পশ্চিমবঙ্গ

west bengal

Minor girl gangraped in Rajasthan: রাজস্থানে গণধর্ষিতা নাবালিকা, গোপনাঙ্গে ঢোকানো হল ধারালো অস্ত্র

By

Published : Jan 13, 2022, 1:30 PM IST

Updated : Jan 15, 2022, 7:00 AM IST

Rajasthan: Minor girl gangraped in Alwar, sharp objects inserted into her private parts
রাজস্থানে গণধর্ষিতা নাবালিকা, গোপনাঙ্গে ঢোকানো হল ধারালো অস্ত্র

16 বছরের কিশোরীকে গণধর্ষণ (Minor girl gangraped in Rajasthan) করে তার গোপনাঙ্গে ঢুকিয়ে দেওয়া হল ধারালো অস্ত্র ৷ নৃশংস ঘটনা রাজস্থানের আলওয়ারের (Minor girl raped in Alwar)৷

জয়পুর, 13 জানুয়ারি : ফের নাবালিকার উপর চরম নৃশংসতা ৷ এবার ঘটনাস্থল রাজস্থান ৷ আলওয়ারে (Minor girl raped in Alwar) 16 বছরের এক কিশোরীকে গণধর্ষণের পর তার গোপনাঙ্গে ঢুকিয়ে দেওয়া হল ধারালো অস্ত্র (sharp objects inserted into her private parts)৷ তাকে ওভারব্রিজের উপর থেকে ছুড়ে ফেলা হল রাস্তায় ৷ অভিযুক্তরা এখনও পর্যন্ত অধরা ৷ তদন্ত শুরু করেছে পুলিশ ৷ খতিয়ে দেখা হচ্ছে ওই এলাকার সিসিটিভি ফুটেজ ৷

চলতি সপ্তাহের শুরুর দিকে তিজারা ফ্লাইওভার থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় বিশেষ ভাবে সক্ষম মেয়েটিকে ৷ মঙ্গলবার তাকে আলওয়ারের হাসপাতালে ভর্তি করা হয় ৷ তবে কিছুতেই তার রক্তক্ষরণ বন্ধ হচ্ছে না দেখে, বুধবার ওই কিশোরীকে জয়পুরের জেএন লন হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ এরপর প্রায় আড়াই ঘণ্টার অস্ত্রোপচারের পর তার শরীর থেকে সেই অস্ত্র বের করেন চিকিৎসকরা ৷ এখন সে বিপন্মুক্ত ৷ ডাক্তাররা জানিয়েছেন, ওই ধারালো অস্ত্রে মেয়েটির শরীরের ভেতর নানা অঙ্গে গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে ৷ সেই কারণে তাকে এখনও আইসিইউ-তেই রাখা হয়েছে ৷

আরও পড়ুন:Minor Rape and killed : ফের শিরোনামে যোগী-রাজ্য, মোরাদাবাদে সাত বছরের নাবালিকাকে ধর্ষণ করে খুন

জেকে লোন হাসপাতালের চিকিৎসক ডা. অরবিন্দ শুক্লা জানিয়েছেন, ডাক্তাররা প্রতিনিয়ত নজর রাখছেন ওই কিশোরীর উপর ৷

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷ অভিযুক্তদের খোঁজে চলছে তল্লাশি ৷ ঘটনাস্থলের 25 কিলোমিটার রেঞ্জের মধ্য়ে 300টিরও বেশি সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে ৷ তবে এখনও পর্যন্ত কোনও সাক্ষ্য-প্রমাণ পুলিশের হাতে আসেনি ৷ এই ঘটনার তদন্তে বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে ৷ রাজস্থানের মহিলা ও শিশু কল্যাণ মন্ত্রী মমতা ভূপেশ আশ্বাস দিয়েছেন যে, দ্রুত অপরাধীরা শাস্তি পাবে ৷

আরও পড়ুন:Egra rape & murder : স্বামী নিখোঁজ, ছেলে মুম্বইতে ; একাকী গৃহবধূর মর্মান্তিক পরিণতি এগরায়

নিগৃহীতা কিশোরীর পরিবারকে 6 লাখ টাকা আর্থিক সাহায্যের দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি ৷ রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট দিয়েছেন 5 লাখ টাকা এবং মহিলা ও শিশু কল্যাণ মন্ত্রক থেকে দেওয়া হয়েছে এক লাখ টাকা ৷ সামাজিক ন্যায়বিচার মন্ত্রী টিকারাম জুলি ওই পরিবারকে 3.5 লাখ টাকা আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছেন ৷ কিশোরীর বাবা-মা দিনমজুরের কাজ করেন এবং তার আরও এক ভাই ও বোন রয়েছে ৷

Last Updated :Jan 15, 2022, 7:00 AM IST

ABOUT THE AUTHOR

...view details