পশ্চিমবঙ্গ

west bengal

Parliament Winter Session: ডিসেম্বরের প্রথম সপ্তাহে শুরু সংসদের শীতকালীন অধিবেশন

By

Published : Nov 12, 2022, 10:10 AM IST

Updated : Nov 12, 2022, 10:30 AM IST

ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে সংসদের শীতকালীন অধিবেশন শুরুর প্রস্তাব দেওয়া হয়েছে ৷ সংবাদ সংস্থা আইএএনএস-কে এমনটাই জানিয়েছে সংসদের একটি সূত্র ৷ তবে, চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সংসদ বিষয়ক মন্ত্রিসভার কমিটি (Cabinet Committee on Parliamentary Affairs) ৷

Parliament Winter Session Commence from December 1st Week in Old Building
Parliament Winter Session Commence from December 1st Week in Old Building

নয়াদিল্লি, 12 নভেম্বর: ডিসেম্বরের প্রথম সপ্তাহে সংসদের শীতকালীন অধিবেশন (Parliament Winter Session Commence from December 1st Week) শুরু হতে পারে ৷ চলবে ডিসেম্বরের শেষ পর্যন্ত ৷ সংবাদ সংস্থা আইএএনএস-কে এমনটাই জানিয়েছেন সংসদের একটি সূত্র ৷ জানা গিয়েছে, 7 ডিসেম্বর থেকে 29 ডিসেম্বর পর্যন্ত শীতকালীন অধিবেশন করার প্রস্তাব পেশ করা হয়েছে ৷ তবে, এ নিয়ে সংসদ বিষয়ক মন্ত্রিসভার কমিটি (Cabinet Committee on Parliamentary Affairs) চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ৷

প্রসঙ্গত, সাধারণভাবে সংসদের শীতকালীন অধিবেশন নভেম্বর মাসের তৃতীয় সপ্তাহে শুরু হয় ৷ কিন্তু, এ বছর তা পিছিয়ে ডিসেম্বর মাসে করা হচ্ছে ৷ সংসদের পুরনো ভবনেই এই শীতকালীন অধিবেশন বসবে ৷ যেখান থেকে নতুন নির্মীয়মাণ সংসদ ভবন ‘সেন্ট্রাল ভিস্তা’র (Central Vista) প্রতীকী উদ্বোধন করার পরিকল্পনা রয়েছে কেন্দ্রীয় সরকারের ৷ এই ‘সেন্ট্রাল ভিস্তা’ ভবন 1200 কোটি টাকা খরচ করে তৈরি করা হচ্ছে ৷ সংবাদ সংস্থা আইএএনএস-কে ওই সূত্র জানিয়েছে, নভেম্বর মাসের শেষে বা ডিসেম্বরের প্রথম সপ্তাহেই এই নতুন ভবনের প্রতীকী উদ্বোধন করা হতে পারে ৷ বলাইবাহুল্য এই প্রজেক্টের জন্য বারবার বিরোধীদের সমালোচনার মুখে পড়তে হয়েছে । তবু নিজেদের অবস্থান থেকে সরে আসেনি কেন্দ্রীয় সরকার ।

সূত্রের খবর, আগামী বছর ফেব্রুয়ারি মাসে বছরের প্রথম অধিবেশন বসবে ‘সেন্ট্রাল ভিস্তা’ ভবনে ৷ অর্থাৎ, 2023-24 এর বাজেট অধিবেশন দিয়েই ‘সেন্ট্রাল ভিস্তা’র যাত্রা শুরু হতে চলেছে ৷ তবে, হিমাচল প্রদেশ ও গুজরাত বিধানসভার নির্বাচনের কারণেই বছরের শেষ অধিবেশন পিছিয়ে দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে ৷ কারণ, নির্বাচন চলাকালীন জনহিতকর কোনও প্রকল্পের বিল পাশ বা আইন আনা নির্বাচনী বিধিভঙ্গ করতে পারে ৷ সেই কথা মাথায় রেখে সংসদের শীতকালীন অধিবেশন পিছিয়ে দেওয়া হয়েছে ৷ তাছাড়া বিভিন্ন দলের প্রথম সারির নেতারাও ব্যস্ত থাকবেন প্রচারে ।

আরও পড়ুন:রাষ্ট্রীয় প্রতীক আইন লঙ্ঘন করেনি নতুন ভাস্কর্য, 'সিংহ সংশোধনের' মামলা নাকচ সুপ্রিম কোর্টে

প্রসঙ্গত, আজ হিমাচল প্রদেশে নির্বাচন রয়েছে ৷ আগামী 1 ও 5 ডিসেম্বর দু’দফায় গুজরাত বিধানসভার ভোট ৷ 7 ডিসেম্বর দুই রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হবে ৷ ওইদিনই সংসদের দুই কক্ষ লোকসভা ও রাজ্যসভায় অধিবেশন শুরু করার প্রস্তাব পেশ করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা ৷

Last Updated : Nov 12, 2022, 10:30 AM IST

ABOUT THE AUTHOR

...view details