পশ্চিমবঙ্গ

west bengal

Man Arrested for Changing IMEI Number: ফোনের আইএমইআই নম্বর বদলের অভিযোগ, গুজরাত থেকে গ্রেফতার 1

By

Published : Feb 15, 2023, 4:14 PM IST

Updated : Feb 15, 2023, 8:09 PM IST

মোবাইল ফোনের আইএমইআই নম্বর বদল (Man Arrests for Changing IMEI Number) করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছেন আমেদাবাদ সাইবার ক্রাইম বিভাগের গোয়েন্দারা ৷ টোপ ফেলে প্রমাণ-সহ ওই মোবাইল দোকানের মালিককে গ্রেফতার করা হয়েছে ৷

Man Arrests for Changing IMEI Number ETV BHARAT
Man Arrests for Changing IMEI Number

আমেদাবাদ (গুজরাত), 15 ফেব্রুয়ারি: ইন্টারন্যাশনাল মোবাইল ইক্যুইপমেন্ট আইডেন্টিটি নম্বর বদল করার অভিযোগে আমেদাবাদ থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করলেন সাইবার ক্রাইম সেলের গোয়েন্দারা (One Arrests for Changing IMEI Number) ৷ অভিযোগ, একটি মোবাইল ফোনের দোকানের মালিক আইএমইআই নম্বর বদলে দেন ৷ সেই ঘটনায় মোবাইল দোকানের মালিককে গ্রেফতার করেছে আমেদাবাদ সাইবার সেলের আধিকারিকরা ৷ জানা গিয়েছে, গ্রেফতার হওয়ার মোবাইল দোকানের মালিকের নাম আব্দুল খালিদ ৷ কিন্তু, কেন এই কাজ করছিলেন আব্দুল খালিদ ? তা জানতে তদন্ত শুরু করেছে সাইবার ক্রাইমের গোয়েন্দারা ৷

আমেদাবাদ সাইবার ক্রাইম সেল সূত্রে জানানো হয়েছে, গোয়েন্দারা একটি গোপন সূত্র মারফত খবর পান আমেদাবাদের নেহরু নগর জংশনের কাছে জনপথ কমপ্লেক্সে 'মন্নত মোবাইল শপ'-এ আইএমইআই নম্বর বদল করা হয় ৷ বিষয়টি সম্পর্কে নিশ্চিত হতে, গোয়েন্দারা এক ব্যক্তিকে টোপ হিসেবে আব্দুল খালিদের দোকানে পাঠান একটি মোবাইল দিয়ে ৷ তাঁকে নির্দেশ দেওয়া হয়, আব্দুলকে ওই মোবাইলের আইএমইআই নম্বর বদলে দেওয়ার জন্য ৷

পুলিশের তরফে জানানো হয়েছে, ওই ব্যক্তি তাদের কথা মতো আব্দুলকে মোবাইল ফোনের আইএমইআই নম্বর বদলে দিতে বলেন ৷ আব্দুল তাঁকে জানান, আইএমইআই নম্বর বদলে দেওয়া যাবে ৷ কিন্তু, এর জন্য তাঁর 1400 টাকা লাগবে ৷ আইএমইআই বদল করার জন্য মোবাইল 2 দিন দোকানে রাখার কথা জানান আব্দুল ৷ সেই মতো, দু’দিন পর আব্দুলের দোকানে যান পুলিশের ওই টোপ ৷ গিয়ে মোবাইল হাতে নিয়ে দেখেন, আইএমইআই নম্বর সত্যিই বদলে দেওয়া হয়েছে ৷

আরও পড়ুন:মার্কিন মুলুকে প্রতারণা, এফবিআই’য়ের সাহায্যে 3 প্রতারককে গ্রেফতার লালবাজারের

এরপরেই ওই ব্যক্তি সাইবার ক্রাইম বিভাগের গোয়েন্দাদের খবর দেন ৷ তাঁরা জনপথ কমপ্লেক্সে ‘মন্নত মোবাইল শপ’ থেকে আব্দুল খালিদকে গ্রেফতার করে পুলিশ ৷ জেরায় আব্দুল জানিয়েছেন, আলটিমেট মাল্টি টুল বা ইউএমটি সফ্টওয়্যারের সাহায্যে নিজের কম্পিউটার থেকে আইএমইআই নম্বর বদল করতেন ৷

এই ঘটনায় ইটিভি ভারতকে আমেদাবাদ সাইবার ক্রাইম বিভাগের এসিপি জেএম যাদব জানিয়েছেন, ধৃতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি 420, 465, 468 এবং 471 ধারায় মামলা করা হয়েছে ৷ পাশাপাশি, ভারতীয় টেলিগ্রাম আইন 1985-র 25 নং ধারা যোগ করা হয়েছে আব্দুল খালিদের বিরুদ্ধে ৷ সেই সঙ্গে তাঁর ব্যবহার করা আলটিমেট মাল্টি টুল সফ্টওয়্যারটিও খতিয়ে দেখা হচ্ছে ৷ যা ব্যবহার করে চুরি করা ফোনের আইএমইআই নম্বর বদল করা হয়েছে কিনা ৷ এমনকি এর পিছনে সন্ত্রাসবাদীদের কোনও যোগ আছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে ৷

Last Updated : Feb 15, 2023, 8:09 PM IST

ABOUT THE AUTHOR

...view details