পশ্চিমবঙ্গ

west bengal

Punjab Police Search Operation: অমৃতপালের খোঁজে বাড়ি বাড়ি তল্লাশি পঞ্জাব পুলিশের

By

Published : Mar 29, 2023, 10:53 AM IST

অমৃতপাল সিংয়ের খোঁজে হোশিয়ারপুর গ্রামে তল্লাশি চালাচ্ছে পুলিশ (Punjab Police) ৷ ধাওয়া করা গাড়ি থেকে সন্দেহভাজনরা পালিয়ে গেলে পুলিশ এই অভিযান শুরু করে ৷

Amritpal Singh
অমৃতপাল সিং

হোশিয়ারপুর (পঞ্জাব), 29 মার্চ: খালিস্তানপন্থী শিখ প্রচারক অমৃতপাল সিং (Amritpal Singh) এবং তার সঙ্গীদের ধরতে বাড়ি বাড়ি গিয়ে খোঁজ চালাচ্ছে পঞ্জাব পুলিশ ৷ হোশিয়ারপুর গ্রামে (Hoshiarpur village) তাঁরা লুকিয়ে থাকতে পারে বলে খরব পান তদন্তকারীরা ৷ এরপরই ওই এলাকায় পঞ্জাব পুলিশ বিশাল বাহিনী বাড়ি বাড়ি তল্লাশি অভিযান শুরু করে ৷ মারনাইয়ান গ্রাম এবং তার আশেপাশে পুলিশ মোতায়েন ছিল ৷ কারণ পুলিশ মঙ্গলবার গভীর রাতে অভিযান শুরু করে (Punjab Police Search Operation) ৷

জানা গিয়েছে, সেই সময় একটি গাড়িকে ধাওয়া করে পুলিশ ৷ পুলিশের তাড়া খেয়ে ভেতরে থাকা সকলে গাড়ি ছেড়ে পালিয়ে যায় । পুলিশ অনুমান তারা গ্রামে লুকিয়ে থাকতে পারে ৷ পলাতক অমৃতপাল এবং তার সঙ্গীরাই ছিল গাড়িতে ৷ মঙ্গলবার সন্ধ্যায় পঞ্জাব পুলিশের কাউন্টার ইন্টেলিজেন্স উইংয়ের একটি দল ফাগওয়ারা থেকে ওই গাড়িটিকে ধাওয়া করেছিল ৷ সন্দেহভাজনরা গাড়িতে তিন থেকে চারজন ছিল বলে মনে করা হচ্ছে ৷ তারা মারনায়ান গ্রামের গুরুদ্বার ভাই চঞ্চল সিং-এর কাছে তাদের গাড়ি ফেলে পালিয়ে যায় ।

সন্দেহভাজনদের ধরতে রাস্তায় চেকপোস্ট এবং ব্যারিকেড লাগানো হয় ৷ পাশাপাশি মঙ্গলবার রাতে গ্রামে এবং আশেপাশে তল্লাশি অভিযান করা হয় । আর তার অংশ হিসাবেই ওইদিন গভীর রাতে পুলিশ সন্দেহভাজনদের ধরতে ঘরে ঘরে তল্লাশি অভিযান চালায় । অমৃতপাল তাঁর জেরা থেকে পালিয়ে যাওয়ার পরেই পঞ্জাব পুলিশ আরও বেশি সতর্কতা অবলম্বন করেছে ।

অমৃতপাল সিং এবং তাঁর খালিস্তানপন্থী 'ওয়ারিস পঞ্জাব দে' সংগঠনের সদস্যদের খোঁজে কয়েকদিন ধরেই জেলা জুড়ে নাকা তল্লাশি চালাচ্ছে পঞ্জাব পুলিশ ৷ 18 মার্চ থেকে পলাতক অমৃতপাল ৷ এরপর গাড়ি, চেহারা পরিবর্তন করে ঘুরে বেড়াচ্ছেন তিনি বলে পুলিশ সূত্রে খবর । অমৃতপাল সিং এবং তাঁর সহযোগীদের বিরুদ্ধে বিভিন্ন শ্রেণির মধ্যে বৈষম্য ছড়ানো, খুনের চেষ্টা, পুলিশ কর্মীদের উপর হামলা এবং সরকারি কর্মচারীদের আইনানুগ দায়িত্ব পালনে বাঁধা সৃষ্টির সঙ্গে সম্পর্কিত বেশ কয়েকটি ফৌজদারি মামলার রয়েছে ।

মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় সঙ্গী পাপলপ্রীত সিংয়ের সঙ্গে অমৃতপালের একটি নতুন ভিডিয়ো সামনে এসেছে ৷ যেখানে দেখা যাচ্ছে, খালিস্তানপন্থী শিখ প্রচারককে পাগড়ি ছাড়া, লম্বা চুল সমেত দেখা গিয়েছে ৷ দিল্লির একটি বাজারের সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে ওই ভিডিয়ো ৷ তবে দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে, ভিডিয়োটিতে দেখতে পাওয়া ব্যক্তিরা অমৃতপাল সিং এবং তাঁর সঙ্গী কিনা, তা তারা তদন্ত করে দেখছে ।

আরও পড়ুন:আধুনিক সাজপোশাক, লম্বা চুল; সানগ্লাস আর মাস্কে দিল্লির রাস্তায় ক্য়ামেরাবন্দি 'অমৃতপাল' !

ABOUT THE AUTHOR

...view details