পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

75 Years of Independence দেশ বদলে দিয়েছিল যে সব সিদ্ধান্ত, স্বাধীনতার হীরক জয়ন্তীতে ফিরে দেখা একনজরে

কোনও দেশের সরকার ভালো হবে না খারাপ, তা নির্ভর করে সরকারের গৃহিত সিদ্ধান্তের উপর ৷ গত 75 বছরে এরকমই নানা সিদ্ধান্ত নেওয়া হয়েছে (Nation building in last 75 years) ৷ একনজরে ফিরে দেখা কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ৷

Etv Bharat
Etv Bharat

By

Published : Aug 14, 2022, 6:50 PM IST

Updated : Aug 15, 2022, 6:25 AM IST

কলকাতা,14 অগস্ট: একটি ভূখণ্ড বা কয়েকটি জনপদ কীভাবে দেশ হয়ে ওঠে? এ প্রশ্নের উত্তর এক বাক্যে দেওয়া সহজ নয় ৷ ভারতের মতো বহু ভাষাভাষীর দেশে এই প্রশ্নটি আরও বড় হয়ে দাঁড়ায় ৷ একটি বিশাল জনভূমি এবং তার থেকেও বড় তার জনমানসের দাবি-দাওয়া, পাওয়া-না পাওয়া, আশা-আকাঙ্খা নিয়ে গড়ে ওঠে দেশ ৷ প্রত্যেকের কাছেই তার দেশ স্বর্গের থেকেও সুন্দর ৷

ফরাসি দার্শনিক জসেফ দে মায়েস্ট্রে বলেছিলেন, একটি দেশের মানুষ যেমন, তার সরকারও তেমন (People deserves government) ৷ আর সরকার ভালো বা মন্দ হয় তার গৃহিত নীতি এবং সিদ্ধান্তের জন্যই ৷ স্বাধীনতার 75 (75th year of independence ) বছরে পা দেওয়া ভারতবর্ষে গৃহিত হয়েছে এমনই কিছু যুগান্তকারী সিদ্ধান্ত (Game changing moves) ৷ একনজরে দেখে নেওয়া যাক তার কয়েকটি ৷

ব্রিটিশরা দেশ ছেড়ে যাওয়ার সময় ভারত বলতে ছিল 565টি ছোট ছোট রাজ্যের যোগফল ৷ তাদের আবার ভারতে সামিল না-হওয়ার স্বাধীনতাও ছিল ৷ তবে দু-একটি রাজ্য ছাড়া বাকিরা ভারতের সঙ্গে যুক্ত হয়েছে বিনা বাক্য ব্যয়ে ৷ জুনাগড় থেকে শুরু করে হায়দরাবাদের সমস্যা মেটানো গেলেও কাশ্মীরের গোলমাল আজও চলছে ৷ সেদিক থেকে দেখতে গেলে ভারত স্বাধীন হওয়ার সময়ে এই সমস্ত ছোট ছোট রাজ্যকে একত্রিত করতে পারার বিষয়টিই ছিল দেশের প্রথম সবচেয়ে বড় কাজ ৷ সেটা করেছিলেন সর্দার বল্লভ ভাই প্যাটেল আর ভি পি মেনন ৷ সর্দারকে দেশ চেনে 'লৌহপুরুষ' হিসেবে ৷ আর ভি পি মেনন প্রথমে ছিলেন উচ্চপদস্থ আমলা ৷

1951সালে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা (Five year plan) গৃহিত হয় ভারতবর্ষে ৷ দেশের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু সংসদে এই পরিকল্পনা পেশ করেন ৷ সেই থেকে দেশের বহু গুরুত্বপূর্ণ প্রকল্প রূপায়িত হয়ে এসেছে পঞ্চবার্ষিকী পরিকল্পনার মাধ্যমে ৷

1954সালে ভারত এবং চিনের মধ্যে পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয় ৷ ভারতের বিদেশনীতির অনেকটা জুড়েই রয়েছে চিন ৷ ছোটখাটো সংঘাত বা আক্রমণ প্রতি-আক্রমণ বাদ দিয়েও দু'দেশের মধ্যে পুরোদস্তুর যুদ্ধও হয়েছে ৷ তবে এই পঞ্চশীল চুক্তির লক্ষ্য ছিল ভারত এবং চিনের মধ্যে পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করা ৷ পাশাপাশি দু'টি দেশ কোনও অবস্থাতেই একে অপরকে আক্রমণ করবে না এমন কথাও বলা ছিল চুক্তিতে ৷ তবে শেষমেশ তা খুব একটা কাজে আসেনি ৷

1957সালে ভারতীয় টাকার বিভাজন (Dissimilation) হয় ৷ খুব সহজ করে বললে তারপর থেকেই আমরা জেনেছি 100 পয়সা মানে 1 টাকা, 16 আনা মানে 64 পয়সা ৷

আরও পড়ুন: স্বাধীন ভারতের কিছু গুরুত্বপূর্ণ আইন এবং সুপ্রিম রায়

1960সালে নতুন রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে মহারাষ্ট্র ৷ পূর্বতন বম্বে স্টেটকে ভেঙে তৈরি হয় এই নতুন রাজ্য ৷ এখন সেই রাজ্যের রাজধানী মুম্বই, দেশের বাণিজ্যিক রাজধানী ৷ শুধু তাই নয়, অর্থনীতিতে সামগ্রিকতার বিচারেও দেশকে পথ দেখায় মহারাষ্ট্র ৷ ওই বছর থেকেই শুরু হয় সবুজ বিপ্লব ৷ খাদ্যদ্রব্যে স্বনির্ভরতা আনতে এই বিপ্লবের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ ৷

1963সালটি ভারতের মহাকাশ অভিযানের পথচলার জন্য বিখ্যাত হয়ে থাকবে ৷ ওই বছরই তিরুঅনন্তপুরমের থুম্বা থেকে রকেট উৎক্ষেপণ করে ভারত ৷

1968সালে তিন শিক্ষার ক্ষেত্রে তিন ভাষার প্রক্রিয়া শুরু হয় ৷ ভারতীয় সংসদ এই প্রস্তাব গ্রহণ করে ৷ তা থেকেই পরবর্তী সময়ে তৈরি হয় দেশের জাতীয় শিক্ষানীতি ৷

1969সালে 14টি ব্যাংক জাতীয়করণ করেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধি ৷ তখনকার হিসেবে দেশের মোট মজুত অর্থের 85 শতাংশই থাকত ওই ব্যাংকগুলির হাতে ৷

1975সালের পর দেশের গণতান্ত্রিক রীতিনীতি বদলে যায় আজীবনের মতো ৷ সে বছর 25 জুন লাগু হয় জরুরি অবস্থা ৷ দেশের নিয়ন্ত্রণ চলে যায় সরকারের হাতে ৷ সংসদ বলে আর কিছুর অস্তিত্ব থাকে না ৷ 19 মাসের সেই অন্ধকার সময় আজও ভোলেনি দেশ ৷ এই সিদ্ধান্তই দেশের ক্ষমতা থেকে প্রথমবার সরিয়ে দেয় কংগ্রেসকে ৷ দলকে জেতাতে না-পারার পাশাপাশি নিজেও হেরে যান ইন্দিরা ৷

1979সালে তৈরি হয় মণ্ডল কমিশন ৷ বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী বি পি মণ্ডলের নেতৃত্বে তৈরি হয় এই কমিশন ৷ সামাজিক থেকে শুরু করে শিক্ষাক্ষেত্রে সংরক্ষণের প্রস্তাব করে এই কমিশন ৷

আরও পড়ুন: বিদ্রোহের লেখা থেকে স্বাদেশিকতার সুর, পরাধীন ভারতে আগুন ঝরেছিল যাঁদের কলমে

1989সালে অগ্নি 1-এর সফল উৎক্ষেপণ হয় ৷ ওই বছরের 22মে ওড়িশার চাঁদিপুর থেকে অগ্নি উৎক্ষেপণ করা হয় ৷

1991সালে অর্থনীতিতে উদারনীতিকে গ্রহণ করে ভারত ৷ বিশ্বের জন্য বাজার খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় নরসিমা রাওয়ের সরকার ৷ কেন্দ্রীয় অর্থমন্ত্রী হিসেবে সংসদে দাঁড়িয়ে একথা ঘোষণা করেন মনমোহন সিং ৷ পরবর্তী কালে দশ বছর তাঁর হাতেই ছিল দেশের শাসনভার ৷ গান্ধি পরিবারের বাইরে তিনিই প্রথম দশ বছর দেশ চালানো প্রধানমন্ত্রী ৷

1998সালে পারমাণবিক অস্ত্রের সফল পরীক্ষণ করে ভারত ৷ এর আগে 1974 সালেও একবার এই চেষ্টা করেন ইন্দিরা ৷ কিন্তু তিনি পারেননি ৷ শেষমেশ পেরেছিলেন অটলবিহারী বাজপেয়ী ৷ ভারতের ইতিহাসে অন্যতম বড় সিদ্ধান্ত ছিল এটি ৷

2005সালের 7 সেপ্টেম্বর শুরু হয় মনরেগা প্রকল্প ৷ গ্রামীণ ভারতের অর্থনীতিতে এই একশো দিনের কাজ খুবই তাৎপর্যপূর্ণ একটি বিষয় ৷

2010সালটি ভারতীয় শিক্ষাব্যবস্থার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ৷ ওই বছরই শিক্ষার অধিকার মৌলিক অধিকার হিসেবে চিহ্নিত হয় ৷

2015সালে পরিকল্পনা কমিশনের অবলুপ্তি ঘটিয়ে নীতি আয়োগ তৈরি হয় ৷ কেন্দ্র-রাজ্য সম্পর্কের ক্ষেত্রে এই নতুন আয়োগের ভূমিকা বিরাট ৷

2016সালের 8 নভেম্বর দিনটি বহুদিন মনে রাখবে দেশ ৷ ঠিক রাত 8টায় জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি জানান, ওই রাত থেকেই বাতিল হয়ে যাবে পুরনো 500 এবং 1 হাজার টাকার নোট ৷

আরও পড়ুন: স্বাধীনতার হীরকজয়ন্তী উদযাপনে সামিল হয়েছে দুবাই, ভিডিয়ো শেয়ার প্রধানমন্ত্রীর

2017সালে জিএসটি লাগু করে সরকার ৷ কর কাঠমোর এই বিপুল বদল ভারতীয় অর্থনীতির ইতিহাসে অন্যতম বড় সংস্কার ৷

2020সালের মার্চ মাসে দেশে সম্পূর্ণ লকডাউনের ঘোষণা করে মোদি সরকার ৷ করোনা অতিমারি নিয়ন্ত্রণের ক্ষেত্রে প্রথম দিকে সরকারি গাফিলতিতে কাঠগড়ায় তুলছিল বিরোধীরা ৷ তারই মধ্যে এই সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় সরকার ৷

এছাড়াও 1955 সালে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তৈরি হয় ৷ 1959 সালে দলাই লামাকে রাজনৈতিক আশ্রয় দেওয়া হয় ৷ 1961 সালে পর্তুগিজদের দখলমুক্ত হয় গোয়া ৷ 1962 সালে ভারত এবং চিনের মধ্যে যুদ্ধও দেখেছে দেশ ৷ 1965 সালের যুদ্ধে পাকিস্তানকে হারায় ভারত ৷ 1967 সালে নাথু লা এবং চাউ লাতে ভারত এবং চিনের মধ্যে সংঘর্ষ হয় ৷ 1969 সালে পথ চলা শুরু করে ইসরো ৷ 1971 সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে তৈরি হয় নতুন দেশ বাংলাদেশ ৷ পরের বছর ভারত এবং পাকিস্তানের মধ্যে সিমলা চুক্তি স্বাক্ষরিত হয় ৷ 1973 সালে মাইসোরের নতুন নাম হয় কর্নাটক ৷ 1984 সালে একমাত্র ভারতীয় হিসেবে মহাকাশে যান রাকেশ শর্মা ৷ 7 দিন 21 ঘণ্টা 40 মিনিট মহাকাশে থাকেন বায়ুসেনার পাইলট ৷ 1999 সালে শুরু হয় কার্গিল যুদ্ধ ৷ 2008 সালে যাত্রা শুরু করে চন্দ্রযান 1 ৷ 2013 সালে ভারতের মঙ্গল অভিযান শুরু হয় ৷ এর পাশাপাশি আধার কার্ড চালুর কথাও বলতে হয় ৷ দীর্ঘ কয়েক বছরের প্রক্রিয়ার পর চালু হয় আধার কার্ড ৷ 2008 সালে মুম্বই হামলার পর দ্রুততার সঙ্গে শেষ হয় দেশবাসীর কাছে আধার কার্ড পৌছে দেওয়ার প্রক্রিয়া ৷

Last Updated : Aug 15, 2022, 6:25 AM IST

ABOUT THE AUTHOR

...view details