত্রণে লকডাউনে রাজি দিল্লি সরকার, পাশের রাজ্যগুলিতেও একই বিধি কার্যকরের প্রস্তাব

সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই সমস্ত স্কুলের প্রধান শিক্ষক ও প্রধান শিক্ষিকাদের বিষয়টি স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে ৷ তাঁরা যাতে বাদবাকি, শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, শিক্ষাকর্মী, আধিকারিক ও অভিভাবকদের এই নির্দেশিকা বিশদে জানিয়ে দেন, সেই নির্দেশও দিয়েছে সরকার পক্ষ ৷ প্রসঙ্গত, দীপাবলির পর থেকেই দিল্লিতে মাত্রা ছাড়িয়েছে দূষণ ৷ এই পরিস্থিতিতে রাজধানীতে ‘দূষণ লকডাউন’ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) ৷ প্রাথমিকভাবে সাতদিনের জন্য স্কুলে সশরীরে উপস্থিতির উপর নিষেধাজ্ঞা জারি করা হয় ৷ এবার সেই নির্দেশিকারই মেয়াদ আরও বাড়ানো হল ৷

ABOUT THE AUTHOR

...view details