পশ্চিমবঙ্গ

west bengal

Traveling with Pet Dogs: ট্রেনে সারমেয় নিয়ে যাত্রা ? জেনে নিন এই নিয়মগুলি

By

Published : Mar 25, 2023, 9:58 PM IST

দূরপাল্লার ট্রেনে পোষ্ট সারমেয়কে নিয়ে সফরের (Traveling with Pet Dogs in Trains) ক্ষেত্রে নিয়ম আরও কঠোর করল ভারতীয় রেল (Indian Railways) ৷ কী সেগুলি ?

new rules by Indian Railways for traveling with pet dogs in trains
প্রতীকী ছবি

নিয়মাবলী

কলকাতা, 25 মার্চ: অনেকেই বাড়িতে পোষ্য রাখেন ৷ এক্ষেত্রে অধিকাংশেরই প্রথম পছন্দ হল কুকুর ৷ কিন্তু বাড়ি ছেড়ে দূরে কোথাও ঘুরতে যাওয়ার সময় হলে সেই প্রাণীটিকে ছেড়ে যেতে যেন মন চায় না ৷ অনেকে তাই প্রিয় সারমেয়কে নিয়েই পাড়ি দেন গন্তব্য়ে ৷ সেক্ষেত্রে ট্রেনে উঠলে বড়সড় গোলমাল বাঁধতে পারে ! তাই এবার থেকে পোষ্য কুকুর নিয়ে সফর করার ক্ষেত্রে বেশ কিছুটা কড়াকড়ি করল ভারতীয় রেল (Indian Railways) ৷ যদিও পোষ্যকে 'লাগেজ' হিসেবে গণ্য করে 'লাগেজ ভ্যান' অর্থাৎ 'লাগেজ কাম ব্রেক ভ্যান'-এ করে নিয়ে যাওয়ার সুবিধা রয়েছে ৷ সেক্ষেত্রে ট্রেন ম্যানেজার সেই পোষ্যর দেখভালে থাকেন ৷ কিন্তু, যাঁরা পোষ্যকে নিজের সঙ্গে নিয়েই সফর করতে চান, তাঁদের মানতে হবে একাধিক নিয়ম ৷ পাশাপাশি, পোষ্য কুকুর নিয়ে লোকাল ট্রেনে ওঠা যাবে না ৷

পোষ্য কুকুর নিয়ে দূরপাল্লার ট্রেনে সফর করার ক্ষেত্রে ভারতীয় রেল যে নয়া নিয়মগুলি চালু করেছে সেগুলি এবার একটু দেখে নেওয়া যাক:

1) প্রিমিয়াম এবং নন-প্রিমিয়াম, এই দুই ধরনের ট্রেনেই পোষ্য নিয়ে সফর করা যাবে ৷ তবে কেবলমাত্র শীততাপ নিয়ন্ত্রিত প্রথম শ্রেণিতেই সারমেয় নিয়ে ওঠা যাবে ৷ শুধু তাই নয় ৷ পোষ্যকে নিয়ে ট্রেনে উঠতে হলে একটি কূপের মধ্যে থাকা চারটি বার্থই 'বুক' করে নিতে হবে ৷ এক্ষেত্রেও 'লাগেজ' হিসাবে পোষ্যকে নিয়ে যাওয়ার ভাড়া দিতে হবে ৷ লুকিয়ে অন্য শ্রেণিতে পোষ্যকে নিয়ে সফর করলে দোষী যাত্রীর বিরুদ্ধে আইনানুগ কঠোর পদক্ষেপ করা হবে ৷

2) শীতাতপ নিয়ন্ত্রিত প্রথম শ্রেণিতে গোটা একটি কুপ ভাড়া করলেই যে বিষয়টি পুরোপুরি মিটে যাবে, এমনটা নয় ৷ কোনও সহযাত্রীর যদি এর জন্য কোনওরকম অসুবিধা হয়, এবং তিনি যদি এ নিয়ে অভিযোগ করেন, তাহলে সেই পোষ্যকে রেল গার্ডের ভ্যানে পাঠিয়ে দেওয়া হবে ৷ সেক্ষেত্রে পোষ্যের টিকিটের অর্থ ফেরত দেওয়া হবে না ৷

3) একজন যাত্রীর টিকিটে (PNR) একটি পোষ্যকে নিয়ে যাওয়া যাবে ৷

4) ট্রেন ছাড়ার অন্তত তিনঘণ্টা আগে পোষ্যকে লাগেজ অফিসে নিয়ে আসতে হবে ৷ সেখানে পোষ্য সম্পর্কে যাবতীয় তথ্য দিতে হবে ৷ পোষ্যের সমস্ত ধরনের টিকাকরণ করা থাকতে হবে এবং তার শংসাপত্র দেখাতে হবে ৷ পশু চিকিৎসকের 'ফিট সার্টিফিকেট' থাকতে হবে ৷ তাতে পোষ্যের 'ব্রিড', রং এবং লিঙ্গের উল্লেখ থাকতে হবে ৷

আরও পড়ুন:শহরে অনুষ্ঠিত হল পোষ্য দত্তক কর্মসূচি, উপস্থিত অভিনেতা অনিন্দ্য

সারমেয়কে যদি ব্রেক ভ্যানে নিয়ে যাওয়া হয়, সেক্ষেত্রেও একাধিক নিয়ম মানতে হবে ৷ এক্ষেত্রে পোষ্যের জন্য বরাদ্দ বাক্সে (ডগ বক্স) তাকে রাখতে হবে ৷ একটি বাক্সে একটিমাত্র পোষ্য সফর করতে পারবে ৷ যাত্রীর 'কনফার্মড' টিকিট থাকতে হবে ৷ সঙ্গে পোষ্যর পরিচয়পত্র থাকতে হবে ৷ এক্ষেত্রেও ট্রেন ছাড়াও অন্তত তিনঘণ্টা আগে পোষ্যকে লাগেজ অফিসে নিয়ে আসতে হবে ৷ লাগেজ হিসাবে তার সফরের ভাড়ার টাকা জমা দিতে হবে ৷ পশু চিকিৎসকের 'ফিট সার্টিফিকেট' থাকতে হবে ৷ তাতে পোষ্যের 'ব্রিড', রং এবং লিঙ্গের উল্লেখ থাকতে হবে ৷ পোষ্যের জল ও খাবারের ব্যবস্থা যাত্রীকেই করতে হবে ৷

ABOUT THE AUTHOR

...view details