পশ্চিমবঙ্গ

west bengal

SC on Agnipath PILs: শীর্ষ আদালতের নির্দেশে অগ্নিপথ সংক্রান্ত সব জনস্বার্থ মামলা গেল দিল্লি হাইকোর্টে

By

Published : Jul 19, 2022, 10:04 PM IST

অগ্নিপথ প্রকল্প ঘিরে বিভিন্ন রাজ্যের হাইকোর্টে দায়ের হওয়া জনস্বার্থ মামলাগুলির শুনানির নিয়ে বড় নির্দেশ জারি করল দেশের সর্বোচ্চ আদালত ৷ বলা ভালো মামলাগুলির শুনানির জন্য দিল্লি হাইকোর্টের হাতে বিশেষ ক্ষমতা সঁপে দিল সুপ্রিম কোর্ট (SC transfers PILs before it, other HCs against 'Agnipath' scheme to Delhi HC) ৷

SC on Agnipath PILs
শীর্ষ আদালতের নির্দেশে অগ্নিপথ সংক্রান্ত সব জনস্বার্থ মামলা গেল দিল্লি হাইকোর্টে

নয়াদিল্লি, 19 জুলাই:ভারতীয় সেনার নিয়োগে কেন্দ্রের নয়া অগ্নিপথ প্রকল্প ঘিরে লাগামহীন সন্ত্রাসের সাক্ষী থেকেছে দেশ ৷ জলঘোলা চলছে এখনও ৷ এরইমধ্যে নয়া এই কেন্দ্রীয় প্রকল্প ঘিরে বিভিন্ন রাজ্যের হাইকোর্টে দায়ের হওয়া জনস্বার্থ মামলাগুলির শুনানির নিয়ে বড় নির্দেশ জারি করল দেশের সর্বোচ্চ আদালত ৷ বলা ভালো মামলাগুলির শুনানির জন্য দিল্লি হাইকোর্টের হাতে বিশেষ ক্ষমতা সঁপে দিল সুপ্রিম কোর্ট (SC transfers PILs before it, other HCs against 'Agnipath' scheme to Delhi HC) ৷

মঙ্গলবার দেশের শীর্ষ আদালতে বিচারপতি ডিওয়াই চন্দ্রশেখর, সূর্য কান্ত এবং এএস বোপান্নার ডিভিশন বেঞ্চ জানিয়েছে, অগ্নিপথ নিয়ে দায়ের হওয়া সকল জনস্বার্থ মামলার শুনানি দিল্লি হাইকোর্টে স্থানান্তরিত করা হয়েছে ৷ পাশাপাশি বিচারপতি ডিওয়াই চন্দ্রশেখরের ডিভিশন বেঞ্চ কেরল, পঞ্জাব, হরিয়ানা, পাটনা ও উত্তরাখণ্ড হাইকোর্টকে জানিয়েছে, অগ্নিবীর সংক্রান্ত মামলাগুলি স্থগিত রাখতে পারে নতুবা দিল্লি হাইকোর্টের হাতে তা সঁপে দিতে হবে ৷

পাশাপাশি এদিন শীর্ষ আদালতে জনস্বার্থ মামলায় সওয়াল চলাকালীন একটি মজার ঘটনা ঘটে ৷ মামলাকারীর আইনজীবী এম এল শর্মা সওয়াল চলাকালীন বিষয়টির গভীরে গিয়ে সওয়াল করতে শুরু করেছিলেন ৷ নির্দেশ ঘোষণার পর বিচারপতি চন্দ্রচূড় মজার ছলেই আইনজীবীকে হেসে বলেন, 'আপনি বীর, তবে অগ্নিবীর নন।'

আরও পড়ুন: নূপুরের বিরুদ্ধে এখনই কড়া ব্যবস্থা নয়, রক্ষাকবচ সুপ্রিম কোর্টের

উল্লেখ্য কেন্দ্রের অগ্নিপথ প্রকল্পকে 'সংবিধান পরিপন্থী' উল্লেখ করে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। সংসদের অনুমোদন ছাড়াই এই যোজনা কার্যকর হওয়ায় দেশের প্রায় সর্বত্র প্রতিবাদের ঢেউ আছড়ে হয়েছে। বিক্ষোভে সামিল হন আগামীর জওয়ানরা ৷ অগ্নিপথ যোজনার মাধ্যমে নিয়োগ হওয়া অগ্নিবীর-দের মূলত চার বছরের চুক্তিতে নিয়োগ করা হবে ভারতীয় সেনায় । অবসরকালে এককালীন টাকা পেলেও কোনও পেনশনের ব্যবস্থাও থাকছে না ৷ সেখানেই আপত্তি দানা বেঁধেছে ৷

ABOUT THE AUTHOR

...view details