পশ্চিমবঙ্গ

west bengal

ধেয়ে আসছে নিভার, বিপর্যয় মোকাবিলায় তামিলনাড়ু, পুদুচেরিকে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

By

Published : Nov 24, 2020, 12:27 PM IST

আগামীকাল দুপুরের পর তামিলনাড়ু, পুদুচেরি উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় নিভার ৷ ইতিমধ্যেই পরিস্থিতি মোকাবিলায় সব রকম প্রস্তুতি নিয়েছে সংশ্লিষ্ট রাজ্যগুলি ৷ পাশাপাশি কেন্দ্রের তরফেও সব রকম সহযোগিতা করা হবে বলে টুইট করে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

nivar
নিভার

দিল্লি, 24 নভেম্বর : ধেয়ে আসছে ঘূর্ণিঝড় নিভার ৷ বুধবার দুপুরের পর ঘণ্টায় প্রায় 100 থেকে 120 কিলোমিটার বেগে তামিলনাড়ু, পুদুচেরি ও অন্ধ্র উপকূলে ঘূর্ণিঝড়টি আছড়ে পড়তে পারে বলে জানিয়েছে মৌসম ভবন ৷ পরিস্থিতি মোকাবিলায় যথাসাধ্য সহযোগিতা করবে কেন্দ্র, টুইট করে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

টুইটে প্রধানমন্ত্রী জানান, তিনি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ই কে পালানিস্বামী এবং পুদুচেরির মুখ্যমন্ত্রী ভি নারায়ণস্বামীর সঙ্গে ফোনে কথা বলেছেন ৷ বিপর্যয় মোকাবিলায় কেন্দ্রের তরফে সব রকম সহযোগিতা করা হবে বলে নিশ্চিত করেছেন ৷ পাশাপাশি যে সমস্ত এলাকায় ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে বলে খবর সেখানকার বাসিন্দাদের সুরক্ষা এবং মঙ্গল কামনা করেছেন ৷

মৌসম ভবনের তরফে একটি টুইট করে জানানো হয়েছে, অতি গভীর এই নিম্মচাপটি দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের উপরে অবস্থান করছে ৷ ইতিমধ্যেই তামিলনাড়ু এবং পুদুচেরি উপকূলে হলুদ সতর্কতা জারি করা হয়েছে ৷ আজ থেকেই তামিলনাড়ু এবং পুদুচেরিতে বৃষ্টিপাত শুরু হওয়ার পূর্বাভাস রয়েছে ৷ চলবে 26 তারিখ পর্যন্ত ৷ আজ ও আগামীকাল উপকূলবর্তী জেলাগুলিতে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে ৷

সংশ্লিষ্ট রাজ্যগুলির আবহাওয়া দপ্তরের তরফে ইতিমধ্যেই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে ৷ সাধারণ মানুষকে খাবার ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী বাড়িতে মজুত রাখার পরামর্শ দেওয়া হয়েছে ৷ প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details