পশ্চিমবঙ্গ

west bengal

Shivling Thrown Away: ভক্তের এ কী কাণ্ড! মনের মতো পাত্রী না-পেয়ে শিবলিঙ্গ ছুড়ে শ্রীঘরে যুবক

By ETV Bharat Bangla Team

Published : Sep 5, 2023, 9:11 PM IST

নিমেষে উধাও ভক্তের ভক্তি! উত্তর প্রদেশের কৌশাম্বীতে এক যুবক মনের মতো পাত্রী পেতে শিবপুজো করত। আর মনের মতো পাত্রী না-পেয়ে মন্দির থেকে শিবলিঙ্গ ছুড়ে জঙ্গলে ফেলে দেয় ওই যুবক। এমনটা করে শ্রীঘরে যেতে হল শিবভক্তকে ৷

Throw Shivling
শিবলিঙ্গ ছুড়ে শ্রীঘরে যুবক

কৌশাম্বী (উত্তর প্রদেশ): ভগবান শিবের আরাধনা করেও মনের মতো পাত্রী না-পেয়ে মন্দিরের শিবলিঙ্গ ছুড়ে ফেলে দিলেন যুবক। মন্দির কর্তৃপক্ষ বিষয়টি জানতে পেরে পুলিশে খবর দেয় ৷ মন্দির কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে, পুলিশ খবর পেয়ে তদন্ত শুরু করে। পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেফতার করে শিবলিঙ্গ উদ্ধার করে পাশের এক জঙ্গল থেকে। পাশাপাশি অভিযুক্ত যুবকের বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নেওয়া হয়েছে ৷

  • মন্দিরের গর্ভগৃহ থেকে শিবলিঙ্গ উধাও

উত্তরপ্রদেশের কৌশাম্বী জেলা থেকে প্রায় 20 কিলোমিটার দূরে চিত্রকুট সড়কের কুমহিয়ানওয়া শহরের কাছে রয়েছে ভৈরব বাবার এক প্রাচীন মন্দির ৷ ওই গ্রামের বিজয় বাহাদুর যাদব এবং তাঁর স্ত্রী কিরণ দেবী এই মন্দিরটির দেখাশোনা করেন। অন্যান্য দিনের মতো বাড়ি থেকে মন্দিরে পুজো দিতে পৌঁছেছিলেন কিরণ। সেখানে গিয়ে তিনি দেখতে পান মন্দিরের গর্ভগৃহ থেকে শিবলিঙ্গটি হারিয়ে গিয়েছে। বিষয়টি তিনি সঙ্গে সঙ্গে তাঁর স্বামী বিজয় বাহাদুরকে জানান। শিবলিঙ্গ নিখোঁজ হওয়ার খবর পেয়ে মন্দিরে ভিড় জমান গ্রামবাসীরা। খবর পেয়ে পুলিশও ঘটনাস্থলে পৌঁছয়। গ্রামবাসীদের জিজ্ঞাসাবাদ করার পর পুলিশ গ্রামের যুবক ছোটুকে সন্দেহ করে। ছোটুকে গ্রেফতার করে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ ৷

  • বাঁশ ঝাড় থেকে উদ্ধার শিবলিঙ্গ

একগ্রামবাসী গুড্ডু সিং পুলিশকে জানিয়েছেন, ছোটু তাঁদের পাড়াতেই থাকে ৷ সে প্রায়ই মন্দিরে এসে পুজো করত। সে তার পছন্দের মেয়েকে বিয়ে করবে বলে প্রতিজ্ঞা করেছিল। আর তা পূরণ না-হলে মন্দিরের গর্ভগৃহ থেকে শিবলিঙ্গ তুলে ফেলে দিয়েছে সে ৷ ধৃত ছোটুর বাবা বাছি লাল তার ছেলেমেয়েদের নিয়ে ওই গ্রামেই থাকেন। যুবকের ছোট বোন উমা জানান, তাঁর ভাই চোর নয়। মন খারাপের কারণে এমন কাজ করেছে। পুলিশের জিজ্ঞাসাবাদে ছোটু জানায়, শিবলিঙ্গটি সে বাঁশের ঝাড়ে ফেলে দিয়েছিল। পুলিশ শিবলিঙ্গটি উদ্ধার করে মন্দিরে পুনরায় স্থাপন করেছে। পাশাপাশি ছোটুর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ ৷

আরও পড়ুন:ভূমিধসে বিপর্যস্ত সিমলা, শিব মন্দির দুর্ঘটনায় কমপক্ষে 13 জনের দেহ উদ্ধার

ABOUT THE AUTHOR

...view details