পশ্চিমবঙ্গ

west bengal

Narada Case : নারদ মামলায় মমতা-মলয়ের আবেদনের শুনানি শুক্রবার

By

Published : Jun 22, 2021, 4:15 PM IST

নারদ মামলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও আইনমন্ত্রী মলয় ঘটককে পক্ষ (পার্টি) করেছিল সিবিআই ৷ সেই নিয়ে মুখ্যমন্ত্রী ও আইনমন্ত্রীর হলফনামা গ্রহণ করেনি কলকাতা হাইকোর্ট ৷ পালটা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন মুখ্যমন্ত্রী ও আইনমন্ত্রী ৷

sc may hear mamata banerjee and malay ghatak petition on narada case on friday
Narada Case : নারদ নিয়ে মমতা-মলয়ের মামলার শুনানির সম্ভাবনা শুক্রবার

নয়াদিল্লি, 22 জুন : নারদ মামলায় (Narada Case) সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও আইনমন্ত্রী মলয় ঘটক (Malay Ghatak) ৷ শীর্ষ আদালতে আজ, মঙ্গলবারই এই মামলার শুনানি হওয়ার কথা ছিল ৷ কিন্তু তা হয়নি ৷ আগামী শুক্রবার ওই মামলার শুনানি হবে ৷

ওই মামলা এদিন ওঠার কথা ছিল বিচারপতি অনিরুদ্ধ বসুর বেঞ্চে ৷ কিন্তু তিনি এই মামলা থেকে নিজেকে সরিয়ে নেন ৷ তাই আজ আর শুনানি সম্ভব হয়নি ৷ যদিও এই মামলা এদিন শুনানি করার জন্য তালিকাভুক্ত ছিল ৷ তাছাড়া পুরো বিষয়টি এখনও আদালত পর্যবেক্ষণ করতে পারেনি ৷

আরও পড়ুন :সুপ্রিম কোর্টে নারদ মামলার শুনানি থেকে নিজেকে সরালেন বিচারপতি অনিরুদ্ধ বসু

শীর্ষ আদালতের তরফে আশা প্রকাশ করা হয়েছে যে নারদ মামলার শুনানি আগামী 25 জুনের আগে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) হবে না ৷ তাই সুপ্রিম কোর্টে মামলার শুনানি পিছিয়ে দেওয়া হল আগামী শুক্রবার পর্যন্ত ৷ বিচারপতি বিনীত সরণ এবং বিচারপতি দীনেশ মাহেশ্বরীর বেঞ্চে শুক্রবার এই মামলার শুনানি হবে ৷

গত মে মাসে নারদ মামলায় চারজন অভিযুক্তকে গ্রেফতার করেছিল সিবিআই (CBI) ৷ সেই তালিকায় ছিলেন রাজ্যের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম ও সুব্রত মুখোপাধ্যায়, এক তৃণমূল বিধায়ক মদন মিত্র এবং প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায় ৷ প্রত্যেকেই রাজনৈতিক ভাবে হেভিওয়েট ৷ সেদিন নিজাম প্য়ালেসে সিবিআই দফতরে হাজির হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ পরে মামলার শুনানি চলাকালীন ব্যাঙ্কশাল কোর্টে আইনমন্ত্রী মলয় ঘটককে দেখা গিয়েছিল বলে অভিযোগ ৷ সিবিআই অভিযোগ করে যে এই মামলায় প্রভাব বিস্তারের চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী ও আইনমন্ত্রী ৷ পরে হাইকোর্টে সিবিআইয়ের তরফে দায়ের করা মামলায় মুখ্যমন্ত্রী ও আইনমন্ত্রীকেও পক্ষ (পার্টি) করা হয়েছিল ৷

আরও পড়ুন :ক্ষতিপূরণ নয়, করোনা মোকাবিলাকে অগ্রাধিকার ; সুপ্রিম কোর্টকে জানাল কেন্দ্র

এই নিয়ে হাইকোর্ট মুখ্যমন্ত্রী ও আইনমন্ত্রীর হলফনামা জমা নেয়নি ৷ আদালত সূত্রে জানা গিয়েছিল যে শুনানির প্রায় 15 দিন পর হলফনামা জমা দেওয়ায়, তা খারিজ হয়ে যায় ৷ এরই পালটা হিসেবে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন মুখ্যমন্ত্রী ও আইনমন্ত্রী ৷ সেই শুনানি আজ হল না ৷

ABOUT THE AUTHOR

...view details