পশ্চিমবঙ্গ

west bengal

ভারতে পাকিস্তানি শিল্পীদের কাজে নিষেধাজ্ঞা চেয়ে মামলা খারিজ সুপ্রিম কোর্টে

By ETV Bharat Bangla Team

Published : Nov 28, 2023, 6:43 PM IST

Plea Seeking Ban on Pakistan Artistes: পাকিস্তানের শিল্পীদের ভারতে অভিনয় বা কাজ করার উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা চেয়ে দায়ের হওয়া মামলা মঙ্গলবার খারিজ করে দিল সুপ্রিম কোর্টে ৷ এ দিন শীর্ষ আদালত ওই মামলার আবেদনকারীরে সংকীর্ণমনস্ক বলেও উল্লেখ করেছে ৷ প্রতিবেদনটি লিখেছেন ইটিভি ভারত-এর সুমিত সাক্সেনা ৷

Supreme Court
Supreme Court

নয়াদিল্লি, 28 নভেম্বর: পাকিস্তানের শিল্পীদের ভারতে অভিনয় বা কাজ করার উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা বলবৎ করতে হবে ৷ এমনই দাবি নিয়ে মামলা দায়ের হয়েছিল সুপ্রিম কোর্টে ৷ মঙ্গলবার শীর্ষ আদালত সেই মামলা খারিজ করে দিয়েছে ৷ আদালত এই মামলার আবেদনকারীরে সংকীর্ণমনস্ক বলেও জানিয়েছে ৷

সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্না ও এসভি এন ভাট্টির সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ এই মামলা এ দিন উঠেছিল ৷ সেখানে বেঞ্চ আবেদনকারীর আইনজীবীকে জানিয়ে দেয় যে তারা আবেদন গ্রহণ করতে আগ্রহী নয় । বেঞ্চ বলে, “আপনি এই আপিল করবেন না । এত সংকীর্ণ হবেন না ।" শীর্ষ আদালতের এই বেঞ্চ আবেদনকারীর বিরুদ্ধে হাইকোর্টের করা কিছু মন্তব্য বাতিল করার আবেদনও প্রত্যাখ্যান করেছে ।

এই মামলার আবেদনকারী ছিলেন ফায়েজ আনোয়ার কুরেশি ৷ তিনি নিজেকে একজন সিনেমা-কর্মী ও শিল্পী বলে দাবি করেন ৷ এর আগে তিনি একই দাবি নিয়ে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ৷ সেখানে তাঁর আবেদন খারিজ হয়ে যায় ৷ হাইকোর্ট আবেদনকারীকে জানিয়েছিল যে দেশপ্রেমিক হতে হলে যে বিদেশর সঙ্গে বিশেষ করে প্রতিবেশী দেশের প্রতি শত্রুতা পোষণ করা উচিত নয়, সেটা বোঝা উচিত ।

বম্বে হাইকোর্ট পর্যবেক্ষণ করেছিল, ক্রিকেট বিশ্বকাপে পাকিস্তান অংশগ্রহণ করেছিল । শুধুমাত্র ভারতের সংবিধানের 51 অনুচ্ছেদের সঙ্গে সামঞ্জস্য রেখে সামগ্রিক শান্তি ও সম্প্রীতির স্বার্থে ভারত সরকারের প্রশংসনীয় ইতিবাচক পদক্ষেপের কারণে পাকিস্তান অংশগ্রহণ করতে পেরেছিল ওই প্রতিযোগিতায় ৷

বম্বে হাইকোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টে আবেদন করেন ফায়েজ ৷ সুপ্রিম কোর্টের ফায়েজের আবেদন ছিল, আদালত কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিক, যাতে কেন্দ্র সমস্ত ভারতীয় নাগরিক, কোম্পানি, ফার্ম এবং অ্যাসোসিয়েশনগুলিতে পাকিস্তানি শিল্পীদের যেকোনও ধরনের কাজের উপর নিষেধাজ্ঞা আরোপ করে ৷

আরও পড়ুন:

  1. দ্রুত শুনানির জন্য রেকর্ডের সফট কপি রাখার সুপারিশ সুপ্রিম কোর্টের
  2. সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে 28 বছর পর চাকরি পেলেন ব্যক্তি
  3. সুপ্রিম কোর্টকে ছোট করে দেখা উচিত নয়, বললেন প্রধান বিচারপতি চন্দ্রচূড়

ABOUT THE AUTHOR

...view details