পশ্চিমবঙ্গ

west bengal

Sanjay Raut: শিবসেনা সাংসদ সঞ্জয় রাউতের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি আদালতের

By

Published : Jul 4, 2022, 5:12 PM IST

বিজেপি'র প্রাক্তন সাংসদ কিরিট সোমাইয়ার স্ত্রী মেধা সোমাইয়া সঞ্জয় রাউতের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছিলেন ৷ সেই মামলার প্রেক্ষিতে শিবসেনা সাংসদকে সোমবার হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিল শেওড়ি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ৷

warrant against Sanjay Raut
সঞ্জয় রাউতের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

মুম্বই, 4 জুলাই: শিবসেনা সাংসদ সঞ্জয় রাউতের বিরুদ্ধে সোমবার জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করল মুম্বইয়ের একটি আদালত ৷ জানা গিয়েছে, বিজেপি'র প্রাক্তন সাংসদ কিরিট সোমাইয়ার স্ত্রী মেধা সোমাইয়া সঞ্জয় রাউতের (Shiv Sena MP Sanjay Raut) বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছিলেন ৷ সেই মামলার প্রেক্ষিতে শিবসেনা সাংসদকে সোমবার হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিল শেওড়ি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ৷ কিন্তু সেই নির্দেশ অমান্য করায় সঞ্জয় রাউতের বিরুদ্ধে এই গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে (Mumbai court issues bailable warrant against Shiv Sena MP Sanjay Raut in defamation case) ৷

এই প্রসঙ্গে মেধা সোমাইয়ার আইনজীবী জানিয়েছেন, আদালত সঞ্জয় রাউতের বিরুদ্ধে জামিনযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ৷ মামলার পরবর্তী শুনানি 18 জুলাই ৷

আরও পড়ুন:164 বিধায়কের সমর্থনে মহারাষ্ট্রের আস্থা ভোটে জয় মুখ্যমন্ত্রী একনাথের

আদালত এদিন সঞ্জয়ের বিরুদ্ধে নির্দেশ দেওয়ার সময় জানায়, প্রাথমিক তথ্য প্রমাণে এটা মনে হয়েছে শিবসেনা সাংসদের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা আছে, তাঁর মন্তব্য আবেদনকারীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে ৷ উল্লেখ্য, মাত্র কয়েকদিন আগেই মহারাষ্ট্রে পতন হয়েছে শিবসেনা-এনসিপি-কংগ্রেস জোট সরকারের ৷ এদিনই বিধানসভায় নিজের পক্ষে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করেছেন মহারাষ্ট্রের নয়া মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ৷ তাঁর সরকারকে সমর্থন জানাচ্ছে বিজেপি ৷

ABOUT THE AUTHOR

...view details