পশ্চিমবঙ্গ

west bengal

কৃষক বিক্ষোভ নিয়ে আরও কড়া অবস্থানের ইঙ্গিত মনোহরের, সাক্ষাৎ অমিত শাহর সঙ্গে

By

Published : Feb 13, 2021, 9:52 PM IST

শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টার৷ তার পর তিনি জানান যে তাঁরা নতুন একটি আইন তৈরি করবেন৷ যে আইনের বলে কোনও সম্পত্তি নষ্ট হলে যাঁরা তা নষ্ট করবেন, তাঁদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করা হবে৷

কৃষক বিক্ষোভ নিয়ে আরও কড়া অবস্থানের ইঙ্গিত মনোহরের, সাক্ষাৎ অমিত শাহর সঙ্গে
কৃষক বিক্ষোভ নিয়ে আরও কড়া অবস্থানের ইঙ্গিত মনোহরের, সাক্ষাৎ অমিত শাহর সঙ্গে

দিল্লি, 13 ফেব্রুয়ারি : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টার৷ শনিবার নয়াদিল্লিতে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দেখা করেন৷ অমিত শাহর সঙ্গে বৈঠকের পর তিনি জানান যে তাঁরা নতুন একটি আইন তৈরি করবেন৷ যে আইনের বলে কোনও সম্পত্তি নষ্ট হলে যাঁরা তা নষ্ট করবেন, তাঁদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করা হবে৷

কেন্দ্রের মোদি সরকারের তৈরি করা তিনটি কৃষি আইনের বিরুদ্ধে দিল্লির সীমানার বাইরে অবস্থান বিক্ষোভ করছে 41টি কৃষক সংগঠনের প্রতিনিধিরা৷ যে রাজ্যগুলিতে এই অবস্থান বিক্ষোভ চলছে, তার মধ্যে অন্যতম হরিয়ানা৷ ফলে সেই রাজ্যের বিধানসভা যদি এমন একটি আইন পাস করায়, তা হলে সেটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ হবে বলেই মনে করা হচ্ছে৷

এদিন হরিনায়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টার সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্যই এই বিক্ষোভ দেখানো হচ্ছে৷ কিছু মানুষ শুধু প্রতিবাদ করার জন্যই এই কর্মসূচি নিয়েছে৷

আরও পড়ুন :রাহুলকে ‘ভারতে বিপর্যয়ের শেষতম ব্যক্তি’ বলায় নির্মলার বিরুদ্ধে স্বাধীকার ভঙ্গের নোটিস কংগ্রেসের

প্রায় দু’মাসের বেশি সময় ধরে এই কৃষক বিক্ষোভ চলছে৷ কেন্দ্রীয় সরকারের সঙ্গে কৃষকদের 11 দফা আলোচনা হয়েছে৷ তার পরও সমস্যার সমাধান হয়নি৷ কিন্তু খাট্টারের দাবি, কেন্দ্র সমস্যার সমাধান করতে আগ্রহী৷ এই আইনে প্রয়োজনীয় সংশোধনও করা হতে পারে৷ যদিও কৃষকরা এই প্রত্যাহারের দাবিতে সরব৷

ABOUT THE AUTHOR

...view details