পশ্চিমবঙ্গ

west bengal

Delhi Shocker Incident: দিল্লিতে পথ দুর্ঘটনায় তরুণী মৃত্যুর ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন মৃতার পরিবারের

By

Published : Jan 2, 2023, 9:47 PM IST

দিল্লির কাঞ্ঝাওয়ালায় পথ দুর্ঘটনায় তরুণীর মৃত্যুর ঘটনায় পুলিশের বিরুদ্ধে সত্য চাপা দেওয়ার অভিযোগ এনেছে মৃতার পরিবার (Kanjhawala girl death case) ৷ উপযুক্ত তদন্ত চান মৃতার মা ৷

ETV Bharat
কাঞ্ঝাওয়ালায় পথ দুর্ঘটনায় তরুণীর মৃত্যুর ঘটনায় মুখ খুলল মৃতার পরিবার

কাঞ্ঝাওয়ালায় পথ দুর্ঘটনায় তরুণীর মৃত্যুর ঘটনায় মুখ খুলল মৃতার পরিবার

নয়াদিল্লি, 2 জানুয়ারি: দিল্লির কাঞ্ঝাওয়ালার ঘটনায় অবশেষে মুখ খুলল মৃত তরুণীর পরিবার ৷ পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন পরিবারের সদস্যরা ৷ মৃত্যুর আগে তাঁদের মেয়ের সঙ্গে অভিযুক্তরা কোনও খারাপ ঘটনা ঘটিয়েছিল কি না, তারও উপযুক্ত তদন্ত দাবি করেছে তরুণীর পরিবার ৷ মৃতার মা জানিয়েছেন, তাঁদের মেয়ের দেহ দেখতে দেওয়া হয়নি ৷ উদ্ধার হওয়ার সময় তাঁর দেহে কোনও পোশাক ছিল না (delhi kanjhawala accident)৷

উল্লেখ্য, বর্ষবরণের রাতে দিল্লিতে এক ভয়াবহ ঘটনার মুখে পড়তে হয় ওই তরুণীকে ৷ পুলিশের বয়ান অনুযায়ী, একটি স্কুটিতে করে যখন ওই তরুণী যাচ্ছিলেন সেসময়ে তাঁকে ধাক্কা মারে একটি গাড়ি (Kanjhawala girl death case) ৷ এর জেরে পরে যান ও তরুণী এবং তাঁর পোশাক আটকে যায় ওই গাড়ির চাকায় ৷ অভিযোগ, ওই অবস্থাতেই হ্যাঁচড়াতে হ্যাঁচড়াতে এই তরুণীকে কয়েক কিলোমিটার নিয়ে যায় গাড়ির চালক ৷ ঘটনার জেরে মৃত্যু হয় ওই তরুণীর ৷ ওই গাড়িটিতে 5 জন সওয়ার ছিল বলে জানা গিয়েছে ৷ মনে করা হচ্ছে তারা মদ্যপ অবস্থায় ছিল ৷ পুলিশ যখন ওই তরুণীর দেহ উদ্ধার করে তখন তাঁর শরীরে পোশাকও ছিল না ৷ রাত 3টে থেকে 4টের মধ্যে ওই ঘটনা ঘটে বলে জানা গিয়েছে ৷ দেহ উদ্ধার হয় 4টে 11 মিনিট নাগাদ (girl killed and body dragged by car in Delhi)৷

আরও পড়ুন: তরুণীকে হিঁচড়ে নিয়ে যাচ্ছে গাড়ি, প্রকাশ্যে সিসিটিভি ফুটেজ

এই ঘটনার পর শোকস্তব্ধ ওই তরুণীর পরিবার ৷ তাঁরা বিশ্বাসই করতে পারছেন না যে ঘরের মেয়ে আর বেঁচে নেই ৷ মৃতার পরিবারের দাবি, ঘরে সেই একমাত্র রোজগেরে ছিল ৷ ছোট ভাই-বোন আছে তাঁর ৷ তরুণীর মা অসুস্থ ৷ তাঁর দুই কিডনিই খারাপ, ঠিক করে হাঁটাচলা করতে পারেন না তিনি ৷ তাঁর মৃত্যুর পর সংসার কী করে চলবে সেটাই এখন চিন্তার বিষয় ৷ পুলিশ আসল ঘটনা চাপা দেওয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ তরুণীর পরিবারের (Delhi Shocker Incident) ৷

ঘটনার সঠিক তদন্তের দাবি করেছে মৃতার পরিবার ৷ ঘাতক গাড়িটিতে সওয়ার 5 জনকে গ্রেফতার করা হয়েছে ৷ প্রায় 4 কিমি ওই তরুণীকে হ্যাঁচড়াতে হ্যাঁচড়াতে নিয়ে যাওয়া হয় বলে জানা গিয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details