পশ্চিমবঙ্গ

west bengal

Rahul Gandhi রাহুলকেই আবার সভাপতি চেয়ে কংগ্রেসের অন্দরে সরব অনেক নেতা

By

Published : Aug 29, 2022, 7:36 PM IST

আগামী মাসে কংগ্রেসের (Congress) সভাপতি নির্বাচন ৷ একাধিক কংগ্রেস নেতা চাইছেন রাহুল গান্ধিই (Rahul Gandhi) আবার সভাপতির পদে বসুন ৷ এই নিয়ে লিখেছেন ইটিভি ভারতের অমিত অগ্নিহোত্রী ৷

Day after poll dates chorus in favour of Rahul Gandhi as next Congress president
Rahul Gandhi রাহুলকেই আবার সভাপতি চেয়ে কংগ্রেসের অন্দরে সরব অনেক নেতা

নয়াদিল্লি, 29 অগস্ট : 2019 সালের লোকসভা নির্বাচনে (Lok Sabha Elections 2019) পরাজয়ের দায় স্বীকার করে সভাপতির পদ ছেড়েছিলেন রাহুল গান্ধি (Rahul Gandhi) ৷ এবার কি তিনি আবার সভাপতির পদে বসবেন ? কংগ্রেসের (Congress) নেতাদের একটা বড় অংশ আবার রাহুলকেই সভাপতির পদে দেখতে চান ৷

আগামী মাসে কংগ্রেসের সভাপতি পদে নির্বাচন ৷ রবিবারই সেই দিন নির্ধারিত হয়েছে ৷ তার পরই সোমবার যুব কংগ্রেসের সভাপতি তথা কংগ্রেসের ওয়ার্কিং কমিটির (Congress Working Committee) সদস্য বিভি শ্রীনিবাস বললেন, ‘‘রাহুলজিকেই আমরা দলের সভাপতি হিসেবে চাই ৷ তিনি দেশের যুব সমাজের জন্য উদ্বেগ প্রকাশ করেছেন ৷ তিনি একমাত্র রাজনীতিক যিনি বিজেপি ও মোদি সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন ৷’’

যদিও দিল্লির রাজনীতির অন্দরমহলের খবর যে রাহুল গান্ধি আর সভাপতি হতে নারাজ ৷ এমনকী তিনি গান্ধি পরিবারের কাউকে এই পদে চান না ৷ যদিও শ্রীনিবাস এই বিষয়টি অস্বীকার করেছেন ৷ তাঁর কথায়, ‘‘এটা একেবারেই ঠিক নয় ৷ ভোটের দিন ঘোষণা হয়েছে ৷ আর আগামী কয়েক সপ্তাহে সব পরিষ্কার হয়ে যাবে ৷’’ রাহুল গান্ধি আবার সভাপতি পদের জন্য মনোনয়ন পেশ করবেন বলেও তিনি আশা প্রকাশ করেছেন ৷

একই সঙ্গে কংগ্রেস ছাড়ার পর গুলাম নবি আজাদ (Ghulam Nabi Azad) রাহুলের বিরুদ্ধে যে অভিযোগ তুলেছেন, তা নিয়েও ওয়েনাড়ের সাংসদের পাশে দাঁড়িয়েছেন শ্রীনিবাস ৷ তাঁর বক্তব্য, ‘‘2017 সালে সভাপতি হওয়ার পর রাহুলজি 2018 সালে মধ্যপ্রদেশ, ছত্তিশগড় ও রাজস্থানের মতো রাজ্যে জিতে দেখিয়েছেন ৷ কংগ্রেসের খারাপ অবস্থার জন্য তাঁরা কি দায়ী নয়, এই প্রশ্নও তো অভিযোগকারীদের বিরুদ্ধে তোলা যেতে পারে ৷ যখন পদে ছিলেন, তখন তাঁরা কিছুই বলেননি ৷ মনে হচ্ছে যে আজাদজি বিজেপির হয়ে কথা বলছেন ৷’’

ওয়ার্কিং কমিটির আরও একজন সদস্য এবং উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াতও রাহুলকেই কংগ্রেসের সভাপতি পদে দেখতে চান ৷ তাই রাহুলকে এই নিয়ে অনুরোধ করবেন বলেও জানিয়েছেন ৷ রাহুলের সমর্থনে সরব হয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কংগ্রেসের সলমন খুরশিদও ৷

আরও পড়ুন :আমার বাড়ি ছাড়তে বাধ্য করা হয়েছে, কংগ্রেস থেকে পদত্যাগ নিয়ে বিস্ফোরক আজাদ

ABOUT THE AUTHOR

...view details