পশ্চিমবঙ্গ

west bengal

করোনা আক্রান্ত অশোক গেহলোত

By

Published : Apr 29, 2021, 9:58 AM IST

Updated : Apr 29, 2021, 3:03 PM IST

করোনা আক্রান্ত রাজস্থানের মুখ্য়মন্ত্রী ৷ বাড়িতেই আইসোলেশনে রয়েছেন তিনি ৷ কয়েকদিন আগে তাঁর স্ত্রীও করোনা আক্রান্ত হয়েছেন ৷ তবে বাড়িতে থেকেই সরকারি সমস্ত কাজ করছেন বলে জানিয়েছেন ৷

ashok
অশোক গেহলট

জয়পুর, 29 এপ্রিল : করোনা আক্রান্ত হলেন রাজস্থানের মুখ্য়মন্ত্রী অশোক গেহলোত ৷ নিজেই টুইট করে এই খবর জানিয়েছেন তিনি ৷ তাঁর কোনও উপসর্গ নেই ৷

টুইটে কী লিখেছেন অশোক গেহলোত ?

তিনি লিখেছেন, আজ আমি আমার করোনা টেস্টের রিপোর্ট পেয়েছি ৷ এবং রিপোর্ট পজিটিভ এসেছে ৷ আমার কোনও উপসর্গ ছিল না ৷ আমি কোভিড প্রোটোকল মেনে আইসোলেশনে রয়েছি এবং আমার সমস্ত কাজ করছি ৷ "

আরও পড়ুন- দেশে করোনার নয়া রেকর্ড ! একদিনে সংক্রমিত 3.79 লক্ষ, মৃত আরও 3645

বুধবার অশোক গেহলোতের স্ত্রীর করোনা রিপোর্ট পজিটিভ আসে ৷ তবে তিনি উপসর্গহীন ছিলেন ৷ সেকথা জানিয়েছিলেন অশোক গেহলোত ৷ তারপর থেকে তিনিও আইসোলেশনে ছিলেন ৷ বাড়ি থেকে তিনি সমস্ত কাজ করছেন এবং রাজ্য়ের কোভিড পরিস্থিতির দিকে নজর রাখছেন ৷ এদিকে তাঁর সুস্থতা কামনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এবিষয়ে তিনি একটি টুইট করেন ৷

গত 24 ঘণ্টায় রাজস্থানে করোনা আক্রান্তের সংখ্য়া 16 হাজার 613 জন ৷ এবং মৃতের সংখ্য়া 120 ৷ এনিয়ে সেখানে মোট মৃতের সংখ্য়া দাঁড়াল 3926 এবং আক্রান্তের সংখ্য়া 1 লাখ 63 হাজার 372 জন ৷

Last Updated : Apr 29, 2021, 3:03 PM IST

ABOUT THE AUTHOR

...view details