পশ্চিমবঙ্গ

west bengal

Margadarsi Chit Fund: 'অসৎ উদ্দেশ্য নিয়ে হেনস্তা করা হচ্ছে', উপভোক্তাদের আশ্বস্ত করে বিবৃতি মার্গদর্শী চিট ফান্ডের

By

Published : Jul 11, 2023, 10:47 PM IST

রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার সমস্ত নির্দেশিকা যথাযথভাবে রক্ষা করেই চলছে মার্গদর্শী চিট ফান্ড প্রাইভেট লিমিটেড ৷ আর্থিক জালিয়াতির অভিযোগের পরিপ্রেক্ষিতে উপভোক্তাদের আশ্বস্ত করে মঙ্গলবার একটি বিবৃতি জারি করা হয়েছে চিটফান্ড সংস্থার পক্ষ থেকে ৷

Etv Bharat
উপভোক্তাদের আশ্বস্ত করে বিবৃতি মার্গদর্শী চিট ফান্ডের

হায়দরাবাদ, 11 জুলাই: সংস্থার তরফে আয়করে কোনওরকম ফাঁকি দেওয়া হয়নি এবং রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার সমস্ত নির্দেশিকা যথাযথভাবে রক্ষা করেই চলছে মার্গদর্শী চিট ফান্ড প্রাইভেট লিমিটেড ৷ উপভোক্তাদের এই মর্মে আশ্বস্ত করে মঙ্গলবার একটি বিবৃতি জারি করা হয়েছে চিট ফান্ড সংস্থার পক্ষ থেকে ৷ সংস্থার প্রতি আস্থা রাখার জন্য উপভোক্তাদের ধন্যবাদও জানানো হয়েছে সংস্থার তরফে ৷

এখানেই শেষ নয় ৷ সংস্থার তরফে কড়া নিন্দা করা হয়েছে অন্ধ্রপ্রদেশ সিআইডি'র ৷ আর্থিক তছরুপের নামে তদন্তকারী সংস্থার তরফে মার্গদর্শী চিট ফান্ড সংস্থার উপভোক্তাদের নোটিশ পাঠিয়ে হেনস্তা করা হচ্ছে বলে অভিযোগ এবং সিআইডি'র তরফে চিট ফান্ড সংস্থাটিকে ভুঁইফোড় বলে দাবি করা হচ্ছে ৷ চিট ফান্ড সংস্থার তরফে একটি অফিসিয়াল বিবৃতিতে বলা হয়েছে, "চিট ফান্ড ব্যবসার জন্য নির্ধারিত নিয়ন্ত্রক কাঠামোর মধ্যে থেকেই সংস্থা খুব বিচক্ষণতার সঙ্গে তার ব্যবসা পরিচালনা করছে। আমাদের আর্থিক শৃঙ্খলাই আমাদের শক্তি এবং আমরা নিয়ম লঙ্ঘনের কোনও অবকাশই সেখানে নেই ৷"

অভিযোগ, পরিকল্পিত উদ্দেশ্য নিয়েই অন্ধ্রপ্রদেশ সিআইডি মার্গদর্শী চিট ফান্ড সংস্থার ব্যবসায় ক্ষতি করতে চাইছে ৷ চিট ফান্ড সংস্থার তরফে বিবৃতিতে আরও বলা হয়েছে, "চিটের সদস্য হিসেবে নিশ্চিত করার পরেও আমাদের সমস্ত গ্রাহকদের ব্যক্তিগত বিবরণ চেয়ে আতঙ্ক তৈরি করা হচ্ছে এবং হয়রানি করা হচ্ছে, অন্ধ্রপ্রদেশ সিআইডি অসৎ উদ্দেশ্য নিয়ে মার্গদর্শীর ব্যবসা এবং কাস্টমার নেটওয়ার্ককে ক্ষতিগ্রস্ত করতে তৎপর হয়েছে।"

আরও পড়ুন:মার্গদর্শী চিটফান্ডের ছ'দশক পার, নতুন উচ্চতা ছুঁতে বদ্ধপরিকর রামোজি রাও

প্রসঙ্গত, মার্গদর্শী চিট ফান্ড সংস্থা বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ এনে সম্প্রতি তদন্ত শুরু করছে অন্ধ্রপ্রদেশ সিআইডি ৷ সংস্থার আনা সেই সমস্ত অভিযোগ নস্যাৎ করেই মঙ্গলবার এই বিবৃতি জারি করে সংস্থা ৷ সংশ্লিষ্ট বিবৃতিতে বলা হয়েছে, "আমরা আবারও উপভোক্তাদের আশ্বস্ত করছি যে মার্গদর্শী 1982 চিট ফান্ড অ্যাক্টের কোনও নিয়ম লঙ্ঘন করেনি ৷" সংস্থা আরও জানিয়েছে, আয়কর আইন এবং অন্যান্য সমস্ত আইন যেমন প্রযোজ্য হয় মার্গদর্শী নিয়মিতভাবে সেগুলি মূল্যায়ণ করে ৷ যাতে আইনের সমস্ত বিষয়গুলি নিশ্চিত হয় ৷

ABOUT THE AUTHOR

...view details