পশ্চিমবঙ্গ

west bengal

Thomas Cup : থমাস কাপে ইতিহাস, সোনা জিতল ভারত

By

Published : May 15, 2022, 3:30 PM IST

Updated : May 15, 2022, 7:42 PM IST

থমাস কাপে ইতিহাস গড়ল ভারত ৷ প্রথমবার সোনা এল দেশে (India win gold in Thomas Cup) ৷

Thomas Cup News
থমাস কাপে ইতিহাস

ব্যাংকক, 15 মে : 73 বছরে প্রথমবার ৷ পুরুষদের ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপে (দলগত) সোনা জিতল ভারত ৷ যার পোশাকি নাম 'থমাস কাপ ' (India win Thomas Cup) ৷ 14 বারের চ্যাম্পিয়ন ইন্দোনেশিয়াকে ফাইনালে ‘উড়িয়ে’ দিয়ে ইতিহাস গড়লেন এইচ এস প্রণয়, সাত্বিকসাইরাজ, কিদাম্বি শ্রীকান্তরা ৷

ফাইনালে তৃতীয় ম্যাচে বিশ্বের 8 নম্বর জোনাথন খ্রিস্টিকে হারিয়ে দেশকে ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী রাখলেন কিদাম্বি শ্রীকান্ত ৷ ইতিহাস গড়তে মূল্যবান অবদান রাখলেন লক্ষ্য সেন এবং সাত্বিকসাইরাজ রানকিরেড্ডি/চিরাগ শেট্টি জুটি ৷ ইতিহাস গড়ার ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রাক্তন ক্রীড়ামন্ত্রী কিরেণ রিজিজু ৷

গ্যালারি থেকে ক্রমাগত ভেসে আসছিল ‘ভারত মাতা কী জয়’ চিৎকার ৷ যা ভারতীয় শাটলারদের অ্যাড্রিনালিন ক্ষরণ কার্যত দ্বিগুণ করে দিয়েছিল ৷ যার ফলে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিরুদ্ধে দাপট দেখালেন লক্ষ্য, শ্রীকান্তরা ৷ এদিন প্রথম ম্যাচে চাপে পড়ে গিয়েছিলেন লক্ষ্য সেন ৷ প্রথম গেমে 21-8 ব্যবধানে উত্তরাখণ্ডি শাটলারকে উড়িয়ে দেন জিনটিং ৷ বিমল কুমারের পরামর্শ নিয়ে সেখান থেকে ম্যাচে ফেরেন লক্ষ্য ৷ দ্বিতীয় গেম জেতেন 21-17 তে ৷ 21-16 পয়েন্টে শেষ গেম জিতে ভারতকে 1-0 এগিয়ে দেন তিনি ৷

দ্বিতীয় ম্যাচে মহম্মদ এহসান-কেভিন সুকামুলজো জুটির সামনে পড়েছিলেন সাত্বিকসাইরাজ রানকিরেড্ডি-চিরাগ শেট্টি ৷ 21-18 পয়েন্টে প্রথম গেম হেরে যান ভারতীয় জুটি ৷ 23-21 পয়েন্টে দ্বিতীয় গেম জিতে ম্যাচে ফেরেন সাত্বিকসাইরাজ-চিরাগ ৷ ভারতীয় শাটলাররা তৃতীয় গেম জেতেন 21-19 ব্যবধানে ৷

আরও পড়ুন : এশীয় ব্যাডমিন্টনে শেষ সিন্ধু গর্জন, ব্রোঞ্জ নিয়ে ফিরছেন হায়দরাবাদি

তৃতীয় ম্যাচে ইতিহাস গড়েন কিদাম্বি শ্রীকান্ত ৷ ভারতীয় তারকা চলতি টুর্নামেন্টে একটি গেমও হারেননি ৷ ফাইনালেও সেই দাপটই বজায় রাখলেন ৷ স্ট্রেট সেটে (21-15, 23-21) ম্যাচ জেতায় ইতিহাসে নাম তুলল ভারত ৷

Last Updated :May 15, 2022, 7:42 PM IST

ABOUT THE AUTHOR

...view details