পশ্চিমবঙ্গ

west bengal

Heavy Rain Lash Delhi-NCR: ভারী বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লি ও এনসিআর, হলুদ সতর্কতা জারি মৌসম ভবনের

By

Published : Sep 23, 2022, 10:40 AM IST

Updated : Sep 23, 2022, 11:09 AM IST

Rains Continue to Lash Parts of Delhi and NCR IMD Issued Yellow Alert
Rains Continue to Lash Parts of Delhi and NCR IMD Issued Yellow Alert ()

গত দু’দিনের টানা বৃষ্টিতে সম্পূর্ণ বিপর্যস্ত দিল্লি ও এনসিআরের জনজীবন (Heavy Rain Lash Delhi-NCR) ৷ বহু রাস্তায় জল জমে যানজটের সমস্যা তৈরি হয়েছে ৷ আজ শুক্রবারেও ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে মৌসম ভবন (Yellow Alert in Delhi-NCR) ৷

নয়াদিল্লি, 23 সেপ্টেম্বর: দিল্লিতে ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন (Heavy Rain Lash Delhi-NCR) ৷ লাগাতার বৃষ্টির জেরে রাজধানীর বিভিন্ন এলাকায় জল জমে গিয়েছে ৷ যার জেরে ব্যাপক যানজট তৈরি হয়েছে জাতীয় রাজধানী ও তার সংলগ্ন গুরুত্বপূর্ণ এলাকায় ৷ প্রসঙ্গত, গত দু’দিন ধরে দিল্লি ও তার সংলগ্ন এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হয়েই চলেছে ৷ মৌসম ভবন (IMD) জানিয়েছে উৎসবের মরশুমের আগে শুক্রবার আরও বৃষ্টি হবে দিল্লিতে ৷

মৌসম ভবনের তরফে দিল্লি ও এনসিআর এলাকায় ‘হলুদ সতর্কতা’ জারি করা হয়েছে (Yellow Alert in Delhi-NCR) ৷ সাধারণ মানুষকে নিচু এলাকাগুলিকে এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে প্রশাসনের তরফে ৷ মৌসম ভবনের তরফে একটি টুইট করে জানানো হয়েছে, ‘‘দক্ষিণ-দিল্লি, দক্ষিণ-পূর্ব দিল্লি, এনসিআর এলাকায় হালকা থেকে মাঝারি এমনকি ভারী বৃষ্টি হতে পারে ৷ যার মধ্যে রয়েছে, হিন্দন এএফ স্টেশন, গাজিয়াবাদ, ইন্দিরাপুরম, ছাপরাউলা, নয়ডা, দাদরি, গ্রেটার নয়ডা, গুরুগ্রাম, ফরিদাবাদ, মানেসর, বল্লভগড়, যমুনানগর, কুরুক্ষেত্র ৷ এই সব এলাকায় আগামী 2 ঘণ্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷’’ গুরুগ্রাম থেকে শুরু করে বহু এলাকার জল যন্ত্রণার ছবি ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে ।

মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, বর্ষার বিদায়ের আগে নতুন করে এই বৃষ্টি এ বছরের ঘাটতি অনেকটাই পূরণ করবে ৷ 22 সেপ্টেম্বর পর্যন্ত দিল্লি ও তার সংলগ্ন এলাকায় প্রায় 46 শতাংশ বৃষ্টির ঘাটতি মিটেছে ৷ যা আগামী কয়েকদিনে আর ঘাটতি মেটাবে বলে মনে করা হচ্ছে ৷ এই বৃষ্টির জেরে আরও একটি ভালো কাজ হয়েছে বলে জানাচ্ছে মৌসম ভবন ৷ এর জেরে দিল্লি ও এনসিআর এলাকার বাতাসে যে দূষণ ছিল, তা অনেকাংশে কমে যাবে ৷ পাশাপাশি, তাপমাত্রাও নিয়ন্ত্রণ করবে ৷

আরও পড়ুন:বিক্ষিপ্ত বৃষ্টিতে রাজ্যে বর্ষা বিদায়ের ইঙ্গিত

গত মঙ্গলবার মৌসম ভবন জানিয়ে ছিল, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু 17 সেপ্টেম্বরের নির্ধারিত সময়ের 3 দিন পর দক্ষিণ-পশ্চিম রাজস্থান এবং কচ্ছ অঞ্চলে সংলগ্ন এলাকা থেকে বিদায় নিয়েছে ৷ সাধারণত পশ্চিম রাজস্থান থেকে বর্ষা বিদায়ের এক সপ্তাহ পরে দিল্লি থেকে বর্ষা বিদায় নেয় ৷ তবে, গত 20 সেপ্টেম্বর দক্ষিণ-পশ্চিম রাজস্থান থেকে বর্ষা বিদায়ের পরবর্তী 5 দিনে কোনও ভারী বৃষ্টির পূর্বাভাস ছিল না দিল্লিতে ৷ ফলে, আচমকা এই বৃষ্টিতে কিছুটা অবাক মৌসম ভবনের আধিকারিকরাও ৷

Last Updated :Sep 23, 2022, 11:09 AM IST

ABOUT THE AUTHOR

...view details