পশ্চিমবঙ্গ

west bengal

Amit Shah on 'INDIA' Alliance: সনাতন ধর্মকে অপমান করছে 'ইন্ডিয়া', অভিযোগ শাহের

By ETV Bharat Bangla Team

Published : Sep 3, 2023, 4:47 PM IST

Updated : Sep 3, 2023, 10:57 PM IST

রাজস্থান বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে বিজেপির 'পরিবর্তন সংকল্প যাত্রা' উদ্বোধনের পর বক্তব্য রাখতে গিয়ে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের পাশাপাশি 'ইন্ডিয়া' জোটকেও তীব্র নিশানা করেন অমিত শাহ। একই সঙ্গে, রাজ্যে গেহলট সরকারের পতন নিশ্চিত বলেও জানান শাহ ৷

Etv Bharat
অমিত শাহ

দুঙ্গারপুর (রাজস্থান), 3 অগস্ট:বিরোধী 'ইন্ডিয়া' জোটের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ রবিবার কটাক্ষ করে তিনি অভিযোগ করেন, 'ইন্ডিয়া' জোট 'সনাতন ধর্ম'কে অপমান করেছে।

রাজস্থান বিধানসভা নির্বাচনের আগে এখানে বিজেপির 'পরিবর্তন সংকল্প যাত্রা' উদ্বোধনের পর বক্তব্য রাখেন অমিত শাহ ৷ সেখান থেকেই একদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী অশোক গেহলটকে যেমন নিশানা করেছেন, তেমনই বিরোধী জোটকেও এদিন একহাত নিয়েছেন শাহ ৷ এদিন অমিত শাহ বলেন, "গত দুই দিন ধরে 'ইন্ডিয়া' জোট 'সনাতন ধর্ম'কে অপমান করে চলেছে। ডিএমকে এবং কংগ্রেসের নেতারা শুধু ভোট ব্যাঙ্কের রাজনীতির জন্য 'সনাতন ধর্ম' শেষ করার কথা বলছেন।" কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, "এই প্রথমবার নয় যে, তারা আমাদের 'সনাতন ধর্ম'কে অপমান করেছে। এর আগে, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংও বলেছিলেন যে, বাজেটের প্রথম অধিকার সংখ্যালঘুদের ৷ কিন্তু আমরা বলি প্রথম অধিকার দরিদ্র, আদিবাসী, দলিত এবং পিছিয়ে পড়াদের জন্য ৷"

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাহুল গান্ধীকে সন্ত্রাসী সংগঠন 'লস্কর-ই-তৈয়বার' সঙ্গে হিন্দু সংগঠনগুলির তুলনা করার জন্যও এদিন চরম আক্রমণ করেছেন। তাঁর কথায়, "এখন কংগ্রেস বলছে যে, নরেন্দ্র মোদি জিতে গেলে, সনাতন শাসন করবে। রাহুল গান্ধি বলেছিলেন যে, হিন্দু সংগঠনগুলি লস্কর-ই-তৈয়বার চেয়ে বেশি বিপজ্জনক। রাহুল গান্ধি হিন্দু সংগঠনগুলিকে লস্কর-ই-তৈয়বার সঙ্গেও তুলনা করেছেন।" অমিত শাহ এদিন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটকেও নিশানা করেছেন ৷ লাল ডায়েরি'র প্রসঙ্গে টেনে তিনি বলেন, "এতে খনি, কালিসিন্ধ, শিক্ষকদের কেলেঙ্কারির বিবরণ রয়েছে ৷"

আরও পড়ুন: আমাদের দৃষ্টিভঙ্গিকে বিশ্বের ভবিষ্যতের রোডম্যাপ হিসেবে দেখা হচ্ছে: জি20-র আগে বড় সাক্ষাৎকার মোদির

রাজস্থানে বিজেপি পরবর্তী সরকার গঠন করবে বলে চূড়ান্ত আত্মবিশ্বাসী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, "আজ পরিবর্তন যাত্রার দ্বিতীয় 'যাত্রার' আয়োজন করা হচ্ছে। বিজেপির এই যাত্রা 19 দিন ধরে প্রায় দুই হাজার 500 কিলোমিটার পথ অতিক্রম করবে ৷ 52টি বিধানসভা কেন্দ্রের সঙ্গে এই যাত্রা যোগাযোগ করবে। এই 'পরিবর্তন যাত্রা' শেষ হলে অশোক গেহলট সরকার অপসারিত হবে ৷"

Last Updated : Sep 3, 2023, 10:57 PM IST

ABOUT THE AUTHOR

...view details