পশ্চিমবঙ্গ

west bengal

LIC Death Claims করোনায় মৃত্যুর সংখ্যা হ্রাসেই কমেছে টাকা তোলার আবেদন, দাবি এলআইসি কর্তৃপক্ষের

By

Published : Aug 21, 2022, 2:14 PM IST

ভারতে জীবন বিমা নিগম (Life Insurance Corporation) বা এলআইসিতে (LIC) ডেথ ক্লেইমের (Death Claims) ঘটনা কমেছে প্রায় 20 শতাংশ ৷ করোনার প্রকোপে মৃত্যুর ঘটনা (Covid Death) হ্রাস পাওয়াতেই এই বদল বলে দাবি কর্তৃপক্ষের ৷

LIC official says 20 per cent decline in death claims indicates COVID impact ebbs
LIC Death Claims করোনায় মৃত্যুর সংখ্যা হ্রাসেই কমেছে টাকা তোলার আবেদন, দাবি এলআইসি কর্তৃপক্ষের

নয়াদিল্লি, 21 অগস্ট: ভারতে করোনার প্রকোপে মৃত্যুর ঘটনা (Covid Death) কমছে ৷ এমনটাই মনে করছে জীবন বিমা নিগম (Life Insurance Corporation) বা এলআইসি (LIC) কর্তৃপক্ষ ৷ তাদের হাতে আসা তথ্য বলছে, চলতি আর্থিক বছরের (2022-23) প্রথম ত্রৈমাসিকে মৃত্যুর জেরে বিমার টাকা দাবি করার (Death Claims) ঘটনা কমেছে প্রায় 20 শতাংশ ৷ তবে, 2020 সালের আগের সময়ের সঙ্গে তুলনা করলে মৃত্যুর জেরে বিমার টাকা দাবি করার সংখ্যা এখনও অনেকটাই বেশি ৷

এলআইসি সূত্রে জানা গিয়েছে, গত অর্থবর্ষে (2021-22) প্রথম ত্রৈমাসিকের শেষ পর্যন্ত (জুন, 2021) মৃত্যুর জেরে তোলা বিমার টাকার পরিমাণ ছিল 7 হাজার 111 কোটি টাকা ৷ এবছর ওই একই সময়ের মধ্যে অঙ্কটা কমে হয় 5 হাজার 743 কোটি টাকা ৷ এই তথ্য পেশ করেছেন এলআইসি-এর চেয়ারম্যান এম আর কুমার ৷ এরই প্রেক্ষিতে কুমার বলেন, "এটি একটি বড়সড় হ্রাস ৷ করোনার প্রভাব যে দেশে কমছে, এই পরিসংখ্য়ান থেকেই তা স্পষ্ট ৷" গত বছরের প্রথম তিনমাস এবং চলতি বছরের প্রথম তিনমাসের মধ্যে যে পার্থক্য ধরা পড়েছে, তা থেকেই পরিস্থিতি সম্পর্কে একটি সম্যক ধারণা পাওয়া যাচ্ছে বলে মনে করেন কুমার ৷

আরও পড়ুন:Corona Update in India দৈনিক সংক্রমণ কমে 11 হাজারের ঘরে, সামান্য কমল মৃত্যুও

সংশ্লিষ্ট একটি বিশ্লেষক সংস্থার কার্যনির্বাহী নির্দেশক দীনেশ পন্থ জানিয়েছেন, অতিমারির আগে পর্যন্ত মৃত্যুর জেরে বিমার টাকা দাবি করার (Death Claims) ঘটনায় খুব বেশি হেরফের হত না ৷ কিন্তু, করোনাকালে (গত 2 বছরে) ছবিটা একেবারে বদলে যায় ৷ হঠাৎই এই ধরনের 'ক্লেইম'-এর পরিমাণ বাড়তে থাকে ৷ কিন্তু, এখন পরিস্থিতি ধীর ধীরে স্বাভাবিকের দিকে যাচ্ছে ৷

ওই আধিকারিকের কথায়, "আমরা বর্তমান ত্রৈমাসিকের দিকে নজর রেখেছি ৷ এই ত্রৈমাসিকটি শেষ হবে চলতি বছরের সপ্টেম্বর মাসে ৷ আমাদের মনে হয়, পরিস্থিতি আরও কিছুটা স্বাভাবিক হওয়ার দিকে এগিয়ে যাবে ৷ তবে, এখনও পর্যন্ত আমরা 2020 সালের আগের অবস্থায় ফিরে যেতে পারিনি ৷ তা সত্ত্বেও অবস্থার যে উন্নতি হয়েছে, সেটাই ভালো খবর ৷ তবে, এটাও ঠিক যে এমন কিছু ঘটনা ঘটেছে, যেগুলো সম্পর্কে এখনও কোনও রিপোর্ট করা হয়নি ৷" ওই আধিকারিক মনে করেন, করোনার প্রাণঘাতী প্রকোপ আগের তুলনায় অনেকটাই কমেছে ৷ সংগৃহীত তথ্যই এর প্রমাণ ৷ দীনেশ পন্থের বক্তব্য, নতুন করে করোনা পরিস্থিতির অবনতি না হলে আগামী বছরের মধ্যেই অতিমারির আগের অবস্থা ফিরে আসবে ৷

ABOUT THE AUTHOR

...view details