পশ্চিমবঙ্গ

west bengal

Rare Dinosaur Egg : বিরল আবিষ্কার ! মধ্যপ্রদেশে মিলল ডাইনোসরের 'ডিমের ভিতর ডিম'

By

Published : Jun 15, 2022, 11:14 AM IST

Rare Dinosaur Egg news
মধ্যপ্রদেশে পাওয়া গিয়েছে ডাইনোসরের বিরল ডিম ()

মধ্যপ্রদেশের ধর জেলায় একটি ডাইনোসরের ডিম পাওয়া গিয়েছে, যার মধ্যে আরও একটি ডিম রয়েছে (Rare Dinosaur Egg discovered in Madhya Pradesh) । ইতিহাসে এমন ঘটনা প্রথমবার ! এই জাতীয় ডিমের গবেষণায় ডাইনোসরের প্রজনন পদ্ধতি সম্পর্কে তথ্য পাওয়া যাবে বলে আশা করছে বিশেষজ্ঞ মহল ।

ধর, 15 জুন :মধ্যপ্রদেশে মিলল ডাইনোসরের ডিম । বিরল ওই ডিমের বিশেষত্ব, সাধারণ আকারের তুলনায় সেটি প্রায় 10 গুণ বড় । শুধু তাই নয়, ওই ডিমের ভিতরে আছে আরও একটি ডিম । টাইটানোসোরিড প্রজাতির ডাইনোসরের ওই ডিমটি খুঁজে পেয়েছেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা (Rare Dinosaur Egg discovered in Dhar Madhya Pradesh) ।

তাঁরা জানিয়েছেন, এর আগে কখনও এরকম 'ডিমের ভিতর ডিম' পাওয়া যায়নি । সাধারণত পক্ষী শ্রেণির ক্ষেত্রে দেখা গেলেও এই প্রথম সরীসৃপের এমন বিরল ডিমের সন্ধান মিলল । এটি বিলুপ্ত হয়ে যাওয়া প্রাণীটির সম্পর্কে নতুন দরজা খুলে দিতে পারে । ডাইনোসর বিলুপ্ত হয়ে গেলেও বিশেষজ্ঞদের ধারণা, পৃথিবীতে থাকা বেশ কিছু প্রাণী তারই বংশধর । সে সম্পর্কেও বহু তথ্য সামনে আসবে বলেই মনে করছে বিশেষজ্ঞমহল ।

মধ্যপ্রদেশের ধর জেলার ডাইনোসর ফসিল ন্যাশনাল পার্কে ডিমগুলির খোঁজ মিলেছে ৷ গোটা বিষয়টি দিল্লি বিশ্ববিদ্যালয়ের জার্নাল-সায়েন্টিফিক রিপোর্ট-এর নতুন সংস্করণে প্রকাশিত হয়েছে । তাতে লেখা হয়েছে, 'প্রথম ডিম্বাণু-ইন-ওভো প্যাথলজিকাল টাইটানোসোরিড ডিমটি সরোপোড ডাইনোসরের প্রজননে নতুন দিশা দেখাতে পারে ।'

আরও পড়ুন :যত খুশি আমের রস আর ড্রাই ফ্রুটস, ভদোদরায় গরু-মোষের পিকনিক

প্রসঙ্গত, গবেষকরা 10টি ডিম ছাড়া একটি সরোপড ডাইনোসরের আস্তানাও খুঁজে পেয়েছেন ।

ABOUT THE AUTHOR

...view details