পশ্চিমবঙ্গ

west bengal

PM Birthday Special Thali: প্রধানমন্ত্রীর জন্মদিনে হাজির ‘56 ইঞ্চি মোদিজি থালি’

By

Published : Sep 16, 2022, 9:11 AM IST

Updated : Sep 16, 2022, 4:07 PM IST

প্রধানমন্ত্রীর জন্মদিনে (Narendra Modi Birthday) বিশেষ থালি নিয়ে হাজির দিল্লির একটি রেস্তোরাঁ ৷ নাম রাখা হয়েছে, ‘56 ইঞ্চি মোদিজি থালি’ (56 inch Modi Ji Thali) ৷ 17 সেপ্টেম্বর থেকে দিল্লির ওই রেস্তোরাঁ বিশেষ থালি (PM Birthday Special Thali) পাওয়া যাবে ৷

Delhi Based Restaurant launch 56 inch Modi Ji Thali on Narendra Modi Birthday
Delhi Based Restaurant launch 56 inch Modi Ji Thali on Narendra Modi Birthday

নয়াদিল্লি, 16 সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে (Narendra Modi Birthday) বিশেষ ‘থালি’ ৷ 17 সেপ্টেম্বর প্রধানন্ত্রীর জন্মদিনে তাঁকে উপলক্ষ করেই সেই বিশেষ থালি নিয়ে আসছে দিল্লির রেস্তোরাঁ আরদোর 2.1 ৷ যার নাম রাখা হয়েছে, ‘56 ইঞ্চি মোদিজি থালি’ (56 inch Modi Ji Thali) ৷ যে থালিতে 56 রকমের পদ থাকবে (PM Birthday Special Thali) ৷ পাশাপাশি, রেস্তোরাঁয় খেতে আসা গ্রাহকদের জন্য সেই থালিতে তাঁদের পছন্দ অনুযায়ী আমিষ ও নিরামিষ দু’রকম পদই রাখা হয়েছে ৷ গ্রাহকরা নিজেদের পছন্দ মতো সেই থালি অর্ডার করতে পারবেন ৷

17 সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এই বিশেষ থালি তাদের গ্রাহকদের জন্য পরিবেশন করার ভাবনা আসে রেস্তোরাঁর মালিক সুমিত কালারার মাথায় ৷ তিনি সংবাদ সংস্থা এএনআই-কে জানিয়েছেন, ‘‘আমি মোদিজিকে শ্রদ্ধা করি ৷ তিনি আমাদের দেশের গর্ব এবং আমরা তাঁর জন্মদিনে অন্যরকম কিছু উপহার দিতে চেয়েছিলাম ৷ তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, এই মহাভোজের থালি পরিবেশন করব ৷ যার নাম রাখা হয়েছে, ‘56 ইঞ্চি মোদিজি থালি’ ৷ আমরা তাঁকে এই থালি উপহার দিতে চাই এবং তিনি এখানে এসে যেন এই থালির পদ চেখে দেখেন, এমনটাই আমাদের ইচ্ছা ৷’’

কিন্তু, নিরাপত্তার কারণে সেটা সম্ভব নয় বলে জানিয়েছেন সুমিত কালারা ৷ তাই নরেন্দ্র মোদিকে যাঁরা ভালবাসেন, তাঁদের সকলের জন্য এই থালি আমরা নিয়ে এসেছি ৷ তাই খাদ্যরসিকদের কাছে রেস্তোরাঁর মালিকের নিবেদন, তাঁরা যেন ওই রেস্তোরাঁয় গিয়ে ‘56 ইঞ্চি মোদিজি থালি’র সুস্বাদু খাবারের স্বাদ উপভোগ করেন ৷

আরও পড়ুন:হনুমান মূর্তি থেকে ত্রিশূল, নিলামে উঠবে প্রধানমন্ত্রীর পাওয়া 1200 উপহার

তবে, এখানেই শেষ নয় ৷ 17 সেপ্টেম্বর থেকে রেস্তোরাঁয় যাঁরা ওই থালির স্বাদ নেবেন, তাঁদের পুরস্কার জেতার সুযোগও থাকছে বলে জানিয়েছেন রেস্তোরাঁর মালিক ৷ তিনি বলেন, ‘‘আমরা এই থালির সঙ্গে বিশেষ কিছু পুরস্কারের ব্যবস্থা করেছি ৷ কোনও জুটির মধ্যে একজন যদি 40 মিনিটে পুরো থালি শেষ করতে পারেন তবে, তাঁকে 8.5 লক্ষ টাকা পুরস্কার হিসাবে দেওয়া হবে ৷’’ শুধু তাই নয়, 17-26 সেপ্টেম্বরের মধ্যে কোনও ভাগ্যবান গ্রাহক বা জুটি কেদারনাথ ভ্রমণের সুযোগ পাবেন ৷ মূলত প্রধানমন্ত্রীর পছন্দের তীর্থক্ষেত্র হিসাবে কেদারনাথকে (Kedarnath) বেছে নিয়েছেন রেস্তোরাঁর মালিক ৷

Last Updated :Sep 16, 2022, 4:07 PM IST

ABOUT THE AUTHOR

...view details