পশ্চিমবঙ্গ

west bengal

Tractor March Postponed: সংসদে ট্রাক্টর অভিযান স্থগিত রাখল সংযুক্ত কিষাণ মোর্চা

By

Published : Nov 27, 2021, 4:57 PM IST

Updated : Nov 27, 2021, 8:47 PM IST

সংযুক্ত কিষাণ মোর্চার বৈঠকে সংসদে ট্রাক্টর অভিযান আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হল (Farmer Tractor March Postponed) ৷ তবে, আগামী 4 ডিসেম্বর ফের একটি বৈঠক করে এই অভিযান নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে ৷

Parliament Tractor March Postponed
সংসদে ট্রাক্টর অভিযান স্থগিত রাখল সংযুক্ত কিষাণ মোর্চা

সোনিপত (হরিয়ানা), 27 নভেম্বর : হরিয়ানা-দিল্লি সিংঘু সীমানায় কৃষক আন্দোলনের ভূমিকা নিয়ে বৈঠক করল সংযুক্ত কিষাণ মোর্চা (samyukt Kisan Morcha meeting) ৷ সেই বৈঠকে আগামী 29 নভেম্বর ট্রাক্টর নিয়ে সংসদ অভিযানের পূর্ব নির্ধারিত কর্মসূচি স্থগিত (Farmer Tractor March Postponed) রাখার সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি ৷ আগামী 6 ডিসেম্বর পর্যন্ত এই সংসদ অভিযানকে মুলতবি রাখার সিদ্ধান্ত নিয়েছে সংগঠনের নেতৃত্ব ৷ এনিয়ে আগামী 4 ডিসেম্বর ফের সংযুক্ত কিষাণ মোর্চার পরবর্তী বৈঠক হবে ৷

আজকের বৈঠকের পর কৃষক নেতারা সাংবাদিক বৈঠক (farmers meeting at Singhu border) করে জানান, তাঁরা আন্দোলন করে জিতে গিয়েছেন ৷ আজ সরকারের তরফেও কয়েকটি তথ্য তাঁদের কাছে পাঠানো হয়েছে ৷ তবে, সংযুক্ত কিষাণ মোর্চার তরফে জানানো হয়েছে, যতক্ষণ তাদের সব দাবি মানা না হচ্ছে, ততক্ষণ এই লড়াই চলবে ৷ এর সঙ্গে 29 নভেম্বরের সংসদে ট্রাক্টর অভিযান আপাতত হবে না (Farmer Tractor March Postponed) ৷ তবে, নিজেদের বাকি দাবি দাওয়া নিয়ে এখনও অনড় সংযুক্ত কিষাণ মোর্চা ৷ তাঁরা জানিয়ে দিয়েছে, ন্যূনতম সহায়ক মূল্য আইনের দাবি, শহিদ কৃষকদের পরিবারকে আর্থিক সাহায্য়, দেশের সব কৃষকদের উপর থাকা মামলা প্রত্যাহার এবং লখিমপুর খেরির ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে কৃষকদের এই যৌথ মঞ্চ আন্দোলন চালিয়ে যাবে ৷ সেই সঙ্গে খড় এবং বিদ্যুৎ আইন প্রত্য়াহারের বিষয়টিও তুলে ধরেন কৃষক নেতারা ৷

সংসদে ট্রাক্টর অভিযান স্থগিত রাখল সংযুক্ত কিষাণ মোর্চা

আরও পড়ুন : Union Cabinet on Farm Laws Repeal : কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে গৃহীত হল কৃষি আইন বাতিলের প্রস্তাব

4 ডিসেম্বর ফের সিংঘু সীমানায় বৈঠকে বসবেন সংযুক্ত কিষাণ মোর্চার নেতারা ৷ সেই বৈঠকেই তাঁরা সংসদ অভিযান নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবেন ৷ তাঁদের দাবি, সরকারকে কৃষকদের অন্যান্য দাবি-দাওয়া নিয়ে আলোচনায় বসতে হবে ৷ তাঁরা বলেন, সরকার নিজেদের মতো ঘোষণা করে দিলেই হল না ৷ সম্মানের সঙ্গে সহমতের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ার কথা বলেন কৃষক নেতারা ৷ প্রসঙ্গত, গত 19 নভেম্বর প্রধানমন্ত্রী গুরুনানকের জন্মদিনে জাতীর উদ্দেশ্যে ভাষণে তিনটি বিতর্কিত কৃষি আইন প্রত্যাহারের কথা ঘোষণা (Farm laws withdrawal) করেন ৷

Last Updated : Nov 27, 2021, 8:47 PM IST

ABOUT THE AUTHOR

...view details