পশ্চিমবঙ্গ

west bengal

Bharat Jodo Yatra: ভারত জোড়ো যাত্রা বাতিল করলেন রাহুল, দুষলেন জম্মু-কাশ্মীর পুলিশকে

By

Published : Jan 27, 2023, 5:33 PM IST

Updated : Jan 27, 2023, 7:00 PM IST

শুক্রবার, এই দিনের মতো ভারত জোড়ো যাত্রা বাতিল করে দিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ৷ এর কারণ হিসেবে উপত্যকার পুলিশি অব্যবস্থাকে দায়ি করেছেন রাহুল (Bharat Jodo Yatra canceled in J&K) ৷

ETV Bharat
ভারত জোড়ো যাত্রায় রাহুল গান্ধি

শ্রীনগর, 27 জানুয়ারি: শুক্রবারের মতো ভারত জোড়ো যাত্রা বাতিল করে দিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ৷ এর কারণ হিসেবে উপত্যকার পুলিশি অব্যবস্থাকে দায়ী করেছেন রাহুল (Rahul Gandhi canceled Bharat Jodo Yatra for the day) ৷ এদিন রাহুল জানিয়েছেন, ভিড় সামলানোর দায়িত্ব পুলিশের, সেই দায়িত্ব ঠিক করতে পারছে না তারা ৷ সেকারণেই এদিনের মতো তিনি এই যাত্রা স্থগিত রাখছেন ৷ তবে এই কর্মসূচি যে সম্পূর্ণ বাতিল হচ্ছে না এবং বাকিরা তাঁদের পদযাত্রা চালিয়ে যাবেন, এদিন তা জানান রাহুল গান্ধি (Rahul Gandhi) ৷

ভারত জোড়ো যাত্রায় রাহুল গান্ধির নিরাপত্তা নিয়ে আগেই প্রশ্ন উঠেছিল ৷ তাঁর নিরাপত্তায় ফাঁকের ঘটনাও ঘটে সম্প্রতি ৷ এরপর কংগ্রেসের তরফে জানানো হয়েছিল, রাহুলের নিরাপত্তার বিষয়টি দলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ এব্যাপারে নিরাপত্তা সংস্থাগুলির পরামর্শ মেনে চলা হবে ৷ সেই নিরাপত্তাতেই বিঘ্ন ঘটায় এদিনের জন্য মাঝপথেই এই যাত্রা বাতিল করলেন রাহুল ৷ শুক্রবার সাংবাদিক বৈঠকে কংগ্রেসের প্রাক্তন সভাপতি বলেন, "জনতার ভিড় সামাল দেওয়ার দায়িত্ব যে পুলিশের, এদিন তাদের কোথাও চোখে পড়েনি ৷ এই পরিস্থিতিতে আমার নিরাপত্তা রক্ষীদের আমার সঙ্গে হাঁটতে সমস্যা হচ্ছিল ৷ তাই আমি এদিনের মতো যাত্রা বাতিল করলাম ৷"

আরও পড়ুন: পড়ুয়াদের পরীক্ষায় নকল না করার পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী

তিনি যে তাঁর নিরাপত্তাকর্মীদের পরামর্শ মেনেই এই সিদ্ধান্ত নিয়েছেন, এদিন তাও জানান রাহুল ৷ বলেন,"আমার মনে হয় এই ভিড় সামাল দেওয়ার বিষয়টি পুলিশের গুরুত্ব দিয়ে দেখা উচিত ৷ আমি আমার নিরাপত্তারক্ষীদের পরামর্শ অমান্য করতে পারি না ৷ আমি আশা করব এই যাত্রার বাকি দিনগুলির জন্য পুলিশ পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করবে ৷" বর্তমানে জম্মু-কাশ্মীরের বানিহালে রয়েছে ভারত জোড়ো যাত্রা ৷ 30 জানুয়ারি শ্রীনগরে কংগ্রেসের এই কর্মসূচি শেষ হওয়ার কথা ৷ ওই দিন সেখানকার কংগ্রেস দফতরে জাতীয় পতাকা উত্তোলনের কথা রাহুল গান্ধির ৷

Last Updated : Jan 27, 2023, 7:00 PM IST

ABOUT THE AUTHOR

...view details