পশ্চিমবঙ্গ

west bengal

New Bill to Overhaul Criminal Laws: বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে সহবাস অপরাধ হিসেবে গণ্য হবে, জানালেন শাহ

By

Published : Aug 11, 2023, 10:17 PM IST

Updated : Aug 12, 2023, 3:19 PM IST

ইন্ডিয়ান পিনাল কোডের বদলে ভারতীয় ন্যায় সংহিতা বিল আনতে উদ্যোগী হয়েছে কেন্দ্র ৷ নয়া এই বিলে মহিলাদের উপর ঘটা অত্যাচার বন্ধে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন ৷

ETV Bharat
অমিত শাহ

নয়াদিল্লি, 11 অগস্ট:ভারতীয় দণ্ডবিধি বা ইন্ডিয়ান পিনাল কোডের খোলনলচে বদলে দেশে নয়া ফৌজদারি আইন ব্যবস্থা কার্যকর করতে উদ্যোগী হয়েছে কেন্দ্র ৷ সেই লক্ষ্যেই শুক্রবার ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস) বিল লোকসভায় পেশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ বিলটি আপাতত স্ট্যান্ডিং কমিটির মতামতের জন্য পাঠানো হবে বলেও তিনি জানিয়েছেন ৷ তবে শাহ এদিন জানিয়েছেন, এই বিলে এমনকিছু বিষয় সংযোজিত হতে চলেছে যা আগে আইপিসি-তে ছিল না ৷ যেমন, মিথ্যে পরিচয় দিয়ে কোনও মহিলার সঙ্গে বিয়ে, কাজ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি বা বিয়ের প্রতিশ্রুতি দয়ে সহবাসের মতো অভিযোগগুলি এই বিল সংসদে পাস হলে সরাসরি অপরাধ হিসেবে গণ্য হবে বলে তিনি জানিয়েছেন ৷

এদিন অমিত শাহ জানিয়েছেন 1860 সালের আইপিসি ব্যবস্থার জায়গায় ভবিষ্যতে স্থান পাবে এই ভারতীয় ন্যায় সংহিতা বা বিএনএস ৷ এই বিলে মহিলা ও শিশুদের উপর হওয়া অপরাধ যাতে রোধ করা যায় সে বিষয়ে বিশেষ করে জোর দেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন ৷ লোকসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এদিন বলেন, "মহিলাদের বিরুদ্ধে অপরাধ এবং অন্যান্য সামাজিক সমস্যা যেগুলির সম্মুখীন হতে হয় মহিলাদের তাতে যাতে লাগাম পরানো যায় সেই বিষয়ে বিশেষ নজর দেওয়া হয়েছে এই বিলে ৷ বিয়ের প্রতিশ্রুতি বা কাজ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে মহিলাদের সঙ্গে সহবাস বা যৌনসঙ্গমের বিষয়টি অপরাধ হিসেবে গণ্য হবে ৷"

আরও পড়ুন:নাবালিকা ধর্ষণ-গণপিটুনির সর্বোচ্চ শাস্তি হতে পারে মৃত্যুদণ্ড ! বিল পেশ শাহের

বর্তমানে আইপিসি, মহিলাদের উপর হওয়া এই ধরণের উপর অত্যাচার ঠিক কোন ধারায় গ্রাহ্য হবে সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলা নেই, কেন্দ্রের নয়া বিলে এই বিষয়ে সুনির্দিষ্ট করে আইনি ধারার উল্লেখ থাকবে ৷ অমিত শাহ এদিন আরও জানিয়েছেন, বিচারপ্রক্রিয়া যাতে দ্রুত হয় সে বিষয়েও নজর রাখা হয়েছে এই বিলে ৷ তিনি আরও জানিয়েছেন, গণধর্ষণের ক্ষেত্রে সাজা বাড়িয়ে 20 বছর থেকে যাবজ্জীবন করা হচ্ছে ৷ নাবালিকাদের ধর্ষণের কোনও ঘটনা ঘটলে দোষীদের মৃত্যুদণ্ড দেওয়া হবে ৷ এছাড়াও, এই বিলে গণপিটুনির ক্ষেত্রেও শাস্তি মৃত্যুদণ্ড হতে পারে বলে বলা হয়েছে ৷

Last Updated : Aug 12, 2023, 3:19 PM IST

ABOUT THE AUTHOR

...view details