পশ্চিমবঙ্গ

west bengal

ফের দেশে তেজি কোভিড গ্রাফ, নতুন করে আক্রান্ত 743; মৃত 7

By ETV Bharat Bangla Team

Published : Dec 30, 2023, 3:37 PM IST

Covid Cases in India: দিনে দিনে ফের বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৷ নতুন করে 743 জন ভারতে কোভিডের নয়া সাব-ভেরিয়েন্টে গত 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৷ মৃত্যু হয়েছে সাতজনের ৷

Covid
কোভিড

নয়াদিল্লি, 30 ডিসেম্বর:বছর শেষের আগে দেশে ফের ঊর্ধ্বমুখী কোভিড গ্রাফ ৷ ভারতে গত 24 ঘণ্টায় করোনা ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন 743 জন । করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে সাতজনের ৷ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুসারে, "সাতটি বেড়ে দেশে মোট সক্রিয় কোভিড রোগীর সংখ্যা বর্তমানে 3 হাজার 997-এ পৌঁছেছে । গত 24 ঘণ্টায় কেরলে তিনজন, কর্ণাটকে দুজন এবং ছত্তিশগড় ও তামিলনাড়ুতে একজনের মৃত্যু হয়েছে । এর সঙ্গে 2020 সালের জানুয়ারিতে কোভিডের প্রাদুর্ভাবের পর থেকে ভারতে মোট আক্রান্তের সংখ্যা 4 কোটি 50 লক্ষ 12 হাজার 484 জন ৷ গত 24 ঘণ্টায় নতুন করে 743 জন কোভিডে আক্রান্ত ৷"

গত 24 ঘণ্টায় সাতজনের মৃত্যুর পর ভারতে কোভিডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 5 লক্ষ 33 হাজার 358 । ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের অফিসিয়াল রিপোর্ট অনুসারে, 29 ডিসেম্বর 2023 তারিখে 41 হাজার 797টি কোভিড পরীক্ষা করা হয়েছিল দেশে । 28 ডিসেম্বর পর্যন্ত কোভিডের সাব-ভেরিয়েন্ট জেএন.1-এ মোট 145 জন আক্রান্ত হয়েছেন । কোভিড পরীক্ষার জন্য এই নমুনাগুলি এ বছরের 18 ডিসেম্বর থেকে 21 ডিসেম্বরের মধ্যে সংগ্রহ করা হয়েছিল ৷ এমনটাই সরকারি সূত্র এএনআইকে জানিয়েছে ।

জেএন.1 সাব-ভেরিয়েন্টটি বিএ.2.86 বা পিরোলা নামে পরিচিত ওমিক্রন সাব-ভেরিয়েন্টের একটি বংশ । কোভিডের জেএন.1 সাব-ভেরিয়েন্টে প্রথম আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছিল কেরলে ৷ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সম্প্রতি জানিয়েছে, জেএন.1 সাব-ভেরিয়েন্টের মূল বংশ বিএ.2.86 থেকে আলাদা । হুয়ের মতে, অন্যান্য ভেরিয়েন্টের থেকে জেএন.1 আক্রান্তদের ঝুঁকি অনেক কম । (সংবাদ সংস্থা- এএনআই)

আরও পড়ুন:

  1. কোভিডের বাড়বাড়ন্তে 7 দিনের আইসোলেশন বাধ্যতামূলক, নির্দেশিকা জারি করল স্বাস্থ্য দফতর
  2. কোভিড টিকার প্রভাবে কি বাড়ছে হৃদরোগে মৃত্যু? বিশেষজ্ঞের মত জানুন
  3. হৃদরোগে আক্রান্ত হয়ে বৃদ্ধের মৃত্যু, রিপোর্টে কোভিড পজিটিভ

ABOUT THE AUTHOR

...view details