পশ্চিমবঙ্গ

west bengal

রাফাল ইস্যুতে ফের কংগ্রেস-বিজেপি’র বাকযুদ্ধ

By

Published : Jul 4, 2021, 4:34 PM IST

রাফাল চুক্তি নিয়ে দুর্নীতির অভিযোগে বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে ফ্রান্স ৷ আর সেই নির্দেশের পরেই কেন্দ্রের বিজেপি সরকাের উপর চাপ বাড়াতে শুরু করেছে বিরোধী কংগ্রেস ৷ যা নিয়ে ফের একবার বাকযুদ্ধ শুরু হয়েছে কংগ্রেস ও বিজেপির মধ্যে ৷

france-begins-judicial-probe-into-rafale-deal-with-india-war-of-words started-between-congress-and-bjp
রাফাল ইস্যুতে ফের বাকযুদ্ধ শুরু কংগ্রেস-বিজেপি’র

নয়াদিল্লি, 4 জুলাই : ভারতের সঙ্গে রাফাল (Rafale) চুক্তি নিয়ে সম্ভাব্য দুর্নীতির বিচারবিভাগীয় তদন্ত শুরু করেছে ফ্রান্স (France) ৷ এই খবর সামনে আসতেই ফের একবার সম্মুখ সমরে কংগ্রেস ও বিজেপি ৷ যা নিয়ে নতুন করে বাকযুদ্ধ শুরু হয়েছে দুই দলের মধ্যে ৷ এ নিয়ে গতকালই যৌথ সংসদীয় কমিটির তদন্ত দাবি করেছিল কংগ্রেস ৷ আজ সেই নিয়ে ফের একবার কেন্দ্রের বিজেপি সরকারকে নিশানা করেছেন রাহুল গান্ধি ৷ আজ সকালে একটি টুইটে রাহুল সাধারণের জন্য একটি প্রশ্ন ছুড়ে দিয়েছেন ৷ সেখানে তিনি প্রশ্ন করেছেন, মোদি সরকার যৌথ সংসদীয় কমিটির তদন্তের জন্য তৈরি নয় কেন ? অন্য়দিকে, রাফাল চুক্তি নিয়ে ফ্রান্সে যে বিচারবিভাগীয় তদন্ত শুরু হয়েছে, তা নিয়ে রাহুল গান্ধি এবং কংগ্রেসের এই তদন্তের দাবিকে কটাক্ষ করেছে বিজেপি ৷ যেখানে বলা হয়েছে, প্রতিপক্ষ প্রতিরক্ষা সংস্থার এজেন্টের মতো আচরণ করছেন রাহুল গান্ধি (Rahul Gandhi) ৷

প্রসঙ্গত, গতকাল দ্য ফ্রেঞ্চ ন্যাশনাল ফিনান্সিয়াল প্রসিকিউটর’স অফিস বা পিএনএফ জানিয়েছে, রাফাল যুদ্ধবিমান প্রস্তুতকারী সংস্থা এবং ভারতের মধ্যে 2016 সালে 59 হাজার কোটি টাকার 36টি যুদ্ধবিমান কেনার চুক্তিতে সম্ভাব্য দুর্নীতির অভিযোগ উঠেছে ৷ এই অতি সংবেদনশীল অভিযোগের উচ্চপর্যায়ের বিচারবিভাগীয় তদন্ত করা হবে ৷ যা নিয়ে কংগ্রেসের তরফে গতকাল দলীয় মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা যৌথ সংসদীয় কমিটির নেতৃত্বে তদন্ত দাবি করেছিলেন ৷ যেখানে তিনি বলেছিলেন, আসল সত্যি সামনে আনতে যৌথ সংসদীয় কমিটির মাধ্যমে এই চুক্তি নিয়ে বিস্তারিত তদন্ত হওয়া উচিত ৷ তিনি আরও দাবি করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উচিত, এ নিয়ে তদন্তের নির্দেশ দেওয়া এবং এই চুক্তি নিয়ে নিজেদের স্বচ্ছতা প্রমাণ করা ৷

এখানেই শেষ নয়, রাফাল চুক্তি নিয়ে ফ্রান্সের বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ আসতেই কংগ্রেস নেতা রাহুল গান্ধি এ নিয়ে বিজেপি সরকারকে কটাক্ষ করতে ছাড়েননি ৷ হ্যাশ ট্যাগ রাফালস্ক্যাম লিখে একটি হিন্দি প্রবাদবাক্যের প্রথম অংশ তিনি টুইট করেন তিনি ৷ লেখেন, ‘‘চোর কি দাড়ি... #রাফালস্ক্যাম৷ ’’ অন্যদিকে, কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি বঢরা ভগবান বুদ্ধের একটি মন্তব্যকে তুলে ধরে লেখেন, ‘‘তিনটি জিনিস বেশিদিন লুকিয়ে রাখা যায় না : সূর্য, চাঁদ এবং সত্য ৷’’

আরও পড়ুন : রাফাল দুর্নীতির অভিযোগ নিয়ে বিচারবিভাগীয় তদন্তের সিদ্ধান্ত ফ্রান্সের

কংগ্রেস মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা রাফাল দুর্নীতি নিয়ে টুইটারে লেখেন, ‘‘রাফাল চুক্তিতে দুর্নীতির এবার স্পষ্টত সামনে চলে আসছে ৷ আজ ফ্রান্স সরকার এ নিয়ে তদন্তের নির্দেশ দিতেই কংগ্রেস দল এবং রাহুল গান্ধির অবস্থান আজ সত্যি প্রমাণিত হল ৷’’ অন্যদিকে, আজ সকালে রাফাল দুর্নীতি নিয়ে যৌথ সংসদীয় কমিটির নেতৃত্ব তদন্ত নিয়ে নরেন্দ্র মোদি সরকারকে ফের একবার একহাত নিয়েছেন রাহুল গান্ধি ৷ টুইটারে নাগরিকদের উদ্দেশ্যে তিনি একটি প্রশ্ন রেখেছেন ৷ যেখানে সম্ভাব্য চারটি উত্তর বেছে নেওয়ার অপশন দিয়েছেন রাহুল ৷ তাঁর প্রশ্ন, ‘‘মোদি সরকার যৌথ সংসদীয় কমিটির তদন্তের জন্য তৈরি নয় কেন ? যার সম্ভাব্য চারটি উত্তর হিসেবে তিনি লিখেছেন, 1) অপরাধবোধ 2) বন্ধুদের বাঁচাতে 3) জেপিসি-তে রাজ্যসভার সদস্যদের না চাওয়া এবং 4) উপরের সবক’টি কারণ সত্যি ৷’’

কংগ্রেস তথা রাহুল গান্ধির রাফাল নিয়ে ফের একবার নাড়াচারা করাটা যে কেন্দ্রীয় সরকার বিশেষ করে বিজেপি যে ভালভাবে নেবে না তা স্বাভাবিক ৷ আর তাই সরাসরি রাহুল গান্ধিকে আক্রমণ করেছে বিজেপি ৷ বিজেপি অভিযোগ করেছে, রাহুল গান্ধি প্রতিপক্ষ প্রতিরক্ষা সংস্থার এজেন্টের মতো আচরণ করছেন এবং একজন মাধ্যম হিসেবে তাঁকে ব্যবহার করা হচ্ছে ৷ এখানেই থামেনি গেরুয়া শিবির ৷ রাফাল ইস্যুতে ফের একবার জাতীয়তাবাদের হাওয়া তোলার চেষ্টা করেছে বিজেপি ৷ তাদের অভিযোগ, যুদ্ধবিমান রাফাল নিয়ে বারবার দুর্নীতির অভিযোগ তুলে কংগ্রেস ভারতকে দুর্বল করার চেষ্টা করছে ৷

আরও পড়ুন : 8000 কিমি পথ পেরিয়ে ভারতে এল পঞ্চম পর্যায়ের রাফাল

যা নিয়ে বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র সাংবাদিক বৈঠকে দাবি করেছেন, এই তদন্ত হচ্ছে একটি এনজিও-র অভিযোগের ভিত্তিতে, আর একে দুর্নীতি হিসেবে দেখা উচিত নয় ৷ তারঁ কথায়, দ্য ফ্রেঞ্চ ন্যাশনাল ফিনান্সিয়াল প্রসিকিউটর’স অফিস এই বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে এই চুক্তি নিয়ে গত এপ্রিল মাসে একটি সংবাদমাধ্যমের তরফে করা কিছু অভিযোগের ভিত্তিতে ৷

আরও পড়ুন : ভারতীয় বায়ুসেনায় আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত হচ্ছে রাফাল যুদ্ধবিমান

প্রসঙ্গত, চলতি বছরের এপ্রিলে ফরাসি মিডিয়ায় এই নিয়ে একটি সংবাদ প্রকাশিত হয় ৷ অভিযোগ উঠেছে, ভারত সরকার এবং দাঁসোর মধ্যে এই চুক্তিতে কোনও এক মধ্যস্থতাকারী ছিল ৷ যাকে দাঁসোর তরফে 1.1 মিলিয়ন ইউরো দেওয়া হয়েছে ৷ ফ্রান্সের দুর্নীতি বিরোধী সংস্থা এএফএ তাদের তদন্তে এই বিষয়টি জানতে পেরেছে বলে সেখানে উল্লেখ করা হয় ৷ তার ভিত্তিতেই এই বিচারবিভাগীয় তদন্ত শুরু হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details